পেন ড্রাইভ মানে ভাইরাস আর ভাইরাস মানেই পেন ড্রাইভ! আমার মনে হয় এই কথা সবাই মানবেন। আমরা সবাই জানি বর্তমানে পেন ড্রাইভ হলো সবচেয়ে বেশি ভাইরাস বহনকারী মাধ্যম। এক কম্পিউটারের ভাইরাস অন্য কম্পিউটারে পেন ড্রাইভের মাধ্যমেই বেশি ছড়ায়। যে কোনো সময় আপনার কম্পিউটারে যে কনো পেন ড্রাইভ থেকে ভাইরাস আসতে পারে। তাই সাবধানতা অবলম্বন করতে হবে। ব্যবহার করুন USB Drive Antivirus। এবং ভাইরাস থেকে মুক্ত থাকুন। তবে এটি আপনার পিসিতে মূল এন্টিভাইরাস হিসেবে রাখবেন না। এটাকে বানানো হয়েছে মূল ইউএসবি ডিভাইসের মাধ্যমে ভাইরাস ছড়ানো রোধ করার জন্য। তাই মূল এন্টিভাইরাসের সহযোগী হিসেবে এটা ইনস্টল করবেন। পেন ড্রাইভের মাধ্যমে ভাইরাস ছড়ানো রোধ করা ছাড়াও এটি ইউএসবি ড্রাইভের মাধ্যমে আপনার ডাটা চুরি রোধ করবে। কারণ এই এন্টিভাইরাসের মাধ্যমে ইউএসবি পোর্ট ব্লক করে রাখা যায়। এই খান থেকে ডাউনলোড করে নিন...
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন
লেখাটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিন