ব্রিটেনের একদল গবেষক বলেছেন, যেসব নারী দিনে ছয় ঘন্টার কম ঘুমান তাদের স্তন ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায়। কারণ স্বল্প ঘুম মেলাটোনিন হরমোন উৎপাদনে বিঘí সৃষ্টি করে। এই হরমোন স্তনে টিউমার হওয়ার পথে বাধার সৃষ্টি করে। কিন্তু স্বল্প ঘুমে এই হরমোন হন্সাসের ফলে স্তনে টিউমার হওয়ার পথ সুগম হয় এবং ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। কাজেই যেসব নারীর ঘুম দিনে ছয় ঘন্টার কম হয়, তাদের এখনই সতর্ক হওয়া উচিত। ইন্টারনেট।
আপনি আছেন: জোনাকী > কম ঘুম স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ায়
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন
লেখাটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিন