কিছুতেই ভুলতে পারছি না তোমাকে,
মন যে শুধুই তোমার ছবি আঁকে।
আমার প্রতিটি স্বপন জুড়ে আছ তুমি
শুধুই তুমি।
প্রতিভোরে ঘুম ভেঙে গেলে,
ভাবি এ বুঝি তুমি এলে,
তোমার মুখখানি আমার চোখে ভাসে,
তোমার শুন্যতায় চোখে জল আসে।
সকালে মিষ্টি হিমেল বাতাসে,
শুধুই তোমার কথা মনে আসে।
বন্ধ করলে আমার আঁখি,
শুধুই তোমায় আমি দেখি।
সূর্য নামা পড়ন্ত বিকালে,
মন আমার পড়ে থাকে
তোমার মায়াবি জালে।
রাতে বিছানাতে শোবার পরে,
শুধুই তোমার কথা মনে পরে।
ঘুম আসে না কিছুতেই,
মন পরে আছে তোমার ভালোবাসাতেই।
আমি ভালোবাসি, শুধু তোমায় ভালোবাসি।
আপনি আছেন: জোনাকী > তুমি শুধুই তুমি by কবুতর
তুমি শুধুই তুমি by কবুতর
প্রসঙ্গ কবিতা
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন
লেখাটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিন