প্রিয় পাঠক লক্ষ্য করুন

জোনাকী অনলাইন লাইব্রেরীতে আপনাকে স্বাগতম | জোনাকী যদি আপনার ভালো লাগে তবে আপনার বন্ধুদের সাথে লিংকটি শেয়ার করার অনুরোধ জানাচ্ছি | এছাড়াও যারা ভলান্টিয়ার হিসেবে কাজ করতে আগ্রহী তারা jaherrahman@gmail.com এ মেইল করার অনুরোধ করা হচ্ছে | আপনার অংশগ্রহণে সমৃদ্ধ হোক আপনার প্রিয় অনলাইন লাইব্রেরী। আমাদের সকল লেখক, পাঠক- শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা- অভিনন্দন।

বুঝে নিলাম by মনিরা চৌধুরী


ঝড়ো এক বৈশাখী, হাওয়ার মত
এসেছিলে কাছে তুমি
দিতে শ্রাবণ ধারার ঐ, পরশ যত।

পড়ি সেই পরশের, স্পর্শে আমি
লুটায়ে তোমার বুকে,
ঝরা ফুলের মত।


জানা অজানা - ০৫


পৃথিবীতে যত লিপস্টিক আছে, তার বেশিররভাগই তৈরি হয় মাছের আঁশ দিয়ে। (তাইতো বলি এত মাছ খাই, তার আঁশগুলো যায় কোথায়!)

একটার ওপর একটা বিশাল বিশাল ব্লক বসিয়ে তৈরা করা হয়েছে মিশরের পিরামিডগুলো। তাতে একটা দুটো নয়, যেমন ধর গিজার পিরামিড বানাতে লেগেছে আড়াই মিলিয়ন ব্লক। আচ্ছা, তা না হয় বানালো কিন' বসে বসে ওগুলো গুনলো কে?


গাজর


আমাদের দেশের অধিকাংশ মানুষ পুষ্টির চাহিদা পূরণের জন্য শাকসবজি ও ফলমূলের উপর নির্ভর করে। এ দেশে সারাবছরই বিভিন্ন ধরণের শাকসবজি ও ফলের চাষ করা হয়। গাজর বাংলাদেশের একটি জনপ্রিয় শীতকালীন সবজি। এর ইংরেজি নাম Carrot ও বৈজ্ঞানিক নাম Daucus carota. আমাদের দেশের প্রায় সব জায়গায় গাজর চাষ করা হয়।

একটি বড় আকারের গাজরে আপনি ২২ ক্যালর...ি শক্তি পাবেন।
কী আছে গাজরে
প্রতি ১০০ গ্রাম গাজরে আছে_
প্রোটিন-১.০ মিলিগ্রাম, ক্যারোটিন-১৮৯০ মিলিগ্রাম, বি১-.০৪ মিলিগ্রাম, বি২-.০২ মিলিগ্রাম, শক্তি-৮৪ মিলিগ্রাম, থায়ামিন-০.৪ মিলিগ্রাম, ফলিক এসিড-১৪ মিলিগ্রাম ও ভিটামিন সি-৯ মিলিগ্রাম। এ ছাড়া সামান্য পরিমাণ লৌহ থাকে।


আয় ফিরে আয় by নির্জন আহমেদ অরণ্য



আষাঢ়ও শ্রাবনও ঘন বর্ষায়
তব চরনের মলে এখনও কি
বিজলি এসে চমকায়...?
মোরে কি পরে মনে এই তমসায়..?


ছেলেবেলার গল্প



ছেলে বেলার ছবি গুলি
ভেসে উঠে নয়নে,
মনের মাঝে লুকিয়ে ছিল
কত কি যে গোপনে!

অ আ পড়া আর
দুষ্টুমি রত,
ঝগড়া ফ্যাসদ করে কত
করেছি যে ক্ষত!


একটি ছেলে by মোশাররফ


আম্মুর সাথে হাঁটতে গিয়ে
সাত সকালে দেখি
একটি ছেলে গাছ তলাতে
ধুলায় মলিন একি ? ।।

কাঁথা বালিশ নেই ছেলেটির
সূর্য কিরণ দেয় যে চুম
সারা গায়ে তার কাঁদামাটি
তবুও দু'চোখ ভরা ঘুম ।।


গুল্মলতা ও রাখাল






গুল্ম লতা জড়িয়ে আছে
বিশাল তরুর গাঁয়,
শিরশিরিয়ে বাতাস বহে
রাখাল মাঠে যায়।

শিষ দিয়ে যায় রাখাল বালক
সোনা ফলানো মাঠে,
গরুগুলো তার সাথে।

যাওয়ার পথে, খেয়ালীর ফাঁকে
টান দিয়ে লতা ছিঁড়ে,
ফেলে দেয় পথের বাঁকে।

রাখাল বালক নাইবা জানে
লতা কাঁদে, চোখের জলে;
কত দিনের কত চেষ্টার ফলে
লাতটি উঠে তরুর কোলে।

না বুঝে যে কষ্ট দেয়
চল সবে বুঝাই তারে।


২৮/২/২০১০


I am alive!


I am alive!
Have a drink first...
Oh, what a wonderful day!
Keep looking for that Vampire.
I'm sure that's our problem,
and he must be somewhere near.
He's tough, but not immortal.
You can take him!
Excellent! I see that you can be trusted to perform well when called upon.
Don't tell me you're losing your nerve?


জানা অজানা - ০৫


তোমার পুরো শরীরের মাংসপেশী আছে মোট ৬৫০টি। গুনে দেখবে একটু?

আয়তনের দিক দিয়ে পৃথিবী ৫০টি চাঁদের সমান। অর্থাৎ পৃথিবীর সমান আয়তনে কোনো পাত্রে ৫০টি চাঁদ রাখা যাবে।

তোমরাই বলো, জাল ছাড়া আবার মাকড়সা হয় নাকি! কিন্তু বোলা স্পাইডার নামে এক ধরনের মাকড়সা আছে যারা কোন জালই বোনে না।


একটি সুন্দর জীবনবৃত্তান্ত (CV) তৈরীর কৌশল


আপনার জীবনবৃত্তান্ত (CV) হচ্ছে একজন সম্ভাব্য চাকুরীদাতার কাছে একজন চাকুরীপ্রার্থী হিসাবে উপস্থাপন করার প্রাথমিক মাধ্যম ৷ কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় চাকুরীপ্রার্থীরা তাদের জীবনবৃত্তান্ত সুন্দর এবং সঠিকভাবে তৈরী করার ব্যপারে গুরুত্ব প্রদান করে না ৷ ফলশ্রুতিতে অনেক যোগ্য প্রার্থীই Job Interview তে ডাক পায় না এবং যোগ্যতা প্রমানের সুযোগ থেকে বঞ্চিত হয় ৷

আপনার জীবনবৃত্তান্ত (CV) তৈরীর আগে যে সকল বাস্তবতার দিকে নজর রাখবেন---


চলনাময়ী নারী




 মি তোমার ভেতর বাহির
সবই জানতে চাই
আমাকে কতটা ভালবাসা
প্রমাণ করা তোমার চাই।

তুমি ভেবোনা আমায় কাপুরুষ
আমার এখনো আছে চরম হুশ্।


খেলনা by নাসির উদ্দিন খান


মার আনন্দ আর বেদনার এই দিনটি, একদিন আগুপিছু হলে মহাকালের দিন বিন্যাসে কি এমন সমস্যা হত? এ দু’য়ে কি শুধুমাত্র আমার বেলায় এক হয়েছে? নাকি এমন অহরহই ঘটে থাকে, কেউ জানে কেউ জানে না।

বারান্দায় বসে দ্বৈত অনুভূতির এক দমবন্ধ সময় পার করছি একাকী। রাত গভীর। আকাশের পেয়ালা ভর্তি লক্ষ কোটি নক্ষত্র। প্রকৃতি দীঘির জলের মত স্থির। চারিদিক বড় নির্জন-নিশ্চুপ। নৈশব্দেরও বুঝি শব্দ থাকে, নির্বাক প্রকৃতিরও না বলা কথা থাকে। তেমনি যেন দূরে কোথাও গুমরে গুমরে সরোদ কেঁদে চলেছে একটানা।


কোনো ভিনগ্রহ by শাহ আলম বাদশা


ছুটছি তো ছুটছি আমি অবিরাম
এ ছোটার নেই কোনো শেষ --
পেছনে ফেলে যাচ্ছি একে একে পথ
বাঁকের পর বাঁক
যেনো ট্রেন থেকে দেখা চলন্ত পরিবেশ;
পেছনে ছুটছে গাছপালা নদী পাখি
হারিয়ে যাচ্ছে দৃশ্যাবলী বাড়িঘর সব
হঠাৎ দেখি উধাও হয়ে যাচ্ছে
আমার চিরচেনা প্রিয় বাংলাদেশ!


হরেকরকম চুরি by শাহ আলম বাদশা


বুজঘেরা দেশটাতে আজ
হরেকরকম চোর
চুরির তালেই ব্যস্ত এবং
আনন্দে বিভোর !

কেউবা করে সিঁধেল চুরি
ছিঁচকে অসহায়
কেউ কলমের খোঁচায় আবার
লাখটাকা সরায় ?


সবুজ গাঁয়





ই আস, চলে যাই
আমাদের সবুজ গাঁয়
যেখানে মনু মাঝি
নৌকা বায়...।

যেখানে মা আমার
পুলি পিঠা গড়ে
গ্রীষ্মের বাতাসে
পাকা আম পড়ে।


দূরতমা by বাবুল হোসেইন


তোমার শাড়ির ভাঁজে ছিল বিস্ময় আকাশ
না পড়া অভিব্যক্তির আজন্ম কাঙালপনা ;
সেই যে তুমি ডানা মেলতে শিখলে; উড়তে শিখলে;
একদা পান্থজন ভুলে গেলো পথের হদিস।


উপলব্ধি


ত্তাপহীন শীতের সকাল
কর্মহীন দিবসে
আয়েস করে নিয়ে চায়ের কাপ,
ভাবছি দাড়িয়ে বারান্দায়...

সত্যি বলছি,
সত্যি বলছি তোমায়..।


একটি সমস্যায় নানা জনের নানা সমাধান


খোলা জানালা বা এই জাতীয় কোনো শিরোনামের কলামে আমরা অনেক সময় আমাদের সমস্যা লিখে সমাধান জানতে চাই। কিন্তু কোনো কারণে ভুল করে যদি সমস্যাটি অন্য কারও কাছে চলে যায়, তখন তার কাছ থেকে কী কী সমাধান আসবে? ভেবেছেন মহিউদ্দিন কাউসার


১০০ কৌতুক


১০০ মানে ১০০টাই, একটা মিসিংও নাই ফাওও নাই।

১. কম্পিউটার অনেকটা মানুষের মতোই। মাত্র একটিই পার্থক্য—এটি নিজের দোষ অন্য কম্পিউটারের ঘাড়ে চাপাতে পারে না।
২. একটি বই থেকে নিয়ে লিখলে সেটা হয় চুরি। আর কয়েকটা বই থেকে নিয়ে লিখলে সেটা হয় গবেষণা।
৩. প্রাপ্তবয়স্ক ব্যক্তি হলেন তিনি, যাঁর বৃদ্ধি ওপর ও নিচ এ দুই প্রান্ত থেকে থেমে গেছে, কিন্তু পাশে বাড়ছে।
৪. হে প্রভু, আমাকে ধৈর্য দাও। এখনই দাও। এক্ষুনি।
৫. নির্বোধের সঙ্গে তর্কে যেয়ো না। সে তোমাকে নিজের পর্যায়ে নামিয়ে আনবে এবং নিজের অভিজ্ঞতা দিয়ে তোমাকে হারিয়ে দেবে।
৬. মানুষ মাত্রেরই ভুল হয় কিন্তু অফিস মাত্রই তা ক্ষমা করে না।


বন্ধু



রাত হল নিঝ্ঝুম
চোখ জুড়ে আয় ঘুম
ঘুমতো আসেনা
কোন বাঁধাই মানেনা।
মনকে বলি তোর কি চাই
জবাব আসে ঘুম চোখে নাই।

বন্ধু তোকে মনে পড়ে
প্রতিদিন নিশি হলে।


স্বপ্নবিরাসী


মি স্বপ্নচারিনী,
স্বপ্নেরই জাল বুনি।
ভালোলাগে স্বপ্ন দেখতে
ভয় পাই বাস্তবতাকে রুখে দাড়াতে।
মনে মনে চাই যাকে
ভালো লাগে তারই থেকে আড়ালে যেতে।


অদ্ভুত আঁধারে হেঁটে যায় একাকী যুবক by বাবুল হোসেইন


আষাঢ়ের আকাশ। পরিষ্কার এবং মেঘলা। পেঁজা মেঘগুলো উড়ে যায় এদিক সেদিক। সে এক দেখার মত দৃশ্য ! বারান্দায় বসে অহম দেখে বর্ষার বাড়ন্ত আকাশ। চাঁদটা মেঘের আড়ালে একবার লুকোয় পরক্ষণে আবার খলখলিয়ে হেসে উঠে আপন মহিমায়। চাঁদের মধ্যে বিষণ্ন এক পথিকের হেটে যাওয়া দেখে অহম। কেবল দৌড়াচ্ছে, শাদা শার্ট আর নীল জামা। অহম দেখে আর বিস্ময়ে অভিভূত হয়। সে বিশ্বাসই করতে পারে না। সে মাকে ডেকে আনে বারান্দায়। মাও দেখে বিস্মিত হন। একি! এ যে সত্যি সত্যি চাঁদের বুকে যুবকের হেঁটে যাওয়া। অহম ডিবে থাকে চাঁদের মগ্নতায়। বিষণ্ন পথিকের মত ক্লান্ত শ্রান্ত অহমও আবিষ্কার করে সেও কেবল হেঁটে যাচ্ছে। জনমভর। সারাটা জনম ধরে।......


প্রেমিকার কাছে একটি আর্জি by সাইফুল করীম


যত দূরে যাই, যেখানেই যাই
যেখানেই থাকি, যেভাবেই থাকি
বাংলাদেশ তুমি থেকো ভালো।

যত থাক দুঃখ, দারিদ্র, কান্না
সীমাহীন বঞ্চনা, ক্ষুধা, জরা,
বীভৎস খুন, ধর্ষন, লুটপাট
আর মিথ্যাদের জয়-জয়কার,
তবু তুমিই অন্তহীন প্রেরণা আমার।


মিথ্যা নির্ণয়ক রোবট! by মুবাশ্বির


একদিন তারেকের বাবা দোকান থেকে একটি বিশেষ ক্ষমতা সম্পন্ন রোবট কিনে নিয়ে এলেন। বিশেষ ক্ষমতাটি হলো, রোবটটি মিথ্যা নির্ণয় করতে পারে এবং মিথ্যাবাদীর গালে কষে চড় লাগিয়ে দেয়।

সেদিনই নির্ধারিত সময়ের চেয়ে অ-নে-ক দেরিতে স্কুল থেকে বাসায় ফিরল তারেক। দরজা ঠেলে রুমে ঢুকতেই বাবা বজ্রকন্ঠে জিজ্ঞেস করলেন,"আজ এত দেরি হল কেন রে?"


লজ্বা by হামিদুর রহমান


আমার হৃদয় প্রাণ
সকলই করেছি দান ,
কেবল শরমখানি রেখেছি ।
চাহিয়া নিজের পানে
নিশিদিন সাবধানে
সযতনে আপনারে ঢেকেছি ।


ভালবাসি তোমায়



ইতো সেদিন বিকেল বেলা
চুল গুলি সব এলো ছাড়া,
দাঁড়িয়ে আছো একা
ভাবিনি হবে দেখা।।

আমার করা ফুল বাগানে
তুলছো ফুল আপন মনে,
চোখে যখন পড়ল চোখ
লজ্জা পেয়ে কামড়ে ঠোঁট,
আমার পানে চাহি
সরি বলে যাচ্ছো বাগান ছাড়ি।।


স্বপ্ন আমার by মোর্শেদা আক্তার মনি


স্বপ্নের রাজ্যে ছিলাম একাকী।
হঠাৎ এসে দেখা দিয়েছ তুমি
পারিনি ফিরাতে তোমাকে আমি।
অনুভবে অভিমানে চেয়েছি আমি
শত কষ্টের কাছাকাছি রবে আমারি
অনিশ্চিত মাত্রায় পা দিয়েছি আমি
এমন যে হয়ে যাবে তাতো ভাবিনী
স্বপ্নের ঘরে আমি একি করেছি’’
ভুল করে আমি তোমাকে চেয়েছি।।


জানা অজানা - ০৪


আপনি কি জানেন .....

* যখন কোন ডলফিন অসুস্থ থাকে বা আহত হয়, তখন তার চিতকার এবং কান্না শুনে অন্য ডলফিন এগিয়ে আসে যাতে সে পানির উপর গিয়ে দম নিতে পারে।
* এন্টার্টিকা হল একমাত্র মহাদেশ যেখানে কোন রেপ্টাইল বা সাপ নেই।
* এলবাট্রস এর পাখা প্রসারিত করলে তা ১৪ ফুট লম্বা হয়। এরা প্রজনন এর জন্য ২ বছরে মাত্র একবার ভূমিতে আসে। এরা একবারে হাজার মাইল পথ পারি দিতে সক্ষম।


জানা অজানা - ০৩


সাপ হচ্ছে একমাত্র সত্যিকারের মাংসাশী প্রাণী। কারণ অন্য প্রাণীরা কিছু না কিছু উদ্ভিদ জাতীয় খাবার খেলেও সাপ কখনোই তা করে না।

প্রতি চার মিনিটে মায়েরা একবার তার সন্তানের কথা ভাবেন। এই হিসেবে প্রতিদিন গড়ে ২১০ বার সন্তানের কথা চিন্তা করেন একজন মা।


অবেলার ডাক by কাজী নজরুল ইসলাম


নেক ক’রে বাসতে ভালো পারিনি মা তখন যারে,
আজ অবেলায় তারেই মনে পড়ছে কেন বারে বারে।।
আজ মনে হয় রোজ রাতে সে ঘুম পাড়াত নয়ন চুমে,
চুমুর পরে চুম দিয়ে ফের হান্‌তে আঘাত ভোরের ঘুমে।
           ভাব্‌তুম তখন এ কোন্‌ বালাই!
           কর্‌ত এ প্রাণ পালাই পালাই।
আজ সে কথা মনে হ’য়ে ভাসি অঝোর নয়ন-ঝরে।
অভাগিনীর সে গরব আজ ধূলায় লুটায় ব্যথার ভারে।।


অবসান by রবীন্দ্রনাথ ঠাকুর


জানি দিন অবসান হবে,
জানি তবু কিছু বাকি রবে।
রজনীতে ঘুমহারা পাখি
এক সুরে গাহিবে একাকী-
যে শুনিবে, সে রহিবে জাগি
সে জানিবে, তারি নীড়হারা
স্বপন খুঁজিছে সেই তারা
যেথা প্রাণ হয়েছে বিবাগী।


অনাবৃষ্টি by রবীন্দ্রনাথ ঠাকুর


প্রাণের সাধন কবে নিবেদন
করেছি চরণতলে,
অভিষেক তার হল না তোমার
করুণ নয়নজলে।
রসের বাদল নামিল না কেন
তাপের দিনে।


নতুন রঙ by রবীন্দ্রনাথ ঠাকুর


ধূসর জীবনের গোধূলী,
ক্ষীণ তার উদাসীন স্মৃতি,
মুছে-আসা সেই ম্লান ছবিতে
রঙ দেয় গুঞ্জনগীতি।

ফাগুনের চম্পকপরাগে
সেই রঙ জাগে,
ঘুমভাঙা কোকিলের কূজনে
সেই রঙ লাগে,
সেই রঙ পিয়ালের ছায়াতে
ঢেলে দেয় পুর্ণিমাতিথি।


গানের খেয়া by রবীন্দ্রনাথ ঠাকুর


যে গান আমি গাই
জানি নে সে
কার উদ্দেশ্যে।
যবে জাগে মনে
অকারণে
চপল হাওয়া
সুর যায় ভেসে
কার উদ্দেশ্যে।


অধরা by রবীন্দ্রনাথ ঠাকুর


ধরা মাধুরী ধরা পড়িয়াছে
এ মোর ছন্দবন্ধনে।
বলাকাপাঁতির পিছিয়ে-পড়া ও পাখি,
বাসা সুদূরের বনের প্রাঙ্গণে।
গত ফসলের পলাশের রাঙিমারে
ধরে রাখে ওর পাখা,
জরা শিরীষের পেলব আভাস
ওর কাকলিতে মাখা।


বুঝাতে পারিনা কাউকে


সবাই ভাবে কতটা স্বাভাবিক আমি,
কতটা অপ্রকৃতিস্থ জানি আমি !

সবাই ভাবে সব ভুলে যাই আমি,
অথচ ভুলাটা সহজ নয় জানি আমি !

সবাই ভাবে কতটা নিশাচর আমি,
অথচ কতটা ঘুমকাতুরে জানি আমি !


মনে পড়ে তোমায় by মাহফুজ খান


যখন তুমি রাতে কিংবা ভোরে
হঠাৎ জেগে উঠো,
এবং আমাকে আলতো করে ছুঁয়ে ছুঁয়ে যাও
যে স্পর্শ আমার ভালোবাসাকে তরঙ্গাঁয়িত করে
সেই স্পর্শের কসম,


ভালোবাসার জন্য নয়


জ হয়ত সময়,
ভালোবাসা জন্য নয়,
নয় কিছু পাবার আশায়,
শুধু অনুভবে তোমায় ভাবায়,


অদ্ভুত আঁধার এক by আসিফ মহিউদ্দীন


"ভাই সিগারেটটা দেন তো।"
বা দিকে তাকিয়ে দেখলাম একটা কম বয়সী ছেলে, হাত বাড়িয়ে সিগারেট চাচ্ছে। মাঝে মাঝে এমন হয়, কেউ সিগারেট ধরাবার জন্য সিগারেট চায়। কিন্তু ছেলেটার হাতে কোন সিগারেট দেখছি না।
জিজ্ঞেস করলাম "কেন? কি করবা"


চীনা বউ by বাদশা মিন্টু


নেবেন নাকি চীনা বউ
বানায় দেবে চীন
আমরা সবাই সস্তাতে পাব
তাইতো গুনছি দিন।


জানা অজানা - ০২


ভালুক অলস হলে কি হবে, সে প্রতি ঘণ্টায় ৪৮ কিলোমিটার (৩০ মাইল) গতিতে দৌড়াতে পারে।

তুমি তো গাছ থেকে সহজেই খাবার পাও। কিন্তু জানো কি এক পাউন্ড খাবার তৈরি করতে গাছের প্রায় ১০০ পাউন্ড বৃষ্টির পানি খরচ করতে হয়।


ফেরা অথবা ফেরানো by বাবুল হোসেইন


ফেরাতে না পেরে, নিজেকেই ফিরিয়ে নিলাম
কাউকে না কাউকে তো ফিরতেই হয়
একটা সম্পর্কের ভগ্নদশা অথবা ভগ্নাংশের জন্য
কেউ না কেউ তো দায়ী হয়ই,
কারো মাথায় দোষের খড়গ নিতেই হয়
যেমন ঘন কালো রাতের জন্য চাঁদ দায়ী
অথবা মেঘলা আকাশের জন্য সূর্যটা।


এই সেই পথ by জিল্লুর রহমান


হু দিন আগে
দাদুসহ যাচ্ছিলাম বহুদূরে
ঘন বনের মাঝে সেই মেঠো পথ ধরে
লাঠি হাতে চলছিলো দাদু
আর পাতার শব্দ শুনে বলেছিলো আমায়,
’’দেখিস্ বাঘ, ভল্লুক কোথাও আছে নাকি?’’


মা'ই হতে পারে তার মেয়ের প্রকৃত বন্ধু by সালমা রহমান


'ন্ধুত্ব' শব্দটিই এমন, যার কোনো নির্দিষ্ট অর্থ হয় না, একক কোনো সংজ্ঞায় সংজ্ঞায়িত করা যায় না। বন্ধু বন্ধুই। পৃথিবীর সব স্বার্থের ঊধ্বে বন্ধুর স্থান। যাকে বিশ্বাস করে সবকিছু বলা যায়, বিপদে-আপদে, সুখে-দুঃখে সবসময় ছায়ার মতো পাশে পাওয়া যায়_ সেই তো প্রকৃত বন্ধু। জীবনে এমন বন্ধুর বড় বেশি প্রয়োজন। প্রত্যেকটি সন্তানই তাদের জীবনে কম বেশী মায়ের অভাব অনুভব করে।


স্বপ্ন দেখব বলে


মি শুনেছি সেদিন তুমি মোটর বাইকে চেপে
জনৈক ব্যবসায়ীকে মেরে এসেছ
আমি শুনেছি সেদিন তুমি গুলিভরা পিস্তল নিয়ে
বহুজনকে হুমকি দিয়েছ
আমি কখনও যাইনি জেলে কখনও থাকিনি সেলে
কখনো রাখিনি হাত গুলি ভরা পিস্তলে
আবার যেদিন তুমি অপারেশনে যাবে
আমাকেও সাথে নিও
নেবো তো আমায়, বল নেবে তো আমায়


জানা অজানা - ০১


তুমি চোখ খুলে কখনোই হাঁচি দিতে পারবে না। বিশ্বাস না হলে এক্ষুণি চেষ্টা করে দেখা।

তোমার মতোই শিম্পাঞ্জিরাও হ্যান্ডশেক করে ভাব বিনিময় করে!

অক্টোপাসকে কি হৃদয়বান বলা যায়? ওর দেহে যে তিনটি হৃৎপিণ্ড আছে!

১০০ বছর আগেও বোর্নিওতে মানুষের মাথার খুলি মুদ্রা হিসেবে ব্যবহার করা হতো।


ভব নদী by ওয়াহিদ সুজন


মাঝি, আর কতো দূর?'

এই নিয়ে কমপক্ষে সাতবার এই প্রশ্নটা করলাম। মাঝি ফিরেও তাকালো না। আপন মনে আপন কাজে ব্যস্ত।

এমন নদী আর দেখি নাই। কূল কিনারার কোন নির্দেশ নাই। চলছি তো চলছি। এ যেন অকূল দরিয়া। মাথার উপর দ্বি প্রহরের সূয্য। কোন তেজ টের পাওয়া যায় না। নদীর জল ঠিকরে আলো পড়ে চোখে। চোখ ধাঁধিয়ে আসে। ছৈয়ের ভেতর শুয়ে শুয়ে চোখ ধাঁধানো জলের নকশা দেখতে দেখতে..


শকুন by এরশাদ মজুমদার


বাঁচতে হলে মরতে হবে
মরার মাঝেই অমর হবে
বাঁচার চেয়ে মরা ভালো
আঁধার চিরে আসবে আলো।


কালো সূতা by মাহ্‌মুদুল হক ফয়েজ


কই যাইবেন স্যার?

ঘাড় বাঁকা করে তাকাতে তাকাতেই আট দশ বছরের একটি চটপটে মিষ্টি ছেলে সামনে ব্যগ ছুঁয়ে দাঁড়ালো। ঢাকার কমলাপুর ষ্টেশানে এরকমই হয়। হাল্কা ব্যাগ নিজেই নিতে পারবো। শীতের ঝাপটাটা একটু বেশী। মাফলারটা আরেকটু জড়িয়ে ব্যাগের হাতলটা আরো জোরে ধরে কিছু না বলেই ছেলেটাকে পাশ কাটিয়ে এগুতে লাগলাম। পয়সা লাগবোনা স্যার।


অসুখ by আহসান হাবীব


আমি বড় অসুখী। আমার আজন্ম অসুখ। না না
অসুখে আমার জন্ম।
এই সব মোহন বাক্যের জাল ফেলে
পৃথিবীর বালক-স্বভাব কিছু বয়স্ক চতুর জেলে
মানব-সাগরে।
সম্প্রতি উদ্দাম হাতে নৌকো বায়। আমরা বিমূঢ়।


জেনে নিন আপনার মোবাইল সেট এর কোয়ালিটি ( নকিয়া )


বাজারে নকিয়ার সেটই সবচেয়ে জনপ্রিয়, আর এই জনপ্রিয়তাকে পুজি করে এক শ্রেনীর অসাধু আমদানীকারক নিম্নমানের নকিয়া সেট এনে আপনাকে প্রতারিত করছে। আসুন দেখি কিভাবে আপনার সেট এর কোয়ালিটি ভাল মন্দ যাচাই করবেন।


ওয়েব ডেভোলপারদের জন্য কয়েকটি গুরুত্বপুর্ন শর্টকাট ফাংশন লিষ্ট


যারা ওয়েব সাইট ডেভোলপ করে থাকেন তারা সবাই জানেন যে একটি ওয়েব সাইট ডেভোলপ করতে হলে বেশ কয়েকটি ল্যাংগুয়েজ জানতে হয় এবং এই সব ল্যাংগুয়েজ এর ট্যাগ, ফাংশন নিয়ে কাজ করতে হয়। কিন্তু হাজার হাজার ট্যাগ, ফাংশন এর নাম মুখস্থ রাখা সম্ভব নয়। কিন্তু কাজের জন্য আমাদেরকে এই ফাংশনগুলোর নাম মনে রাখাটা খুব জরুরী। তাই হাতে কাছে যদি একটি ফাংশন এর লিস্ট থাকত তাহলে কতই না ভাল হত।


জেনে নিই বিভিন্ন ফরম্যাটের নাম


আমরা প্রতিনয়ত কম্পিউটারে বা অন্যকোন ইলেক্ট্রনিক্স ডিভাইসে বিভিন্ন ধরনের ফাইল ব্যবহার করি, আমরা কি সব ফাইল ফরম্যাটের পুরা নাম জানি?

আমি নিজেই সবগুলি জানি না, যেই ভাবা সেই কাজ, গুগল মামারে ধরে উইকি আন্টির বাসায় পেয়ে গেলাম, দেখুনতো সব চিনতে পারেন নাকি?


ওয়েব পেজের “Error” কোডের কারনগুলো দেখেনিন


HTTP Error 100
Continue. Not really an “error”, this HTTP Status Code means everything is working fine.

HTTP Error 101
Switching Protocols. Again, not really an “error”, this HTTP Status Code means everything is working fine.


কম্পিউটার চালুর সময় কমিয়ে নিন


কম্পিউটারে অনেক ধরনের সফটওয়্যার ব্যবহারের ফলে কম্পিউটার চালুর সময় বেশি লাগে। এ সমস্যা থেকে মুক্তি পেতে Start/Run এ গিয়ে msconfig কমান্ডটি লিখুন। এবার একটি Box আসবে যাতে startup-এ গিয়ে আপনার যে প্রোগ্রামগুলো দরকার তা রেখে অন্যগুলো আনচেক করে দিন। এখন Ok করে Restart করুন, এরপর দেখুন অনেক কম সময়ে আপনার কম্পিউটার চালু হয়েছে।


বারবার উইন্ডোজ সেটাপ দেওয়ার হাত থেকে নিন চিরমুক্তি।


Acronis Rescue Media BootCD
বর্তমানে ভাইরাসের উৎপাত বৃদ্ধি পেয়েছে অনেকগুন। আর প্রতিদিন তৈরী হচ্ছে হাজার হাজার ভাইরাস প্রোগ্রাম। এন্টিভাইরাস কম্পানিগুলো হিমসিম খেয়ে যাচ্ছে এই সকল ভাইরাস প্রোগ্রাম থেকে প্রয়োজনীয় অপারেটিং সিস্টেম কে সুরক্ষা দিতে। অনেক সময় এমন পর্যায় চলে যায় যে প্রিয় কম্পিউটার এর উইন্ডোজ নতুন করে সেটাপ দিতে হয়। তখন ই বাধে যত সমস্যা। সকল প্রয়োজনীয় সফটওয়্যার সেটাপ দিতে সময় লাগে ১ থেকে ৩ ঘন্টা পর্যন্ত।


USB Drive Antivirus : পেন ড্রাইভের মাধ্যমে ভাইরাস ছড়ানো রোধ করে।


5


পেন ড্রাইভ মানে ভাইরাস আর ভাইরাস মানেই পেন ড্রাইভ! আমার মনে হয় এই কথা সবাই মানবেন। আমরা সবাই জানি বর্তমানে পেন ড্রাইভ হলো সবচেয়ে বেশি ভাইরাস বহনকারী মাধ্যম। এক কম্পিউটারের ভাইরাস অন্য কম্পিউটারে পেন ড্রাইভের মাধ্যমেই বেশি ছড়ায়। যে কোনো সময় আপনার কম্পিউটারে যে কনো পেন ড্রাইভ থেকে ভাইরাস আসতে পারে। তাই সাবধানতা অবলম্বন করতে হবে। ব্যবহার করুন USB Drive Antivirus। এবং ভাইরাস থেকে মুক্ত থাকুন। তবে এটি আপনার পিসিতে মূল এন্টিভাইরাস হিসেবে রাখবেন না। এটাকে বানানো হয়েছে মূল ইউএসবি ডিভাইসের মাধ্যমে ভাইরাস ছড়ানো রোধ করার জন্য। তাই মূল এন্টিভাইরাসের সহযোগী হিসেবে এটা ইনস্টল করবেন। পেন ড্রাইভের মাধ্যমে ভাইরাস ছড়ানো রোধ করা ছাড়াও এটি ইউএসবি ড্রাইভের মাধ্যমে আপনার ডাটা চুরি রোধ করবে। কারণ এই এন্টিভাইরাসের মাধ্যমে ইউএসবি পোর্ট ব্লক করে রাখা যায়।  এই খান থেকে ডাউনলোড করে নিন...


পেনড্রাইভের ভাইরাস আক্রমণ থেকে আপনার কম্পিউটারকে রক্ষা করুন।


বর্তমান পেনড্রাইভের মাধ্যমে কম্পিউটারে ভাইরাস বেশি ছড়ায়। তার প্রধান কারণ হচ্ছে যার কম্পিউটারে  ভাইরাস থাকে তার কম্পিউটারে পেনড্রাইভ সংযুক্ত করলে পেনড্রাইভে ভাইরাস ফাইল সহ একটি অটরান ফাইল চলে আসে। অন্য কম্পিউটারে পেনড্রাইভ সংযুক্ত করলে অটরান ফাইল ভাইরাস ফাইলটি কে সয়ংক্রিয় ভাবে চালু করে। ফলে কম্পিউটারটি ভাইরাস আক্রান্ত হয়ে পড়ে।


কিভাবে ডিমো কিংবা ট্রায়াল সফ্টঅয়ারকে সারা জীবন ব্যবহার করবেন!



সহজেই খুজে বের করুন একটি সাইটের সদৃশ অন্য সাইট গুলো।


আমরা প্রতিনিয়ত অনেক সাইট ভিজিট করে থাকি। একটা তথ্য পাওয়ার জন্য কতইনা খুজাখুজি করে থাকি তাই নয় কি? যদি একটি সাইটের মত (সদৃশ)  ঠিক আর একটি সাইট পাওয়া যায় তাহলে কেমন হবে বলুন তো! নিশ্চই ভাল। এই কাজে সহযোগিতা করার একটি সাইট হচ্ছে SimilarSites এ সাইট থেকে একই রকম অনেক সাইট খুজে বের করা যায়। Firefox ব্যবহারকারীগন তাদের সার্স ইঞ্জিন লিস্টে এই সাইট সংযুক্ত করে নিতে পারবেন। আপনার প্রিয় সাইট এর সাথে আর কোন সাইটের মিল আছে তা খুজে বের করতে আজই ভিজিট করুন এখানে


আহার নিয়ন্ত্রণে ওজন নিয়ন্ত্রণ


"মেদ ভুঁড়ি, কী করি" ধরনের বিজ্ঞাপন দেখলেই যেন হালে পানি পান এমন স্থূলকায় ব্যক্তির সংখ্যা নেহাত কম নয়। বিশেষ করে বর্তমানে বহু মধ্যবয়স্ক নারী-পুরুষেরই শারীরিক স্থূলতা একটা বড় সমস্যা। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলার এই যুগে কর্মজীবী নারী-পুরুষ সকাল থেকে সন্ধ্যা অবধি বসে থাকছেন দপ্তরে। ব্যস্ততা আর কাজের চাপে কোনো ব্যায়াম তো দূরের কথা, খাওয়া-দাওয়াটা হয়ে যাচ্ছে নিতান্তই অনিয়ন্ত্রিত। ফলাফল ওজন বৃদ্ধি ও স্থূলতা।


দেশী ফলে বেশি পুষ্টি


বাংলাদেশ একদিকে যেমন ষড়ঋতুর দেশ তেমনি অন্যদিকে মৌসুমী ফলে ভরপুর দেশগুলোর অন্যতম। বিভিন্ন ঋতুতে বিভিন্ন ফলের সমারোহ ঘটে এই দেশে। নানা জাতীয় মৌসুমী ফলে রয়েছে নানা ধরনের পুষ্টি। আমাদের দেশীয় ফলগুলো যেমন সুস্বাদু তেমনি পুষ্টিতে সেরা।


আহারের সহবত


ভাত হোক কিংবা পোলাও, চা হোক কিংবা কফি, যেকোনো কিছু আহারের সময়ই নূন্যতম সহবত মেনে চলা উচিত। এই বিষয়ে কিছু টিপস দেয়া হলো-

০ বড় হা করে খাবেন না।

০ খাবার চিবানোর সময় মুখ বন্ধ রাখবেন।

০ আওয়াজ করে খাবেন না।

০ মুখে খাবার নিয়ে কথা বলবেন না।

০ চা পানের সময় শব্দ করে চুমুক দেবেন না।


রান্নার কিছু প্রয়োজনীয় টুকিটাকি তথ্য


১। ভিজিয়ে রাখা বা ম্যারিনেশান : বেশির ভাগ রান্নার ক্ষেত্রেই আগে থেকে খাদ্যসামগ্রী মসলাতে ভিজিয়ে রাখা বা ম্যারিনেশন একান্ত জরুরি। এতে রান্নার স্বাদ বাড়ে এবং সহজে রান্নাও হয়ে যায় তথা সময়েরও সাশ্রয় হয়। ভাত বা পোলাও বা ফ্রাইড রাইস বা বিরিয়ানি যাই রান্না হোক না কেন রান্নার আগে যদি আধ ঘন্টা কিছুটা লবণ এবং লেবুর রসে চাল ভিজিয়ে রাখা হয় তাহলে চাল সেদ্ধ হবে তাড়াতাড়ি এবং নরম হওয়ার সম্ভাবনা কম থাকে।


পরিবেশ বাঁচাতে গ্রীন টেকনোলজি by সাদ আব্দুল ওয়ালী


এবার পরিবেশ বান্ধব প্রযুক্তি খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। অবিশ্বাস্য হলেও সত্যি আগামী দিনে এ ধরনের প্রযুক্তির জয়জয়কার হবে। বিজ্ঞানীরা বলেছেন, পরিবেশ বাঁচাতে গ্রিন টেকনোলজি বা প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। এমনিতেই পরিবেশের যথেষ্ট বিপর্যয় ঘটেছে। পৃথিবীর আবহাওয়াতে যে পরিবর্তন এসেছে তাতে করে শীতের প্রকোপ বাড়ছে; সেই সঙ্গে আবার অসহনীয় গরমে নাকাল পৃথিবীবাসী। যেসব উপকরণ পরিবেশের বিপর্যয় ঘটায় সেসব শনাক্ত করতে হবে এবং এইসব উপকরণের পরিবর্তে পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার করতে হবে। গড়ে তুলতে হবে সবুজ বেষ্টনী।


কাকে বিয়ে করবেন, কখন করবেন? by আমিনূল মোহায়মেন


বিয়েটা হচ্ছে জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আমাদের দেশে যেহেতু একটার বেশী বিয়ে করার রেওয়াজ নেই, তাই অত্যন্ত ভেবেচিন্তে, হিসাব নিকাশ করে এই সিদ্ধান্ত নেয়া উচিৎ। একটা ভুল বা খারাপ বিয়ে মানে পুরো জীবনটা নষ্ট।

ধরুন, আপনি মোটামুটি একটা চাকুরী করেন, কোন রকমে সংসার চলে যায়। কিন্তু, বিয়ে করে ফেললেন ধনীর দুলালীকে। তার খরচ মেটাতে তখন আপনার জীবন শেষ, সাথে বোনাস হিসাবে লাঞ্ছনা, গঞ্জনা। আবার স্ত্রী যদি চিররুগ্ন হন, তাহলে জীবনের অনেক কিছুই এলোমেলো হয়ে যেতে পারে। আমার পরিচিত এক ভদ্রলোক সরকারী চাকুরী করতেন। ভালো ভালো পজিশনে কাজ করেছেন। কিন্তু, কিছুই জমাতে পারেন নি, কেননা, তার স্ত্রী সারাজীবন অসুস্থ থেকেছেন।


আমি কে by কবুতর


মাঝে মাঝে মনে হয়, কে আমি?
হয়তো, আমি মানুষ।

আর কিছু মুখোশধারী মানুষ মত।
হয়তো, আমিও অমানুষ।

হয়তো, প্রতিদিনের মত,
আমিও দেখে দেখি না।
হয়তো, হাজার ব্যাস্ততায়
দেখার সময় পাই না।

হয়তো, না খেয়ে ছেলেটার দিকে
আমি তাকিয়েও তাকাই না।
হয়তো, অফিসের ফাইলটা
ঘুস ছাড়া, ছাড়ি না।


বাড়তি ওজন আয়ু বাড়ায়


অল্প কয়েক পাউন্ড ওজন বেশি থাকা বরং আপনার জন্য ভালো। কানাডার একটি গবেষণা বলছে, ওজন কয়েক পাউন্ড বেশি থাকলে আগাম মৃত্যু থেকে রক্ষা পাওয়া যায়। গবেষকরা জেনেছেন, কম ওজন এবং খুব বেশি ওজনের মানুষ স্বাভাবিক ওজনের মানুষের চেয়ে আগে মারা যায়। কিন্তু যাদের ওজন সামান্য বেশি তারা বরং স্বাভাবিক ওজনের মানুষের চেয়ে বেশি দিন বাঁচে। ওবেসিটি সাময়িকীর অনলাইন সংস্করণে গবেষণার ফলাফলটি প্রকাশ করা হয়েছে। স্ট্যাটিসটিকস কানাডা, কায়জার পারমানেনটে সেন্টার ফর হেলথ রিসার্স, পোর্টল্যান্ড স্টেট ইউনিভার্সিটি, অরিগন হেলথ এন্ড সায়েন্স ইউনিভার্সিটি ও ম্যাকগিল ইউনিভার্সিটির গবেষক দল গবেষণাটি করেছেন। কায়জার রিসার্সের গবেষক ডেভিড ফিনি এক বিবৃতিতে বলেছেন, ‘খুব কম ওজন ও খুব বেশি ওজন যে মৃত্যু ঝুঁকি বাড়িয়ে দেয় তাতে বিস্ময়ের কিছু নেই।


মেদ-ভুঁড়ি হৃদরোগের ঝুঁকি বাড়ায়


অতিরিক্ত মেদ ভূঁড়ি স্বাস্থ্যের জন্য ভালো নয়। মেদভুঁড়ি কেবল দেহের সৌন্দর্যকেই ব্যাহত করে তা নয় অল্প পরিশ্রমেই ক্লান্তি, ডায়াবেটিস ইত্যাদি রোগসহ হৃদরোগে আক্রান্তের ঝুঁকিও বাড়ায়। চিকিৎসা বিজ্ঞানীরা দেহের অতিরিক্ত মেদ ও ওজনের সাথে হৃদরোগের যোগসূত্র রয়েছে বলে মনে করেন। ড. উলফ্ স্মিথের নেতৃত্বে সুইডিশ এক স্বাস্থ্য সমীক্ষায় জানা যায় উরু-নিতম্ব বা শরীরের অন্য অংশে মেদ বা চর্বি জমার চেয়ে যাদের পেটে চর্বি বা ভুঁড়ির পরিমাণ ও আয়তন বেশি তাদের হৃদরোগে আক্রান্তের ঝুঁকিও তিন থেকে পাঁচগুণ বেশি।


হৃদরোগ থেকে মুক্তি স্বপ্ন নয় সত্যি


বর্তমান সময়ে আমাদের দেশে করোনারি আর্টারি ডিজিজ বা হৃদরোদ আক্রান্ত ব্যক্তিদের সংখ্যা ক্রমশ বৃদ্দি পাচ্ছে এবং বিপুল সংখ্যক মানুষ এই রোগে মারা যাচ্ছেন। একদিকে বাড়ছে হৃদরোগীর সংখ্যা, অন্যদিকে কমছে এতে আক্রান্তদের বয়স। পরিসংখ্যানটি রীতিমতো আতঙ্কজনক। প্রচলিত চিকিৎসা পদ্ধতিগুলো অত্যন্ত ব্যববহুল। তাছাড়া এগুলো কোনো দীর্ঘস্থায়ী সুফলও বয়ে আনে না।


টমেটো ও গাজর হাঁপানির ঝুঁকি কমায়


পরিবেশ দূষণ ও খাদ্যদ্রব্য থেকে শুরু করে ওষুদের প্রতিক্রিয়ার কারণে অনেক দেশেই হাঁপানি রোগীর সংখ্যা বাড়ছে; কিন্তু গবেষণায় দেখা গেছে, যেসব মহিলার প্রচুর টমেটো, গাজর ও সবুজ পাতাওয়ালা শাকসবজি খাওয়ার অভ্যাস রয়েছে, তারা অপেক্ষাকৃত কম হাঁপানিতে আক্রান্ত হয়ে থাকেন। গবেষণায় প্রতিটি শাকসবজির সুনির্দিষ্ট ভূমিকা জানা গেলেও প্রাপ্তবয়স্কদের হাঁপানি থেকে এদের রক্ষাকারী ভূমিকা সুস্পষ্টভাবে জানা গেছে। গবেষণায় দেখা গেছে, শাকসবজির অ্যান্টিএক্সিডেন্ট শ্বাসনালি রক্ষার ভূমিকা রাখে। গাজর, টমেটোর রস ও পাতাকপিতে ক্যারোটিনয়েড নাম একটি উপাদান থাকে যা কি না পরবর্তীতে ভিটামিন-এ’তে পরিবর্তিত হয়। ভিটামিন-এ অন্য অনেক কাজের সঙ্গে সঙ্গে দেহের রোগপ্রতিরোধক ক্ষমতাকে শক্তিশালী করে এবং শ্বাসনালীর আবরণ কলাকে সুসংহত করে। বিশেষজ্ঞের অভিমত, একজন মানুষের সুস্থতার জন্য প্রত্যেকের কমপক্ষে ৫ ধরনের শাকসবজি ও ফলমূল খাওয়া উচিত। একই সঙ্গে প্রত্যেকের জানা জরুরি যে, তার জন্য কোন শাকসবজি বা ফলমূল বেশি উপকারী বা কোনটি বাদ পড়লে তাকে ঝুঁকির সম্মুখীন হতে হবে। সর্বোচ্চ তাজা সবুজ শাকসবজি ভক্ষণকারী সর্বনিম্ন হারে হাঁপানিতে ভোগে। তবে বিশেষজ্ঞদের মতে, পারিবারিক রোগ, পরিবেশ, শরীরের এলার্জেনের মাত্রা এসব কিছুও হাঁপানি সংক্রমণে ভূমিকা পালন করে বিধায় শুধু ভিটামিন বা শাকসবজি একক ভূমিকা অনেক ক্ষেত্রে হাঁপানি প্রতিরোধে কাজে নাও আসতে পারে।

ডা. হাফিজা লুনা
লেখিকা : প্রভাষক, উত্তরা মহিলা মেডিকেল কলেজ, ঢাকা।


কম ঘুম স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ায়


ব্রিটেনের একদল গবেষক বলেছেন, যেসব নারী দিনে ছয় ঘন্টার কম ঘুমান তাদের স্তন ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায়। কারণ স্বল্প ঘুম মেলাটোনিন হরমোন উৎপাদনে বিঘí সৃষ্টি করে। এই হরমোন স্তনে টিউমার হওয়ার পথে বাধার সৃষ্টি করে। কিন্তু স্বল্প ঘুমে এই হরমোন হন্সাসের ফলে স্তনে টিউমার হওয়ার পথ সুগম হয় এবং ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়।


দৃষ্টি শক্তি রক্ষার পাঁচ উপায়


চোখ মানুষের অমূল্য সম্পদ। বিশাল শরীরের তুলনায় ক্ষুদ্র এক জোড়া চোখ দেখতে অনেকটাই নগণ্য। কিন্তু এর পাতা বন্ধ করলেই সারা দুনিয়া অন্ধকার। বিশাল দেহ তখন আলোকবর্তিকা বিহীন। জন্মের পর ধীরে ধীরে এ চোখ জোড়া বিকশিত হতে থাকে। একটা পর্যায়ে আবার চোখের দৃষ্টি শক্তি বা দেখার ক্ষমতা নানা কারণে হ্রাস পেতে থাকে।


নিরামিষভোজীদের ক্যান্সার ঝুঁকি কম


মাংস ভক্ষণকারীদের তুলনায় নিরামিষ ভোজীদের ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি কম। ক্যান্সার রিসার্চ ইউকে-এর অর্থায়নে একদল বিজ্ঞানী ব্যাপক গবেষণা শেষে এতথ্য জানিয়েছেন।

যুক্তরাজ্য ও নিউজিল্যান্ডের একদল গবেষক ৬১,৫৬৬ জন ব্রিটিশ পুরুষ ও মহিলার ওপর সমীক্ষা চালান, যারমধ্যে ছিল মাংস, মাছ ও নিরামিষভোজী তাতে প্রতীয়মান হয়েছে-সাধারণত প্রতি একশ’ জনের মধ্যে প্রায় ৩৩ জনই ক্যান্সারে আক্রান্ত হতে পারে।


কফি না চা


ফি সম্পর্কে অনেক ভাল কথা শোনা গেলেও পেনসিলভ্যানিয়ার স্টেট ইউনিভার্সটির গবেষকরা জানিয়েছেন অন্য কথা। কফির মূল উপাদান হলো ক্যাফেইন। ইহা ক্লান্তি জড়তা দূর করে। বিজ্ঞানীরা ৯২ জন রজঃনিবৃত্তিকালীন মহিলাকে ক্যাফেইনসমৃদ্ধ কফি দুই বছর খাওয়ানোর পর হাড়ের পরীক্ষা করেন। এতে তাদের হাড় ক্ষয়ের কোনো উন্নতি হয়নি।


দৃষ্টিশক্তি বাড়াতে ব্যায়াম


বেশিরভাগ লোকের ধারণা, গ্লুকোমার নিরাময় হলো বিভিন্ন ধরনের ওষুধ। এছাড়া আরেকটি রাস্তা হলো অপারেশন। ইতোমধ্যে চোখের ডাক্তাররা অনেক নতুন ধরনের চিকিৎসার কথা বলতে শুরু করেছেন। গবেষণায় দেখা গেছে, সপ্তাহে চারদিন ৩০ মিনিট করে হাঁটা গ্লুকোমা রোগ উপশমের ভাল একটা পন্থা।


আমার মনের ভেতর একটা ট্রেন আছে : আল মাহমুদ


al-mahmod কোনো এক সময় আমি হয়তো এই সুরভী দাশকে দেখেছি। নামটা হয়ত সঠিক না। চরিত্রটা হয়তো ঠিক। পুরো ব্যাপারটাই এক রহস্যময় অভিজ্ঞতা। নারী চরিত্রগুলো নাম দিয়ে পরিচিত হয় না। সম্পর্ক দিয়ে হয়। আমিও নাম ব্যবহার করেছি কাছাকাছি

প্রশ্ন: ‘পিপাসার বালুচরে’ কাব্যগ্রন্থের পুরোটাইতো একটা দীর্ঘ কবিতা। বইয়ের ভূমিকা থেকে জানতে পারি এটা এক বছর সময় নিয়ে লিখা। চোখের সমস্যার কারণে আপনি তো এখন কবিতা সাধারণত ডিকটেশন দিয়ে লেখান। এরকম একটা দীর্ঘ কবিতা একটু একটু করে ডিকটেশন দিয়ে লেখা কীভাবে সম্ভব হলো?


জীবনানন্দের কাকাতো বোন শোভনা ছিলেন বনলতা সেন


বাংলা সাহিত্যের কালজয়ী চরিত্র বনলতা সেন। সুদীর্ঘকাল সকলের ধারণা ছিলো বাস্তবে বনলতা সেন বলে কারোর অস্তিত্ব নেই। ‘বনলতা সেন’ কেবলই কবির কল্পনা। না, বনলতা কবির ভাবনা পটে আঁকা কোনো ছবি নয়। বনলতা বাস্তবেরই এক চরিত্র। যে কিনা কবির মানসজগতকে প্রভাবিত করতে সমর্থ হয়েছিল। কবির ইংরেজিতে লেখা দিনলিপি ’লিটারেরি নোটস’-এ ‘ওয়াই’ হিসেবে চিহ্নিত মেয়েটি ‘শোভনা’-ই বনলতা সেন বলে পাঠোদ্ধার করেছেন জীবনানন্দ গবেষক ও জীবনানন্দের রচনাবলীর সম্পাদক ভূমেন্দ্র গুহ। যার সঙ্গে প্রথম যৌবনেই পরিচয় হয়েছিল কবির। সম্পর্কে তিনি কবির কাকাতো বোন।


আমি সাক্ষ্য দিচ্ছি by জুবাইদা গুলশান আরা


মায়ের মুখের সামনে কাগজের তাড়া এনে ছুঁড়ে দেয় সুর্মা। বিবর্ণ রক্তহীন মুখে মেয়ের হাতের দিকে তাকিয়ে দেখলো রুবাইয়াত।
তোমাকে বাঁচিয়ে এনেছি বলে ভুলেও ভেবো না যে তোমাকে রত্তিভর মায়া করবো আমি। তুমি আমার বাবার খুনী। তুমি আমার বাবাকে খুন করেছো। রুবাইয়াতের ঠোঁট কাঁপে। এই মেয়েটি তারই বুকের মধ্যে বেড়ে উঠেছে। তার রক্তে মাংসে গড়া আদরের ধন।


প্রিয়জন by কবুতর


কিছু সময় কিছু ক্ষন
কিছু পর আসবে আমার প্রিয়জন।
উচ্ছাস তাই আমার মন,
আনন্দে পরিপূর্ন জীবন।



বেঁচে থাকো সর্দিকাশি by সৈয়দ মুজতবা আলী


য়ঙ্কর সর্দি হয়েছে। নাক দিয়ে যা জল বেরম্নচ্ছে তা সামলানো রম্নমালের কর্ম নয়। ডবল সাইজ বিছানার চাদর নিয়ে আগুনের কাছে বসেছি। হাঁচছি আর নাক ঝাড়ছি, নাক ঝাড়ছি আর হাঁচছি। বিছানার চাদরের অর্ধেকখানা হয়ে এসেছে, এখন বেছে বেছে শুকনো জায়গা বের করতে হচ্ছে। শীতের দেশ, দোর জানালা বন্ধ, কিচ্ছু খোলার উপায় নেই। জানলা খুললে মনে হয় গৌরীশঙ্করের চূড়োটি যেন হিমালয় ত্যাগ করে আমার ঘরে নাক গলাবার তালে আছেন।


ভাঙ্গা কুলা by নীল মেঘ


ভাঙা কুলা দেখছ? ভাঙা কুলা,
ময়লা ফেলা ভাঙা কুলা।
আমি এক ভাঙা কুলা,
ময়লা ফেলা ভাঙা কুলা।


কম খরচে পাসপোর্ট সাইজের ছবি প্রিন্ট করা by মেহেদী


জীবনে বিভিন্ন প্রয়োজনে আমাদের পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন হয়। এগুলো আমরা ল্যাব (ফটো ষ্টুডিও) থেকে প্রিন্ট করে থাকি। এতে ছবি প্রতি ৪/৫ টাকা খরচ হয়ে থাকে। কিন্তু আপনি চাইলে আরো কম খরচে এই ছবি প্রিন্ট করতে পারেন একই ল্যাব (ফটো ষ্টুডিও) থেকে। একটি 4R (4˝x6˝) সাইজের ছবি প্রিন্ট করতে খরচ হয় ৭/৮ টাকা। এতে আপনি ৪টি পাসপোর্ট সাইজের ছবি এবং ৩টি স্টাম্প সাইজের ছবি পাবেন। অর্থাৎ আপনি ৭/৮ টাকার বিনিময়ে ৭টি ছবি পাবেন যার মান পূর্বের মানের সমান। আর আপনি যদি সাধারণ কম্পিউটার প্রিন্টার থেকে ছবি প্রিন্ট করেন তাহলে ছবি মানসম্মত হবে না।


হাসির কোলবালিশ by সিফাত



সেদিন ছিল মেজ আপুর মেহেদি রাত (গায়ে হলুদ)। সুতরাং বাড়িতে অনেক অতিথি (মেহমান) এসেছে। সেইসঙ্গে অতিথি হিসেবে এসেছে সেজ আপু ও বড় ভাইয়ার অনেক ফ্রেন্ড। সব মিলে অনুষ্ঠান খুব মজায় কেটেছে। হঠাত্ আপুর বান্ধবী নিপু আপুর মাথাব্যথা ওঠায় সে বাসায় এসেই কোনো কাঁথা না পেয়ে ওর সাদা ওড়নাটা গায়ে জড়িয়েই ঘুমিয়ে পড়ে। অনেকক্ষণ পরে অনুষ্ঠান শেষ হলো। এবার বাসায় ফিরে সবাই যার যার মতো ঘুমাতে যাচ্ছে।


কর রচিত নতুন অভিধান by মনিরা চৌধুরী


জাগো হে
মানব জাতি,
জাগাতে
মানবতা।
কর রচিত
নতুন অভিধান।
যাক বিলীন হয়ে
সব দুঃখ ব্যথা।


তোমার জন্য স্বাধীনতা by মনিরা চৌধুরী


তোমার জন্য স্বাধীনতা
আমি পেয়েছি তোমায় বলে,
লিখছি কবিতা
বলছি কথা, দিয়ে
মাতৃভাষার কথা।


পর্যাপ্ত ঘুমে সৌন্দর্য বাড়ে


রাতে ভালো ঘুম না হলে সকালে উঠে শরীরটা কেমন কেমন লাগে, তাই না? অনেকে আবার দিবানিদ্রাটাও ঠিকমত না হলে মেজাজ খারাপ করে থাকেন। এতদিন ধরে এটা ছিল স্রেফ মানুষের অভিজ্ঞতা। তবে এখন বিজ্ঞানও সুর মেলাচ্ছে মানুষের অভিজ্ঞতার সঙ্গে। সুইডিশ বিজ্ঞানীরা বলেছেন, ‘বিউটি স্লিপ’ বা চমত্কার একটা ঘুম আপনাকে ‘শরীর কেমন কেমন করা’ থেকে তো মুক্ত রাখবেই, পাশাপাশি আপনার চেহারায় ঔজ্জ্বল্য ও মনের সজীবতা দুটোই বাড়াবে। টাইমস অব ইন্ডিয়া অনলাইন।


একটি ফুলকে বাঁচাবা বলে by ফকির আবদুল মালেক


১.
ব্যতিক্রম শব্দটা ভাঙ্গলে দাড়ায় ক্রমের ব্যত্যয় অর্থাৎ প্রবহমান ধারাটায় বিচ্যুতি। মাত্র দুইশত বৎসর আগেও মানুষের কাছে যা ছিল রহস্যময় তা বিজ্ঞানের কল্যাণে এতটাই সুস্পষ্ট যে আস্তে আস্তে মানুষ সত্যের প্রায় কাছে এসে দাড়াচ্ছে। কোন কিছুই এখন আর রহস্য মনে করা হয় না। হাতে নাতে প্রমানের ভিত্তিতে এখন ব্যাখ্যা করা যায় প্রকৃতির নানা খাম খেয়ালীপনার। আগে যেখানে এসে থমকে গেছে মানুষ সেখানে এসে একজন অতিপ্রাকৃতিক মহাশক্তির উপস্থিতির মাধ্যমে তার ব্যাখ্যা করা হতো। এখন মানুষের মাঝে সে প্রবণতা ক্রমে ক্রমে ফ্যাকাসে হতে যাচ্ছে। সত্যি কি যাচ্ছে? আমরা সেদিকে যাচ্ছি না। আমাদের এই গল্পে সেই সব বিষয়ের অবতারণা হচ্ছে না। তবে ব্যতিক্রমটা এখানে লক্ষনীয় হয়ে উঠতে পারে। প্রকৃতির খাম-খেয়ালীপনার একটি চিত্র এখানে দেখা যেতে পারে।


স্বপ্ন by নির্জন আহমেদ অরণ্য


গায়ের কিশোরী কন্যা __
ছড়িয়ে হাসির বন্যা__
রঙিন সুতো আর সুই এ__
বুনে যায় তার স্বপ্ন __
সাদা রুমালে__
ও কন্যা তুমি জানোনা__


বাপ-ধন by নির্জন আহমেদ অরণ্য



ই কাঁধে তোরে একদিন চড়াইয়া বাপ-ধন
আমোদে বেড়াইতাম ঘুড়িয়া ......
আজি পাষানে বাঁধিয়া হিয়া, অষাঁঢ় কাঁধে
শেষ বারের মতো উঠাইলাম বাপ-ধন
তোরে যতন ও করিয়া সাদা কাপড়ে জড়াইয়া.....!


যদি আবার ভালবাসা পাই by নির্জন আহমেদ অরণ্য


দি আবার ভালোবাসা পাই
আমি জীবনটাকে সাজিঁয়ে নেবো
গুছিয়ে নেবো সব বেদনা আর
হাড়ানোর স্মৃতি গুলো মুছে....


এখনো কি তুমি by নির্জন আহমেদ অরণ্য


তোমার চোখে কি এখনো তন্দ্রা আসে
গভির রাতে যখন আধ ভাঙ্গা চাদ
লাজুক ভাবে ঐ আকাশে ভাসে ?
নাকি এখনো তুমি ডুবে থাকো
ঘোর লাগা সেই নাম না জানা
হাজাড়ো অপরিচিত ভাবনার মাঝে ?


আবারো স্বপ্ন দেখি একটা নতুন "৭১" এর বাংলাদেশ" by মঈনুল হোসেন


"৭১" আমি যুদ্ধ দেখিনি,আমি বিজয় দেখিনি
কিন্তু আমার বাবার মুখে পাক সেনাদের
বর্বরতার পাশবিকতার কথায় শিউরে উঠতো
আমার শরীরের লোমকুপ গুলো।
স্যালুট দিতাম শহীদদের ছোট বেলা হতেই, যখন
বুঝতে শিখেছি, অনূভব করতে শিখেছি।
দিন- দিন কেন যেন ভুলে যেতে বসেছি "৭১" এর
সেদিন গুলোকে,১৬ই ডিসেম্বরকে ।


স্বাধীনতা by মিকি


:তুমি কি মায়ের হাসি,
এ মাটিয় বিজয় দেখোনি?

:শুনেছি মা একদিন হেসেছিল
তবে বিজয় দেখিনি।

:তুমিও দেখনি? তবে কে দেখেছে।
এই দেশ, আমার মা
সেদিন সকল কষ্ট ভুলে হেসেছে।
যেদিন হায়েনারা, হিংস্রতার শেষ পরিনতি,
পরাজয় মেনে নিয়েছে।


বন্ধু



দি কোন দিন মনে পড়ে আমায়
কোন উদাস দুপুর, বিষাদ সন্ধ্যা
কিংবা রাত্রির নির্জনতম প্রহরে;
এক ফোটা চোখের জল ফেলো বন্ধু।


নীল স্বপ্ন by রাজেন্দ্র


পাষাণ-পাথরে গড়া গগনচুম্বী প্রাসাদ
দেখে মনে পড়ে সেই মাটি মাকে।
এখানে প্রকৃতির ছোঁওয়া টবের গাছে,
বনের পাখীর সুর - খাঁচার টিয়ার বিলাপে!
চিল ওড়ে আকাশে দুপুরের তপ্ত রোদে,
কিংবা গোধূলির আবীর রঙের প্রলেপ


অশ্রু...


ক ফোঁটা অশ্রু , যাতে জমা আছে
তিল তিল করে জমে থাকা সব কষ্ট
অব্যক্ত অভিমান, চাপা রাগ, প্রচন্ড ক্ষোভ; আর
অফুরন্ত ভালোবাসা, তোমার জন্য -
হয়তো আমার জন্য ও।


আমি শুনেছি সেদিন তুমি


আমি শুনেছি সেদিন তুমি কারও গলা চেপে ধরে
জাতীয় মাছের নাম জানতে চেয়েছ,
আমি শুনেছি সেদিন তুমি বন্দুকে গুলি ভরে
ক্লাসরুমে প্রতিদিন আনতে চেয়েছ।
আমি কখনো যাইনি স্কুলে,
বিদ্যালয়ে পড়ি নাই ভুলে,
কখনো শিক্ষকের দিকে


সখি


 
সখী, ভাবনা কাহারে বলে। সখী, যাতনা কাহারে বলে ।
তোমরা যে বলো দিবস-রজনী ‘ভালোবাসা’ ‘ভালোবাসা’—
সখী, ভালোবাসা কারে কয় ! সে কি কেবলই যাতনাময় ।


অবাক কান্ড


বহু দিন আগে এক গ্রামে এক গরীব কৃষক বাস করতো। তার পরিবারে ছিল স্ত্রী, ছেলে ও এক বৃদ্ধ পিতাকে নিয়ে। তাদের সংসরে অভাব অনটন প্রায় সবসময় লেগে থাকতো। কৃষক খুব পরিশ্রম করতো কিন্তু তার পরও অভাব দূর করতে পারতোনা। তার ছেলে দাদাকে খুব পছন্দ করতো। দাদাও তাকে খুব স্নেহ করতেন। কিন্তু তার স্ত্র্রী ছিল খুব বদ মহিলা, শ্বশুরকে একদম দেখতে পারতোনা। সে প্রায় শ্বশুরের বিরুদ্ধে স্বামীকে রাগিয়ে দিত।
একদিন স্বামী কাজ থেকে ফিরলে স্ত্রী তাকে ডেকে বললো,


সত্যের পরিণাম by আসমা সিদ্দিকা নূপুর


‘সখিনা, চা নিয়ে আয়’

‘আনতাছি আফা’

‘শোন্, আজ আমার ফিরতে রাত হবে। সবকিছু দেখে শুনে, ঠিকমত রাখবি। আর সময়মত মেডিকেলে খাবার পাঠাস’

ফেন্সি চৌধুরী ওরফে ফরিদা চৌধুরী সমাজের সুশীল শ্রেণীর একজন নারী। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান এ মাস্টার্স করে এখন একটি প্রাইভেট ফার্ম এ আছেন। সেই সাথে জড়িত আছেন নানা সংস্হার সাথে।


২০৯৫ সাল by তাসনীম


সময় ২০৯৫ সাল। ফেব্রুয়ারী মাসের ২৩ তারিখ।

হোটেলে খেতে এসেছে ফাহিম। বেশ দামী হোটেল। নাম - “The Hotel of Southia park” অর্ডার দিল দুইটা সিংগারা, দুইটা পুরি এবং এক কাপ চা এর।
তার মাথা আজ ঘুরাচ্ছে। বেশ চিন্তিত দেখাচ্ছে তাকে।


ভালোবাসা যত বড়


ভালোবাসা যত বড়
জীবন তত বড় নয়
তোমায় নিয়ে হাজার বছর
বাঁচতে বড় ইচ্ছে হয়।।
বড় দেরী করে দেখা হলো
হলো চেনা-জানা


মা


                 মনে  আনন্দ আসে
                      খুসি থাকে মন;
                মায়ের কথা মোর
                      মনে পরে যখন।
                                                  
            ছোট্টো থেকে তুমি আমার
                    বুকের মাঝে আছো,
           তোমার  আসন থাকবে তোমার
                  নিতে পারবে কেউ নাকো।


what is the প্রেম? by অরিজিৎ


প্রেম  নাকি খুব  ভাই  complex জিনিস
           complexity কত তার ???
     শুরু হয় কোথা থেকে শেষ হয় কোথায়
            বলে দে না please এক বার।।

      মানুষ তো শুনেছি প্রেম এ নাকি পরে
             কুকুর, ছাগল ও কি পরে???
      please,please    please ভাই
                বলে দে না আমায়
          কাউকে  জিগেস করে.........


ভালোবাসা


ভালোবাসা মানে -
                      আবসাদে খুজে পাওয়া,
                  ভালোবাসা মানে-
                      ক্লান্ত নয়নে চাওয়া

                   ভালোবাসা থাকে-
                        কবিতা খাতার শেষে,
                   ভালোবাসা ঔ-
                         মন আর হৃদয় যেখানে মেশে


ভালোবাসা তুমি by নীলয় পাল


ভালোবাসা তুমি হারানো সুর, হারানো কিছু কথা,
ভালোবাসা তুমি আমার বুকের জমানো কিছু ব্যাথা।
ভালোবাসা তুমি অচেনা কোনও বন্ধুত্বের এক রুপ,
ভালোবাসা তুমি টুকরো স্মৃতি, মন যে কেবল চুপ।
ভালোবাসা তুমি ক্লান্ত যে আজ স্মৃতির বোঝা বয়ে,
তোমায় ছাড়া যায় কি হাঁটা নির্জন পথ দিয়ে ?


ভালবাসার দোকানী মন পথে দিন কাটায় by মধু


ভালবাসার দোকানী মন পথে দিন কাটায়
ভাল বাসা কে যে নিবি আয়রে ছুটে আয়
ভালবাসার দোকানী মন পথে দিন কাটায়।।

কত না সময় দিন রজনী যায়
কালের হাওয়ায় আকাল বাঁজে
সুখ নাহি যে পাই
ভালবাসার দোকানী মন পথে দিন কাটায়


ঢাকার ছড়া by নিজাম কুতুবী


গাড়ি-ঘোড়া নেই
রাস্তা একে বারে ফাঁকা
আবার সব রাস্তা আঁকা বাঁকা
এই কথাটি মিথ্যা ও ফাঁকা।

 


জোনাকী by হ্নীলার বাঁধন


কল্পনার কাছে হার মেনেছি
রাতের আঁধার ভেঙ্গে রঙ্গীন রবি উদিত হবে

সে এখনো অনেক দেরি
নিরব রজনীর নিঃসঙ্গতার
সাথী হয়ে জ্বলো জোনাকী
তোমার আলোতে দূর করব অমানিষা
সব আঁধার দূর করে দাও তুমি


পথের খোঁজ by সায়েম




নেক বছর যাবত খুঁজে বেরাচ্ছি একটি পথ।
পথে থাকবে না কোন কাঁটা আর তীক্ষ্ণ কঙ্কর,
চারপাশে বয়ে যাবে স্বাধীনতার বাতাস আর হালকা মিষ্টি গন্ধ।

পথের ধারে ফুটবে গোলাপ,হাস্নাহেনা আর বেলি ফুল,
মাধবি লতার সুবাসে ভরে উঠবে সমস্ত পৃথিবী।

আকাশে ডানা মেলে উড়ে যাবে গাঙচিল।
পথের পথিকেরা থাকবে অকুতোভয় আর নিঃসঙ্ক চিত্তে হেঁটে বেড়াবে।
সমুদ্রের মাছেরা যেমন চঞ্চল চিত্তে ঘুরে বেড়ায় -
ঠিক তেমনি ঐ পথটার পথিকেরা হাঁটবে।


এখনই থামাও!!! নয়তো তা নেবে চরম প্রতিশোধ by আজমান আন্দালিব



তোমরা আমায় চেন সবে, আমি তোমাদের খুব আপন,
নেশার মাঝেই দিন যে কাটে, বোহেমিয়ান জীবন যাপন।
রঙিন নেশায় বিভোর থেকে, কাটাই দিবস কাটাই রাত,

আঁকড়ে ধরে আছি নেশায়, গডফাদারের কালো হাত।

কারও আমি ভাই-বন্ধু, হয়তো প্রেমিক আপনজন,
ভ্রমের রাজ্যে ঘুরি আমি, হারিয়ে সব বন্ধু স্বজন।
সমাজে আজ একলা আমি, সমাজের বোঝা ভাবছ তায়,
দেশজুড়ে যে নেশার তাণ্ডব, কে নেবেই বা তাদের দায়?


আইলো পাড়ায় সুন্দরী এক মাইয়া by খন্দকার আলমগীর হোসেন


ইলো পাড়ায় সুন্দরী এক মাইয়া,
মন শুধু চায় দেখতে তারে চাইয়া,
সুযোগ পেলে পিরিত করি যাইয়া।

সকাল বেলা বারান্দাতে বইয়া,
ব্যস্ত থাকে নিজের পড়া লইয়া,
আমার কাটে চাতক পাখী হইয়া।


ইচ্ছা করে হাওয়ারে দেই কইয়া,
যারে বাতাস আমার মেসেজ লইয়া,
একটা প্রেমিক অপেক্ষাতে রইয়া।


কিভাবে রিকশা ভাড়া করবেন by মঈনুল হোসেন


রিকশা কি ?
সংজ্ঞা : এটা মূলত এটা তিন চাক্কার এক বাহন , খুবই আস্তে চলে , গায়ে প্রচুর বাতাস লাগে ।

রিকশা ভাড়া করার টিপস :-

রিকশা ভাড়া করা খুবই কঠিন ব্যাপার । একটা রিকশা ভাড়া করার জন্য আপনাকে কতগুলো বিষয় এর উপর তীক্ষ্ণ নজর দিতে হবে।


যেসব কাজ কখনই করবেন না by মঈনুল হোসেন


মরা সবাই প্রতিদিন অনেক কাজ করে থাকি নিজের প্রয়োজনে অথবা অন্যের প্রয়োজনে । কাজ করতেই হয় সেটা চাইলেও বা না চাইলেও । এসব কাজ এর ভিড়ে কিছু কাজ আছে যেটা করা সাধারনত উচিত না । আমরা জেনে হোক বা না বুঝে হোক সেসব কাজ করে ফেলি । কিন্তু কোন এক সময় পর সেটা নিয়ে আমরা ঠিকই অনুশোচনা করতে থাকি । তাহলে আসুন জেনে নেই কি কি কাজ করা আমাদের উচিত না কখনই ।


যেকোন পরিস্থিতি তে যেভাবে নিজ়েকে সামলাবেন by মঈনুল হোসেন


মরা জীবন অনেক সময় এমন কিছু সমস্যার মুখোমুখি হই যেখান থেকে সঠিক সমাধান বের করে তার বাস্তবায়ন করার বেশ কঠিন হয়ে দাঁড়ায়। সমাধান জানা থাকা সত্তেও আমরা তার ঠিক করতে পারি না। তাই এই পোস্ট এ বলবো কোন কোন পরিস্থিতে আপনি পড়লে কি রকম ব্যবস্থা নিতে পারেন।


বন্ধু by মাহফুজ খান



ন্ধু, এখন তুমি কোথায় আছো?
কেমন আছো? জানি না।
কোন নদীতে ভাসিয়েছ তোমার তরী?
কোন বনেতে বাধিঁয়েছ তোমার ঘর?
জানি না।


বিজ্ঞান ও কোরআন by হ্নীলার বাঁধন


" আমি কি জমিনকে দোলনা আর পাহাড়কে পেরেকসমূহ করে সৃষ্টি করিনি ? " সূরা আল নাবা, আয়াত-৭।

১৪৩০ বছর পূর্বে কোরআন কারীম ঘোষনা করেছে যে পাহাড়কে জমিনের জন্য পেরেকের মত করে সৃষ্টি করা হয়েছে অর্থাৎ পাহাড়ের শীকড় রয়েছে। বিজ্ঞান বিংশ শতাব্দির আগ পর্যন্ত এ বিষয়টি অস্বীকার করে আসছিল যে পাহাড়ের কোন শীকড় আছে। বিংশ শতাব্দিতে এসে আধুনিক টেকনোলোজী ব্যবহার করে বিজ্ঞান আবিস্কার করতে পেরেছে যে, পাহাড়ের কমপক্ষে দুই তুতীয়াংশ নীচে থাকে আর বাকীটুকু জমিনের উপরে থাকে; অর্থাৎ ১৪৩০ বছর পূর্বে পবিত্র কোরআন যা বলেছে বিংশ শতাব্দিতে এসে বিজ্ঞান সে তথ্য আবিস্কার করতে পেরেছে।


ফুরায়ে আমার by মনিরা চৌধুরী


ভাবি নাই যে কখন
ছাড়িয়া নয়ন মন
স্বপন আশার ক্ষণ
যাবে ঝরিয়া, হৃদ ছাড়িয়া
আগেকার সেই দিন পুরাতন,


মহুয়া by কবুতর


হুয়া তুমি কি আজ মনে আমায়?

এখনো কি স্বপ্নগুলো তোমায় কাঁদায়?

এখনো কি ভাব কন্পনায় আমার কথা?

আমার কথা ভাবলে মানে উঠে কি ব্যাথা?



হয়তো সব ভুলে গেছো তুমি,

তাই আজ পর হয়ে গেছি আমি,

তবুও হয়ে গেছে কি সব শেষ?

ভালোবাসার মৃত্যু.......


তুমি শুধুই তুমি by কবুতর


কিছুতেই ভুলতে পারছি না তোমাকে,

মন যে শুধুই তোমার ছবি আঁকে।

আমার প্রতিটি স্বপন জুড়ে আছ তুমি

শুধুই তুমি।


ইন্টেলের কোর আই সেভেন প্রসেসরঃ অজানা যত কথা : সৌজন্য- হ্নীলার বাঁধন


ইন্টেলের সর্বাধুনিক যে প্রসেসরটি এখন সারা বিশ্বকে মাতিয়ে রেখেছে কোর আই-সেভেন। নিঃসন্দেহে এই কোর আই-সেভেন বর্তমান পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির প্রসেসর। ইন্টেলের ‘নেহালেম প্রসেসর ডিজাইন’ প্রকল্পের আওতায় এই প্রসেসর উদ্ভাবিত হয়। ডেস্কটপ কম্পিউটারে অস্বাভাবিক দ্রুতগতির এই প্রসেসরের বিভিন্ন খুঁটিনাটি,কোর আই-সেভেনের বিভিন্ন ফিচার, এর গঠন ফর্মুলাসহ নানা অজানা কথা নিয়েই এই টিউন। 


যুদ্ধ মানে বাংলাদেশ by মনিরা চৌধুরী


যুদ্ধ দেখিনি আমি যুদ্ধ করিনি
তবুও জানি আমি যুদ্ধ মানে কি?
যুদ্ধ মানে বায়না যেন দামাল ছেলের
ছিনিয়ে আনা এক স্বাধীনতার।
আর মুক্তির আশ্বাসে,
শোনা সে বারতা বন্দী মাতার।


ঊইকিলিকস-পেপ্যাল সম্পর্কছেদ


Paypalগোপন দলিলপত্র ফাঁস করে সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসের ভক্তরা পেপ্যালের ইন্টারনেট একাউন্টের মাধ্যমে আর্থিক অনুদান দিতেন। কিন্তু সম্প্রতি মার্কিন পররাষ্ট্র দফতর এক চিঠি দিয়ে তাদের জানিয়েছে যে উইকিলিকস নামের ওয়েবসাইটটি অবৈধ কার্যক্রমের সাথে জড়িত।

ইন্টারনেট ভিত্তিক অর্থ লেনদেন কোম্পানি পেপ্যাল বলছে, মার্কিন সরকারের কাছ থেকে একটি চিঠি পাবার পর তারা উইকিলিকসের সাথে ব্যবসা করা বন্ধ করে দিয়েছে।
পেপ্যালের একজন নির্বাহী ওসামা বেদিয়ার প্যারিস থেকে একটি ইন্টারনেট কনফারেন্সের মাধ্যমে জানান, নভেম্বরের ২৭ তারিখে মার্কিন সরকারের পররাষ্ট্র দফতর একটি চিঠি দিয়েছে।


ছিবলে খেয়ে যাব তোমার সোনার বাংলাদেশ : আজমান আন্দালিব


আমি এক সরকারি চাকুরে, ধরেছি রক্ষকের বেশ,
ছিবলে খেয়ে যাব তোমার সোনার বাংলাদেশ।

প্রজাতন্ত্রের চাকর আমি, চাকরি দিয়েছে সরকারে,
পা ধরে নেতার বসে থাকি, কখন লাগি দরকারে।
নেতার হাতেই পুতুল নাচি, সচিব হই বা পিয়ন,
যেথায় যে পদেই থাকি, কামাই মিলিয়ন।


বিদ্যুৎ নিয়ে বেশি কিছু করা সম্ভব নয় : অর্থমন্ত্রী


সরকারের বর্তমান মেয়াদের মধ্যে বিদ্যুতের উৎপাদন ও চাহিদার মধ্যে ভারসাম্য আনা ছাড়া বেশি কিছু করা সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বুধবার সকালে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ-২০১০ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিদ্যুৎ বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে।
অর্থমন্ত্রী বলেন, বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ সময় সাপেক্ষ। তবে বিদ্যুতের চাহিদা ও উৎপাদনের মধ্যে ভারসাম্য আনা যাবে। এর অতিরিক্ত কিছু করা সম্ভব নয়।


তোলা থাক না বলা কথা...


কি হবে আর কথা বলে এখনই তো যাবে চলে
তবে থাক তোলা থাক না বলা কথা
আমি রবো একা কেবলই একা।


মঞ্চছড়া : ধুত্তুরি ছাই ধুত্তুরি : ড. মাহফুজুর রহমান আখন্দ


ধান ক্ষেত
[মঞ্চে দুই দলে বিভক্ত হয়ে বিন্দু আবৃত্তি]
১ম দল
ধুত্তুরি ছাই ধুত্তুরি
শহরগুলো ভুত্তুরি

মিষ্টি বাতাস হাওয়া নাই
টাটকা খাবার খাওয়া নাই
পায়ে হেঁটে যাওয়া নাই
দীঘির জলে নাওয়া নাই
নেইকো কলা গুড় মুড়ি
ধুত্তুরী ছাই ধুত্তুরি
শহরগুলো ভুত্তুরি।


আর্জেন্টিনায় মেয়ের গর্ভে ১০ সন্তানের জন্মদিয়েছে নরপশু


র্জেন্টিনায় নিজের মেয়েকে ৩০ বছর ধরে ধর্ষণ এবং তার গর্ভে ১০টি সন্তান জন্ম দেওয়ার অভিযোগে এক নরপশুকে গ্রেফতার করা হয়েছে। বুধবার কর্মকর্তারা এ কথা জানান। গণমাধ্যমের খবরে বলা হয়, সান্তা ফি প্রদেশে ৬২ বছর বয়সী এক লোককে পুলিশ গরু চুরির অভিযোগে গ্রেফতার করে। এরপর ওই লোকটির মেয়ে (৪৩) পুলিশকে জানান, তার বাবা তাকে বন্দুকের মুখে ৩০ বছর ধরে ধর্ষণ করে আসছিল। তার গর্ভে ১০টি সন্তানও জন্ম নেয়। এদের ৮ জন


টিএনটি নম্বর থেকে বাসার এড্রেস বের করুন!


অনেকেই বিষয়টি জানেন-আবার অনেকেই জানেন না, আসলে ব্যাপারটি হলো বেশীরভাগ লোকই নিজের প্রাইভেসি রক্ষা করতে চান। তবে বর্তমানে যাদের টিএনটি ফোন আছে- তাদের নাম,এড্রেস যে কেউ বের করতে পারছে যা প্রাইভেসির জন্য হুমকি স্বরুপ। তবে সামান্য কস্ট স্বীকার করলে এই মাধ্যম থেকে প্রাইভেসি রক্ষা করা সম্ভব।
আসুন আগে জেনে নেই কিভাবে টিএনটি ফোন নাম্বার ব্যবহার করে যারা এ ব্যাপারে সচেতন নয় বা বিষয়টি জানেন না তাদের নাম এবং এড্রেস বের করতে হয়। কারণ, না-জানলে তা রোধ করা সম্ভব নয়।


রহিলে কেন? : মনিরা চৌধুরী


ভাঙিবে যদি, হৃদয় আমার তুমি
করিবে যদি খেলা।
আসিলে কেন তবে, মনসাগরে
ভাসায়ে প্রেমের তব ভেলা?
কাঁদাবে তুমি, আমায় যবে


অম্লান তোমাতেই : মনিরা চৌধুরী


মানিশার কালো আধাঁর শুধু
আমারে ডেকে নেয়, অন্ধকারেই।
বলি ডেকোনা আমায় আর,
আমিযে দিবানিশি মগ্ন তোমাতেই।

ভুলে যাওয়া বেদনারা ভুল করে,
পিছু ডাকে শুধু আমাকেই।
বলি নিও না পিছু আর,
আছি যে বিধূর তোমাতেই।


বন্ধু হবে? - মনিরা চৌধুরী


ন্ধু হবে? এসো বন্ধু হতে
বসতে দেবো এই মনটা পেতে,
আর রাখবো কথা যে চির বন্ধুত্বে।
এসো বন্ধু মোর বন্ধু হতে
বাসবো ভালো আমি সত্যিকারের,


রাখাল ছেলে : জসীম উদ্দীন


“রাখাল ছেলে ! রাখাল ছেলে ! বারেক ফিরে চাও,
বাঁকা গাঁয়ের পথটি বেয়ে কোথায় চলে যাও?”
ওই যে দেখ নীল-নোয়ান সবুজ ঘেরা গাঁ,
কলার পাতা দোলায় চামর শিশির ধোয়ায় পা,
সেথায় আছে ছোট কুটির সোনার পাতায় ছাওয়া,
সাঁঝ-আকাশের ছড়িয়ে-পড়া আবীর রঙে নাওয়া,
সেই ঘরেতে একলা বসে ডাকছে আমার মা-


কবর : জসীম উদ্দীন


ইখানে তোর দাদীর কবর ডালিম গাছের তলে,
তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে।
এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ,
পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক।
এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা,


অমিল : মাহবুবুল আলম কবীর


বিয়ের কথা বলতেই আমায়
ঝাড়ি লাগায় রিয়া-
'তোমার- আমার অনেক অমিল
ক্যামনে হইব বিয়া?


নির্বাচিত বিষয়গুলো দেখুন

কবিতা ছোটগল্প গল্প নিবন্ধ ছড়া টিপস রম্য গল্প প্রেমের কবিতা স্বাস্থ্য কথা কৌতুক ইসলামী সাহিত্য কম্পিউটার টিপস জানা অজানা লাইফ স্ট্যাইল স্বাধীনতা স্থির চিত্র ফিচার শিশুতোষ গল্প ইসলাম কবি পরিচিতি প্রবন্ধ ইতিহাস চিত্র বিচিত্র প্রকৃতি বিজ্ঞান রম্য রচনা লিরিক ঐতিহ্য পাখি মুক্তিযুদ্ধ শরৎ শিশু সাহিত্য বর্ষা আলোচনা বিজ্ঞান ও কম্পিউটার বীরশ্রেষ্ঠ লেখক পরিচিতি স্বাস্থ টিপস উপন্যাস গাছপালা জীবনী ভিন্ন খবর হারানো ঐতিহ্য হাসতে নাকি জানেনা কেহ ছেলেবেলা ফল ফুল বিরহের কবিতা অনু গল্প প্রযুক্তি বিউটি টিপস ভ্রমণ মজার গণিত সংস্কৃতি সাক্ষাৎকার ঔষধ ডাউনলোড প্যারডী ফেসবুক মানুষ সৃষ্টির উদ্দেশ্য রম্য কবিতা সাধারণ জ্ঞান সাহিত্যিক পরিচিতি সায়েন্স ফিকশান স্বাধীনতার কবিতা স্বাধীনতার গল্প কৃষি তথ্য চতুর্দশপদী প্রেমের গল্প মোবাইল ফোন রুপকথার গল্প কাব্য ক্যারিয়ার গবেষণা গৌরব জীবনের গল্প ফটোসপ সবুজ সভ্যতা
অতনু বর্মণ অদ্বৈত মারুত অধ্যাপক গোলাম আযম অনন্ত জামান অনিন্দ্য বড়ুয়া অনুপ সাহা অনুপম দেব কানুনজ্ঞ অমিয় চক্রবর্তী অরুদ্ধ সকাল অর্ক অয়ন খান আ.শ.ম. বাবর আলী আইউব সৈয়দ আচার্য্য জগদীশচন্দ্র বসু আজমান আন্দালিব আতাউর রহমান কাবুল আতাউস সামাদ আতোয়ার রহমান আত্মভোলা (ছন্দ্রনাম) আদনান মুকিত আনিসা ফজলে লিসি আনিসুর রহমান আনিসুল হক আনোয়ারুল হক আন্জুমান আরা রিমা আবদুল ওহাব আজাদ আবদুল কুদ্দুস রানা আবদুল গাফফার চৌধুরী আবদুল মান্নান সৈয়দ আবদুল মাবুদ চৌধুরী আবদুল হাই শিকদার আবদুল হামিদ আবদুস শহীদ নাসিম আবিদ আনোয়ার আবু মকসুদ আবু সাইদ কামাল আবু সাঈদ জুবেরী আবু সালেহ আবুল কাইয়ুম আহম্মেদ আবুল মোমেন আবুল হাসান আবুল হায়াত আবুল হোসেন আবুল হোসেন খান আবেদীন জনী আব্দুল কাইয়ুম আব্দুল মান্নান সৈয়দ আব্দুল হালিম মিয়া আমানত উল্লাহ সোহান আমিনুল ইসলাম চৌধুরী আমিনুল ইসলাম মামুন আরিফুন নেছা সুখী আরিফুর রহমান খাদেম আল মাহমুদ আলম তালুকদার আশীফ এন্তাজ রবি আসমা আব্বাসী আসাদ চৌধুরী আসাদ সায়েম আসিফ মহিউদ্দীন আসিফুল হুদা আহমদ - উজ - জামান আহমদ বাসির আহমেদ আরিফ আহমেদ খালিদ আহমেদ রাজু আহমেদ রিয়াজ আহসান হাবিব আহসান হাবীব আহাম্মেদ খালিদ ইকবাল আজিজ ইকবাল খন্দকার ইব্রাহিম নোমান ইব্রাহীম মণ্ডল ইমদাদুল হক মিলন ইলিয়াস হোসেন ইশতিয়াক ইয়াসির মারুফ উত্তম মিত্র উত্তম সেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী এ কে আজাদ এ টি এম শামসুজ্জামান এ.বি.এম. ইয়াকুব আলী সিদ্দিকী একরামুল হক শামীম একে আজাদ এনামুল হায়াত এনায়েত রসুল এম আহসাবন এম. মুহাম্মদ আব্দুল গাফফার এম. হারুন অর রশিদ এরশাদ মজুদার এরশাদ মজুমদার এস এম নাজমুল হক ইমন এস এম শহীদুল আলম এস. এম. মতিউল হাসান এসএম মেহেদী আকরাম ওমর আলী ওয়াসিফ -এ-খোদা ওয়াহিদ সুজন কবি গোলাম মোহাম্মদ কমিনী রায় কাজী আনিসুল হক কাজী আবুল কালাম সিদ্দীক কাজী নজরুল ইসলাম কাজী মোস্তাক গাউসুল হক শরীফ কাদের সিদ্দিকী বীর উত্তম কাপালিক কামরুল আলম সিদ্দিকী কামাল উদ্দিন রায়হান কার্তিক ঘোষ কায়কোবাদ (কাজেম আলী কোরেশী) কৃষ্ণকলি ইসলাম কে এম নাহিদ শাহরিয়ার কেজি মোস্তফা খন্দকার আলমগীর হোসেন খন্দকার মুহাম্মদ হামিদুল্লাহ্ খান মুহাম্মদ মইনুদ্দীন খালেদ রাহী গাজী গিয়াস উদ্দিন গিরিশচন্দ সেন গিয়াস উদ্দিন রূপম গোলাম কিবরিয়া পিনু গোলাম নবী পান্না গোলাম মোস্তফা গোলাম মোহাম্মদ গোলাম সরোয়ার চন্দন চৌধুরী চৌধুরী ফেরদৌস ছালেহা খানম জুবিলী জ. রহমান জসিম মল্লিক জসীম উদ্দিন জহির উদ্দিন বাবর জহির রহমান জহির রায়হান জাওয়াদ তাজুয়ার মাহবুব জাকির আবু জাফর জাকির আহমেদ খান জাকিয়া সুলতানা জান্নাতুল করিম চৌধুরী জান্নাতুল ফেরদাউস সীমা জাফর আহমদ জাফর তালুকদার জাহাঙ্গীর আলম জাহান জাহাঙ্গীর ফিরোজ জাহিদ হোসাইন জাহিদুল গণি চৌধুরী জায়ান্ট কজওয়ে জিয়া রহমান জিল্লুর রহমান জীবনানন্দ দাশ জুবাইদা গুলশান আরা জুবায়ের হুসাইন জুলফিকার শাহাদাৎ জেড জাওহার জয়নাল আবেদীন বিল্লাল ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া ড. কাজী দীন মুহম্মদ ড. ফজলুল হক তুহিন ড. ফজলুল হক সৈকত ড. মাহফুজুর রহমান আখন্দ ড. মুহা. বিলাল হুসাইন ড. মুহাম্মদ শহীদুল্লাহ ড. রহমান হাবিব ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ ডক্টর সন্দীপক মল্লিক ডা. দিদারুল আহসান ডা: সালাহ্উদ্দিন শরীফ তমিজ উদদীন লোদী তাজনীন মুন তানজিল রিমন তাপস রায় তামান্না শারমিন তারক চন্দ্র দাস তারাবাঈ তারেক রহমান তারেক হাসান তাসনুবা নূসরাত ন্যান্সী তাসলিমা আলম জেনী তাহমিনা মিলি তুষার কবির তৈমুর রেজা তৈয়ব খান তৌহিদুর রহমান দর্পণ কবীর দিলওয়ার হাসান দেলোয়ার হোসেন ধ্রুব এষ ধ্রুব নীল নঈম মাহমুদ নবাব আমিন নাইমুর রশিদ লিখন নাইয়াদ নাজমুন নাহার নাজমুল ইমন নাফিস ইফতেখার নাবিল নাসির আহমেদ নাসির উদ্দিন খান নাহার মনিকা নাহিদা ইয়াসমিন নুসরাত নিজাম কুতুবী নির্জন আহমেদ অরণ্য নির্মলেন্দু গুণ নিসরাত আক্তার সালমা নীল কাব্য নীলয় পাল নুরে জান্নাত নূর মোহাম্মদ শেখ নূর হোসনা নাইস নৌশিয়া নাজনীন পীরজাদা সৈয়দ শামীম শিরাজী পুলক হাসান পুষ্পকলি প্রাঞ্জল সেলিম প্রীতম সাহা সুদীপ ফকির আবদুল মালেক ফজল শাহাবুদ্দীন ফররুখ আহমদ ফাতিহা জামান অদ্রিকা ফারুক আহমেদ ফারুক নওয়াজ ফারুক হাসান ফাহিম আহমদ ফাহিম ইবনে সারওয়ার ফেরদৌসী মাহমুদ ফয়সাল বিন হাফিজ বাদশা মিন্টু বাবুল হোসেইন বিকাশ রায় বিন্দু এনায়েত বিপ্রদাশ বড়ুয়া বেগম মমতাজ জসীম উদ্দীন বেগম রোকেয়া বেলাল হোসাইন বোরহান উদ্দিন আহমদ ম. লিপ্স্কেরভ মঈনুল হোসেন মজিবুর রহমান মন্জু মতিউর রহমান মল্লিক মতিন বৈরাগী মধু মনসুর হেলাল মনিরা চৌধুরী মনিরুল হক ফিরোজ মরুভূমির জলদস্যু মর্জিনা আফসার রোজী মশিউর রহমান মহিউদ্দীন জাহাঙ্গীর মা আমার ভালোবাসা মাইকেল মধুসূদন দত্ত মাওলানা মুহাম্মাদ মাকসুদা আমীন মুনিয়া মাখরাজ খান মাগরিব বিন মোস্তফা মাজেদ মানসুর মুজাম্মিল মানিক দেবনাথ মামুন হোসাইন মারজান শাওয়াল রিজওয়ান মারুফ রায়হান মালিহা মালেক মাহমুদ মাসুদ আনোয়ার মাসুদ মাহমুদ মাসুদা সুলতানা রুমী মাসুম বিল্লাহ মাহফুজ উল্লাহ মাহফুজ খান মাহফুজুর রহমান আখন্দ মাহবুব আলম মাহবুব হাসান মাহবুব হাসানাত মাহবুবা চৌধুরী মাহবুবুল আলম কবীর মাহমুদা ডলি মাহমুদুল বাসার মাহমুদুল হাসান নিজামী মাহ্‌মুদুল হক ফয়েজ মায়ফুল জাহিন মিতা জাহান মু. নুরুল হাসান মুজিবুল হক কবীর মুন্সি আব্দুর রউফ মুফতি আবদুর রহমান মুরাদুল ইসলাম মুস্তাফিজ মামুন মুহম্মদ নূরুল হুদা মুহম্মদ শাহাদাত হোসেন মুহাম্মদ আনছারুল্লাহ হাসান মুহাম্মদ আবু নাসের মুহাম্মদ আমিনুল হক মুহাম্মদ জাফর ইকবাল মুহাম্মদ মহিউদ্দিন মুহাম্মাদ হাবীবুল্লাহ মুহিউদ্দীন খান মেজবাহ উদ্দিন মেহনাজ বিনতে সিরাজ মেহেদি হাসান শিশির মো. আরিফুজ্জামান আরিফ মো: জামাল উদ্দিন মোঃ আহসান হাবিব মোঃ তাজুল ইসলাম সরকার মোঃ রাকিব হাসান মোঃ রাশেদুল কবির আজাদ মোঃ সাইফুদ্দিন মোমিন মেহেদী মোর্শেদা আক্তার মনি মোশাররফ মোশাররফ হোসেন খান মোশারেফ হোসেন পাটওয়ারী মোহসেনা জয়া মোহাম্মদ আল মাহী মোহাম্মদ জামাল উদ্দীন মোহাম্মদ নূরুল হক মোহাম্মদ মাহফুজ উল্লাহ্ মোহাম্মদ মুহিব্বুল্লাহ মোহাম্মদ সা'দাত আলী মোহাম্মদ সাদিক মোহাম্মদ হোসাইন মৌরী তানিয় যতীন্দ্র মোহন বাগচী রজনীকান্ত সেন রণক ইকরাম রফিক আজাদ রবীন্দ্রনাথ ঠাকুর রহমান মাসুদ রহিম রায়হান রহিমা আখতার কল্পনা রাখাল রাজিব রাজিবুল আলম রাজীব রাজু আলীম রাজু ইসলাম রানা হোসেন রিয়াজ চৌধুরী রিয়াদ রুমা মরিয়ম রেজা উদ্দিন স্টালিন রেজা পারভেজ রেজাউল হাসু রেহমান সিদ্দিক রোকনুজ্জামান খান রোকেয়া খাতুন রুবী শওকত হোসেন শওকত হোসেন লিটু শওগাত আলী সাগর শফিক আলম মেহেদী শরীফ আতিক-উজ-জামান শরীফ আবদুল গোফরান শরীফ নাজমুল শাইখুল হাদিস আল্লামা আজীজুল হক শামছুল হক রাসেল শামসুজ্জামান খান শামসুর রহমান শামস্ শামীম হাসনাইন শারমিন পড়শি শাহ আব্দুল হান্নান শাহ আলম শাহ আলম বাদশা শাহ আহমদ রেজা শাহ নেওয়াজ চৌধুরী শাহ মুহাম্মদ মোশাহিদ শাহজাহান কিবরিয়া শাহজাহান মোহাম্মদ শাহনাজ পারভীন শাহাদাত হোসাইন সাদিক শাহাবুদ্দীন আহমদ শাহাবুদ্দীন নাগরী শাহিন শাহিন রিজভি শিউল মনজুর শিরিন সুলতানা শিশিরার্দ্র মামুন শুভ অংকুর শেখ হাবিবুর রহমান সজীব সজীব আহমেদ সত্যেন্দ্রনাথ দত্ত সাইদা সারমিন রুমা সাইফ আলি সাইফ চৌধুরী সাইফ মাহাদী সাইফুল করীম সাইয়্যেদ আবুল আ'লা মওদূদী সাকিব হাসান সাজ্জাদুর রহমান সাজ্জাদ সানজানা রহমান সাবরিনা সিরাজী তিতির সামছুদ্দিন জেহাদ সামিয়া পপি সাযযাদ কাদির সারোয়ার সোহেন সালমা আক্তার চৌধুরী সালমা রহমান সালেহ আকরাম সালেহ আহমদ সালেহা সুলতানা সিকদার মনজিলুর রহমান সিমু নাসের সিরহানা হক সিরাজুল ইসলাম সিরাজুল ফরিদ সুকান্ত ভট্টাচার্য সুকুমার বড়ুয়া সুকুমার রায় সুনীল গঙ্গোপাধ্যায় সুফিয়া কামাল সুভাষ মুখোপাধ্যায় সুমন সোহরাব সুমনা হক সুমন্ত আসলাম সুমাইয়া সুহৃদ সরকার সৈয়দ আরিফুল ইসলাম সৈয়দ আলমগীর সৈয়দ আলী আহসান সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী সৈয়দ তানভীর আজম সৈয়দ মুজতবা আলী সৈয়দ সোহরাব হানিফ মাহমুদ হামিদুর রহমান হাসান আলীম হাসান ভূইয়া হাসান মাহবুব হাসান শরীফ হাসান শান্তনু হাসান হাফিজ হাসিনা মমতাজ হুমায়ূন আহমেদ হুমায়ূন কবীর ঢালী হেলাল মুহম্মদ আবু তাহের হেলাল হাফিজ হোসেন মাহমুদ হোসেন শওকত হ্নীলার বাঁধন

মাসের শীর্ষ পঠিত

 
রায়পুর তরুণ ও যুব ফোরাম

.::jonaaki online::. © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ