অল্প কয়েক পাউন্ড ওজন বেশি থাকা বরং আপনার জন্য ভালো। কানাডার একটি গবেষণা বলছে, ওজন কয়েক পাউন্ড বেশি থাকলে আগাম মৃত্যু থেকে রক্ষা পাওয়া যায়। গবেষকরা জেনেছেন, কম ওজন এবং খুব বেশি ওজনের মানুষ স্বাভাবিক ওজনের মানুষের চেয়ে আগে মারা যায়। কিন্তু যাদের ওজন সামান্য বেশি তারা বরং স্বাভাবিক ওজনের মানুষের চেয়ে বেশি দিন বাঁচে। ওবেসিটি সাময়িকীর অনলাইন সংস্করণে গবেষণার ফলাফলটি প্রকাশ করা হয়েছে। স্ট্যাটিসটিকস কানাডা, কায়জার পারমানেনটে সেন্টার ফর হেলথ রিসার্স, পোর্টল্যান্ড স্টেট ইউনিভার্সিটি, অরিগন হেলথ এন্ড সায়েন্স ইউনিভার্সিটি ও ম্যাকগিল ইউনিভার্সিটির গবেষক দল গবেষণাটি করেছেন। কায়জার রিসার্সের গবেষক ডেভিড ফিনি এক বিবৃতিতে বলেছেন, ‘খুব কম ওজন ও খুব বেশি ওজন যে মৃত্যু ঝুঁকি বাড়িয়ে দেয় তাতে বিস্ময়ের কিছু নেই।
কিন্তু একটু বেশি ওজন থাকলে যে আয়ু বেড়ে যেতে পারে তা অবশ্যই চমকপ্রদ ব্যাপার।’ আরেক গবেষক, পোর্টল্যান্ড ইউনিভার্সিটির মার্ক কাপলান বলেছেন, বাড়তি কয়েক পাউন্ড ওজন বয়স্ক লোকদের হয়তো স্বাস্থ্যহানি থেকে রক্ষা করে, তাই বলে স্বাভাবিক ওজনের লোকদের ওজন বাড়ানোর চেষ্টা করার মানে নেই। তিনি বলেন, আমাদের গবেষণায় শুধু মৃত্যু ঝুঁকির দিকে নজর দেয়া হয়েছে; কিন্তু মোটা হওয়ার সঙ্গে উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল, ডায়াবেটিসের মতো স্বাস্থ্যের অনেক নেতিবাচক বিষয় জড়িত। কানাডায় ১১ হাজার ৩২৬ জন পূর্ণবয়স্ক ব্যক্তির মৃত্যুর সঙ্গে তাদের ওজন সূচকের সম্পর্কের ভিত্তিতে এ গবেষণা করা হয়েছে। রয়টার্স।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন
লেখাটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিন