হয়তো আমার জন্য নয়
আম গাছটার জন্যও নয়
কাঠালের পাতা বেয়ে
ঝড় বৃষ্টি ধেয়ে
পানি নায় আকাশে
কেউ উড়ে বাতাসে
রাত বিরাত ধরে
স্বপ্ন ঝরে পরে ভাল লাগেনা তরে ছারা
যেন রাতের আকাশ শুন্য তারা
ঘুমিয়ে পরি একা
স্বপ্ন হয়না দেখা
তোর জন্য ভেবে তাই
ভালবাসা রেখে যাই
ঘমিয়ে পরবো এখনি চল
আমার জন্য থাকবি না বল ?
আম গাছটার জন্যও নয়
কাঠালের পাতা বেয়ে
ঝড় বৃষ্টি ধেয়ে
পানি নায় আকাশে
কেউ উড়ে বাতাসে
রাত বিরাত ধরে
স্বপ্ন ঝরে পরে ভাল লাগেনা তরে ছারা
যেন রাতের আকাশ শুন্য তারা
ঘুমিয়ে পরি একা
স্বপ্ন হয়না দেখা
তোর জন্য ভেবে তাই
ভালবাসা রেখে যাই
ঘমিয়ে পরবো এখনি চল
আমার জন্য থাকবি না বল ?
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন
লেখাটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিন