এসেছিলে কাছে তুমি
দিতে শ্রাবণ ধারার ঐ, পরশ যত।
পড়ি সেই পরশের, স্পর্শে আমি
লুটায়ে তোমার বুকে,
ঝরা ফুলের মত।
আমাদের দেশের অধিকাংশ মানুষ পুষ্টির চাহিদা পূরণের জন্য শাকসবজি ও ফলমূলের উপর নির্ভর করে। এ দেশে সারাবছরই বিভিন্ন ধরণের শাকসবজি ও ফলের চাষ করা হয়। গাজর বাংলাদেশের একটি জনপ্রিয় শীতকালীন সবজি। এর ইংরেজি নাম Carrot ও বৈজ্ঞানিক নাম Daucus carota. আমাদের দেশের প্রায় সব জায়গায় গাজর চাষ করা হয়।


এবার পরিবেশ বান্ধব প্রযুক্তি খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। অবিশ্বাস্য হলেও সত্যি আগামী দিনে এ ধরনের প্রযুক্তির জয়জয়কার হবে। বিজ্ঞানীরা বলেছেন, পরিবেশ বাঁচাতে গ্রিন টেকনোলজি বা প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। এমনিতেই পরিবেশের যথেষ্ট বিপর্যয় ঘটেছে। পৃথিবীর আবহাওয়াতে যে পরিবর্তন এসেছে তাতে করে শীতের প্রকোপ বাড়ছে; সেই সঙ্গে আবার অসহনীয় গরমে নাকাল পৃথিবীবাসী। যেসব উপকরণ পরিবেশের বিপর্যয় ঘটায় সেসব শনাক্ত করতে হবে এবং এইসব উপকরণের পরিবর্তে পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার করতে হবে। গড়ে তুলতে হবে সবুজ বেষ্টনী।
কোনো এক সময় আমি হয়তো এই সুরভী দাশকে দেখেছি। নামটা হয়ত সঠিক না। চরিত্রটা হয়তো ঠিক। পুরো ব্যাপারটাই এক রহস্যময় অভিজ্ঞতা। নারী চরিত্রগুলো নাম দিয়ে পরিচিত হয় না। সম্পর্ক দিয়ে হয়। আমিও নাম ব্যবহার করেছি কাছাকাছি
সেদিন ছিল মেজ আপুর মেহেদি রাত (গায়ে হলুদ)। সুতরাং বাড়িতে অনেক অতিথি (মেহমান) এসেছে। সেইসঙ্গে অতিথি হিসেবে এসেছে সেজ আপু ও বড় ভাইয়ার অনেক ফ্রেন্ড। সব মিলে অনুষ্ঠান খুব মজায় কেটেছে। হঠাত্ আপুর বান্ধবী নিপু আপুর মাথাব্যথা ওঠায় সে বাসায় এসেই কোনো কাঁথা না পেয়ে ওর সাদা ওড়নাটা গায়ে জড়িয়েই ঘুমিয়ে পড়ে। অনেকক্ষণ পরে অনুষ্ঠান শেষ হলো। এবার বাসায় ফিরে সবাই যার যার মতো ঘুমাতে যাচ্ছে।
রাতে ভালো ঘুম না হলে সকালে উঠে শরীরটা কেমন কেমন লাগে, তাই না? অনেকে আবার দিবানিদ্রাটাও ঠিকমত না হলে মেজাজ খারাপ করে থাকেন। এতদিন ধরে এটা ছিল স্রেফ মানুষের অভিজ্ঞতা। তবে এখন বিজ্ঞানও সুর মেলাচ্ছে মানুষের অভিজ্ঞতার সঙ্গে। সুইডিশ বিজ্ঞানীরা বলেছেন, ‘বিউটি স্লিপ’ বা চমত্কার একটা ঘুম আপনাকে ‘শরীর কেমন কেমন করা’ থেকে তো মুক্ত রাখবেই, পাশাপাশি আপনার চেহারায় ঔজ্জ্বল্য ও মনের সজীবতা দুটোই বাড়াবে। টাইমস অব ইন্ডিয়া অনলাইন।
ইন্টেলের সর্বাধুনিক যে প্রসেসরটি এখন সারা বিশ্বকে মাতিয়ে রেখেছে কোর আই-সেভেন। নিঃসন্দেহে এই কোর আই-সেভেন বর্তমান পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির প্রসেসর। ইন্টেলের ‘নেহালেম প্রসেসর ডিজাইন’ প্রকল্পের আওতায় এই প্রসেসর উদ্ভাবিত হয়। ডেস্কটপ কম্পিউটারে অস্বাভাবিক দ্রুতগতির এই প্রসেসরের বিভিন্ন খুঁটিনাটি,কোর আই-সেভেনের বিভিন্ন ফিচার, এর গঠন ফর্মুলাসহ নানা অজানা কথা নিয়েই এই টিউন।
গোপন দলিলপত্র ফাঁস করে সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসের ভক্তরা পেপ্যালের ইন্টারনেট একাউন্টের মাধ্যমে আর্থিক অনুদান দিতেন। কিন্তু সম্প্রতি মার্কিন পররাষ্ট্র দফতর এক চিঠি দিয়ে তাদের জানিয়েছে যে উইকিলিকস নামের ওয়েবসাইটটি অবৈধ কার্যক্রমের সাথে জড়িত।
.::jonaaki online::. © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ