অমানিশার কালো আধাঁর শুধু
আমারে ডেকে নেয়, অন্ধকারেই।
বলি ডেকোনা আমায় আর,
আমিযে দিবানিশি মগ্ন তোমাতেই।
ভুলে যাওয়া বেদনারা ভুল করে,
পিছু ডাকে শুধু আমাকেই।
বলি নিও না পিছু আর,
আছি যে বিধূর তোমাতেই।
ফেলে আসা স্মৃতিরা বারে বারে,
কেঁদে ফিরে শুধু বুকের কাছেই।
মিনতি আমার, কেঁদনা তুমি আর
আছি আমি যে অম্লান, আজো তোমাতেই।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন
লেখাটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিন