এক ফোঁটা অশ্রু , যাতে জমা আছে
তিল তিল করে জমে থাকা সব কষ্ট
অব্যক্ত অভিমান, চাপা রাগ, প্রচন্ড ক্ষোভ; আর
অফুরন্ত ভালোবাসা, তোমার জন্য -
হয়তো আমার জন্য ও।
কখনো তোমার চোখে - কখনো আমার চোখে
হঠাৎ হঠাৎ করেই শত ব্যস্ততার মাঝে -
টুপ করে পড়ে যায়,
রেখে যায়...অস্থিরতা আর ভেঙে যাওয়া স্বপ্নগুলোর
স্পষ্ট সব স্মৃতির সাথে রক্তলাল চোখের কোণে জ্বলুনি।
আপনি আছেন: জোনাকী > অশ্রু...
অশ্রু...
প্রসঙ্গ শিরোনামহীন
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন
লেখাটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিন