ঝড়ো এক বৈশাখী, হাওয়ার মত
এসেছিলে কাছে তুমি
দিতে শ্রাবণ ধারার ঐ, পরশ যত।
পড়ি সেই পরশের, স্পর্শে আমি
লুটায়ে তোমার বুকে,
ঝরা ফুলের মত।
তুমি হাত বাড়ায়ে, নিলে আমায় তুলে
বললে থাকো ওগো
জনম যত।
সুবাসিত আমি এক, ফুলের মত
চেয়েছি তোমায় দিতে,
বাগান ভরা সব সুবাস যত।
মোর সেই সুবাসের, আবেশ তুমি
দিলে ছড়িয়ে যখন
কারো অন্য হাতে,
বুঝে নিলাম আমি শুধুই ছিলাম
তোমার বুকের কোন,
আবেশ গত।
এসেছিলে কাছে তুমি
দিতে শ্রাবণ ধারার ঐ, পরশ যত।
পড়ি সেই পরশের, স্পর্শে আমি
লুটায়ে তোমার বুকে,
ঝরা ফুলের মত।
তুমি হাত বাড়ায়ে, নিলে আমায় তুলে
বললে থাকো ওগো
জনম যত।
সুবাসিত আমি এক, ফুলের মত
চেয়েছি তোমায় দিতে,
বাগান ভরা সব সুবাস যত।
মোর সেই সুবাসের, আবেশ তুমি
দিলে ছড়িয়ে যখন
কারো অন্য হাতে,
বুঝে নিলাম আমি শুধুই ছিলাম
তোমার বুকের কোন,
আবেশ গত।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন
লেখাটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিন