
যদি কোন দিন মনে পড়ে আমায়
কোন উদাস দুপুর, বিষাদ সন্ধ্যা
কিংবা রাত্রির নির্জনতম প্রহরে;
এক ফোটা চোখের জল ফেলো বন্ধু।
জেনো, আমি মিশে রবো
তোমার চোখেরই সে জলে।
কোন উদাস দুপুর, বিষাদ সন্ধ্যা
কিংবা রাত্রির নির্জনতম প্রহরে;
এক ফোটা চোখের জল ফেলো বন্ধু।
জেনো, আমি মিশে রবো
তোমার চোখেরই সে জলে।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন
লেখাটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিন