বন্ধু, এখন তুমি কোথায় আছো?
কেমন আছো? জানি না।
কোন নদীতে ভাসিয়েছ তোমার তরী?
কোন বনেতে বাধিঁয়েছ তোমার ঘর?
জানি না।
স্মৃতির পাতায় তোমায় খুঁজি,
মানুষের ভিড়ে তোমায় খুঁজি,
কিন্তু পাই না।
কতদিন কাঁদি না তোমার দুঃখে,
কতদিন হাসি না তোমার সুখে,
বন্ধু, কতদিন দেখি না তোমায়।
আপনি আছেন: জোনাকী > বন্ধু by মাহফুজ খান
বন্ধু by মাহফুজ খান
প্রসঙ্গ কবিতা, মাহফুজ খান
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন
লেখাটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিন