আপনি আছেন: জোনাকী > পথের খোঁজ by সায়েম
পথের খোঁজ by সায়েম
অনেক বছর যাবত খুঁজে বেরাচ্ছি একটি পথ।
পথে থাকবে না কোন কাঁটা আর তীক্ষ্ণ কঙ্কর,
চারপাশে বয়ে যাবে স্বাধীনতার বাতাস আর হালকা মিষ্টি গন্ধ।
পথের ধারে ফুটবে গোলাপ,হাস্নাহেনা আর বেলি ফুল,
মাধবি লতার সুবাসে ভরে উঠবে সমস্ত পৃথিবী।
আকাশে ডানা মেলে উড়ে যাবে গাঙচিল।
পথের পথিকেরা থাকবে অকুতোভয় আর নিঃসঙ্ক চিত্তে হেঁটে বেড়াবে।
সমুদ্রের মাছেরা যেমন চঞ্চল চিত্তে ঘুরে বেড়ায় -
ঠিক তেমনি ঐ পথটার পথিকেরা হাঁটবে।
আমার সকল চিন্তা আজ ঐ পথকে কেন্দ্র করে।
শ্রেনীহীন পথ,বৈষম্যহীন পথ।
যে পথে কাঁদেনা অসহায় পিতৃ-মাতৃহীন শিশু
আর জোর করে কেঊ কেড়ে নেয় না কারো অধিকার ।
প্রসঙ্গ কবিতা
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন
লেখাটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিন