ফেরাতে না পেরে, নিজেকেই ফিরিয়ে নিলাম
কাউকে না কাউকে তো ফিরতেই হয়
একটা সম্পর্কের ভগ্নদশা অথবা ভগ্নাংশের জন্য
কেউ না কেউ তো দায়ী হয়ই,
কারো মাথায় দোষের খড়গ নিতেই হয়
যেমন ঘন কালো রাতের জন্য চাঁদ দায়ী
অথবা মেঘলা আকাশের জন্য সূর্যটা।
শীতল অবগাহনের পর তুমি জানলে না
কে বেশী তৃষ্ণার্ত ছিল
কার বেশী দরকার ছিল তৃষ্ণার জল।
আপনি আছেন: জোনাকী > ফেরা অথবা ফেরানো by বাবুল হোসেইন
ফেরা অথবা ফেরানো by বাবুল হোসেইন
প্রসঙ্গ কবিতা, বাবুল হোসেইন
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন
লেখাটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিন