ঝির ঝির বাতাসের, হাওয়া মৃদু মন্দে
দুলে ওঠে মন মোর ছন্দে আনন্দে।
মিটি মিটি তারাদের, মিট মিট জ্বালাতে
দ্বীপ নেভা রাতে , জোনাকির আলোতে
জেগে ওঠে তনু মোর জাগতিক ছোঁয়াতে।
বয়ে চলা নদীর, কুল কুল ধ্বনিতে
উড়ে যাওয়া গাংচিল , নেমে আসা গাঙেতে
দেখে ভরে ওঠে প্রাণ মোর অযাচিত পাওয়াতে


‘মৌলিক কিছু পরিচর্যা আছে, যা প্রতিদিনই মেয়েদের করা উচিত। এই নিয়মিত যত্নটুকু খুবই গুরুত্বপূর্ণ। রোজ রাতে একটু নিজের পরিচর্যা করে ঘুমালে জীবনভর সুস্থ-সুন্দর থাকা খুবই সম্ভব।’
বয়স তার মাত্র ২৩। এরই মধ্যে তিনি নানী হয়ে গেছেন। তিনি রিফকা স্ট্যানেসকু। আর তাতেই তিনি বিশ্বের সবচেয়ে কম বয়সী নানীর রেকর্ড গড়েছেন। মাত্র ১২ বছর বয়সে তিনি প্রথম সন্তান মারিয়ার জন্ম দিয়েছিলেন। এখন মেয়েকে পরামর্শ দিচ্ছেন- সে যেন রিফকার পদাঙ্ক অনুসরণ না করে। কিন্তু কে শোনে কার কথা। মেয়ে মারিয়া যেন মায়ের চেয়ে একধাপ এগিয়ে গেলেন। সে মা হয়েছে মাত্র ১১ বছর বয়সে। সে জন্ম দিয়েছে একটি পুত্র সন্তান। 











