ভালবাসার দোকানী মন পথে দিন কাটায়
ভাল বাসা কে যে নিবি আয়রে ছুটে আয়
ভালবাসার দোকানী মন পথে দিন কাটায়।।

কত না সময় দিন রজনী যায়
কালের হাওয়ায় আকাল বাঁজে
সুখ নাহি যে পাই
ভালবাসার দোকানী মন পথে দিন কাটায়
ভাল বাসা কে যে নিবি আয়রে ছুটে আয়
ভালবাসার দোকানী মন পথে দিন কাটায়।।
কত না সময় দিন রজনী যায়
কালের হাওয়ায় আকাল বাঁজে
সুখ নাহি যে পাই
ভালবাসার দোকানী মন পথে দিন কাটায়
বেচা কেনা নয়
ভাবে পথিক হৃদয়
মন দোকানী ঝাঁপ ফেলিয়া
অন্তরে লুকায়
এমন দিনে আসিয়া কি ভালবাসা যায়?
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন
লেখাটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিন