ভাবি নাই যে কখন
ছাড়িয়া নয়ন মন
স্বপন আশার ক্ষণ
যাবে ঝরিয়া, হৃদ ছাড়িয়া
আগেকার সেই দিন পুরাতন,
জানিনা আমার হতে,
সরায়েযে আমারে।
নিয়তি কেন নিল,
নিজ মাঝে জড়ায়ে?
বুঝি নাই কোনদিন
বাজিয়া নিশিদিন,
হৃদয়ে বিষের বীণ
যাবে হারিয়া, প্রাণ ছাড়িয়া
পুরাতন সেই মোহ মায়ার চিন।(চিহ্ন)
জানিনা আমার হতে
ফুরায়ে সে আমারে।
কেন যে দিল,
গত জনম হতে সরায়ে?
আপনি আছেন: জোনাকী > ফুরায়ে আমার by মনিরা চৌধুরী
ফুরায়ে আমার by মনিরা চৌধুরী
প্রসঙ্গ কবিতা, মনিরা চৌধুরী
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন
লেখাটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিন