উত্তাপহীন শীতের সকাল
কর্মহীন দিবসে
আয়েস করে নিয়ে চায়ের কাপ,
ভাবছি দাড়িয়ে বারান্দায়...
সত্যি বলছি,
সত্যি বলছি তোমায়..।
জোরপূর্বক চোখের পলক চাপিয়ে
কোথাও না হারিয়ে
পারিনি দেখতে কাউকে,
কে আছে স্বপ্ন নয়নে
মনের গহীনে...
এই কংক্রীট শহুরে পাড়ায়,
কি অবাকে এখনো বেচে থাকা
ঐ নিঃসঙ্গ তালগাছ-টিকে
আজ নিজের সংগে তুলনীয় মনে হয়,,,
আপনি আছেন: জোনাকী > উপলব্ধি
উপলব্ধি
প্রসঙ্গ কবিতা
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন
লেখাটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিন