ভালোবাসা যত বড়
জীবন তত বড় নয়
তোমায় নিয়ে হাজার বছর
বাঁচতে বড় ইচ্ছে হয়।।
বড় দেরী করে দেখা হলো
হলো চেনা-জানা
আরো দিন গেল কেটে
মনেরই ঠিকানা
হায় জন্ম থেকেই হয়নি কেন
তোমার আমার পরিচয়।।
শুধু কিছুদিন পাশে পেয়ে
ফুরাবে না আশা
কবে যে মরণ ঝড়ে
ভেঙে যাবে বাসা
হায় সব পেয়েছি তাই কি আমার
সব হারানোর এত ভয়।।
আপনি আছেন: জোনাকী > ভালোবাসা যত বড়
ভালোবাসা যত বড়
প্রসঙ্গ লিরিক
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন
লেখাটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিন