কল্পনার কাছে হার মেনেছি
রাতের আঁধার ভেঙ্গে রঙ্গীন রবি উদিত হবে
সে এখনো অনেক দেরি
নিরব রজনীর নিঃসঙ্গতার
সাথী হয়ে জ্বলো জোনাকী
তোমার আলোতে দূর করব অমানিষা
সব আঁধার দূর করে দাও তুমি
জ্বলো...... জ্বালো তোমার আলো ।
সেই আলোতে লিখব আমি
ভালবাসার কবিতা
আর ভালবাসব আমি অনেক
যে মনের এ আঁধার দূর করার
ক্ষমতা রাখে
আপনি আছেন: জোনাকী > জোনাকী by হ্নীলার বাঁধন
জোনাকী by হ্নীলার বাঁধন
প্রসঙ্গ কবিতা, হ্নীলার বাঁধন
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন
লেখাটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিন