যত দূরে যাই, যেখানেই যাই
যেখানেই থাকি, যেভাবেই থাকি
বাংলাদেশ তুমি থেকো ভালো।
যত থাক দুঃখ, দারিদ্র, কান্না
সীমাহীন বঞ্চনা, ক্ষুধা, জরা,
বীভৎস খুন, ধর্ষন, লুটপাট
আর মিথ্যাদের জয়-জয়কার,
তবু তুমিই অন্তহীন প্রেরণা আমার।
দিয়েছ ভাষা, রবি-নজরুল সহ
শামসুর রাহমান, দিয়েছ রক্ত দিয়ে
স্বাধীনতা- আজো বুকে বহমান।
দিয়েছ মা, আদর কত সয়েছ
চুপে জ্বালা, বলো নি কখনো
একবারো- নে এবার তোর পালা।
তোমার প্রেমে ডুবে আছি, ফেলো
না আমায় দূরে, দূরে রইলেই কি
প্রেম চলে যায় সোজা আস্তাকুড়ে?
তোমায় আমি ভালোবেসেছি হে
প্রেমিকা বাংলাদেশ,
তোমার কোলেই মরতে চাই
এই প্রণতি- সবিশেষ।
সূত্র
আপনি আছেন: জোনাকী > প্রেমিকার কাছে একটি আর্জি by সাইফুল করীম
প্রেমিকার কাছে একটি আর্জি by সাইফুল করীম
প্রসঙ্গ কবিতা, সাইফুল করীম
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন
লেখাটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিন