বাঁচতে হলে মরতে হবে
মরার মাঝেই অমর হবে
বাঁচার চেয়ে মরা ভালো
আঁধার চিরে আসবে আলো।
বাঁচতে হলে মরতে হবে
এখন তুমি কোথায় যাবে
ভয় করলেই ভয়ে খাবে।
দেশটা তোমার খাচ্ছে শকুন
তাড়াও শকুন জ্বালাও আগুন
বাঁচতে হলে মরতে হবে
আপনি আছেন: জোনাকী > শকুন by এরশাদ মজুমদার
শকুন by এরশাদ মজুমদার
প্রসঙ্গ এরশাদ মজুমদার, কবিতা
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন
লেখাটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিন