বর্তমান বিশ্ব মুসলমানদের মানুষ সৃষ্টির উদ্দেশ্য সম্বন্ধে অসতর্ক ধারণাসমূহ
বর্তমান বিশ্বের মুসলমান সমাজে মানুষ সৃষ্টির উদ্দেশ্য সম্বন্ধে চালু থাকা ধারণাসমূহ-
১. মানুষকে সৃষ্টি করা হয়েছে নামাজ, রোজা, হজ্জ, যাকাত, তাসবিহ-তাহলিল ইত্যাদি উপাসনামূলক কাজগুলো করার জন্যে বেশির ভাগ মুসলমানের মানুষ সৃষ্টির আল্লাহর উদ্দেশ্য সম্বন্ধে এটাই হচ্ছে ধারণা। ২. মানুষকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদাত বা দাসত্ব করার জন্যে। অর্থাৎ আল্লাহর ইবাদাত বা দাসত্বমূলক সকল কাজই মানুষ সৃষ্টির উদ্দেশ্য-এ ধারণাটাও অনেক মুসলমানের মধ্যে বিদ্যমান।
৩. মানুষকে সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে আল্লাহর খলিফা হিসেবে জীবন-যাপন করা। অর্থাৎ আল্লাহর খলিফা হিসেবে করা সকল কাজই মানুষ সৃষ্টির উদ্দেশ্য-এ ধারণাটাও অনেকে পোষণ করেন।
সুধী পাঠক
চলুন আমরা কুরআন, হাদীস ও বিবেক-বুদ্ধির তথ্যের মাধ্যমে যাচাই করে দেখি,মানুষ সৃষ্টির উদ্দেশ্য সম্বন্ধে বর্তমান বিশ্বের মুসলমানদের ঐ ধারণাসমূহের কোনটিই ঠিক কিনা। আর ঠিক না হলে প্রকৃতভাবে মহান আল্লাহর মানুষ সৃষ্টির উদ্দেশ্যটি কী?
মানুষের জীবনের কর্মকাণ্ডের বিভিন্ন বিভাগ
চলুন, আল্লাহর মানুষ সৃষ্টির উদ্দেশ্য সহজে বুঝার জন্যে প্রথমে মানুষের জীবনের সকল কর্মকাণ্ডকে কয়েকটি ভাগে ভাগ করে নেয়া যাক-
মানুষের জীবনের কর্মকাণ্ডের বিভিন্ন বিভাগ
জীবনরে সকল র্কমকান্ড-
১.উপাসনামূলক কাজ
(কুরআনের জ্ঞান অর্জন, ঈমান, নামাজ, রোজা, হজ্জ, যাকাত তাসবিহ-তাহলিল ইত্যাদি)
২. ন্যায় কাজ ও অন্যায় কাজ
(সত্য বলা, মিথ্যা না বলা, পরোপকার করা, নিজে পেট ভরে খেলে অপরের খাওয়ার ব্যবস্থা করা, নিজে শিতি হলে অপকে শক্ষিা দয়ে)
৩. শরীর-স্বাস্থ্য গঠনমূলক কাজ
(খাওয়াদাওয়া,বিশ্রাম, ব্যায়াম, চিকিৎসা ইত্যাদি)
বর্তমান বিশ্বের মুসলমান সমাজে মানুষ সৃষ্টির উদ্দেশ্য সম্বন্ধে চালু থাকা ধারণাসমূহ-
১. মানুষকে সৃষ্টি করা হয়েছে নামাজ, রোজা, হজ্জ, যাকাত, তাসবিহ-তাহলিল ইত্যাদি উপাসনামূলক কাজগুলো করার জন্যে বেশির ভাগ মুসলমানের মানুষ সৃষ্টির আল্লাহর উদ্দেশ্য সম্বন্ধে এটাই হচ্ছে ধারণা। ২. মানুষকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদাত বা দাসত্ব করার জন্যে। অর্থাৎ আল্লাহর ইবাদাত বা দাসত্বমূলক সকল কাজই মানুষ সৃষ্টির উদ্দেশ্য-এ ধারণাটাও অনেক মুসলমানের মধ্যে বিদ্যমান।
৩. মানুষকে সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে আল্লাহর খলিফা হিসেবে জীবন-যাপন করা। অর্থাৎ আল্লাহর খলিফা হিসেবে করা সকল কাজই মানুষ সৃষ্টির উদ্দেশ্য-এ ধারণাটাও অনেকে পোষণ করেন।
সুধী পাঠক
চলুন আমরা কুরআন, হাদীস ও বিবেক-বুদ্ধির তথ্যের মাধ্যমে যাচাই করে দেখি,মানুষ সৃষ্টির উদ্দেশ্য সম্বন্ধে বর্তমান বিশ্বের মুসলমানদের ঐ ধারণাসমূহের কোনটিই ঠিক কিনা। আর ঠিক না হলে প্রকৃতভাবে মহান আল্লাহর মানুষ সৃষ্টির উদ্দেশ্যটি কী?
মানুষের জীবনের কর্মকাণ্ডের বিভিন্ন বিভাগ
চলুন, আল্লাহর মানুষ সৃষ্টির উদ্দেশ্য সহজে বুঝার জন্যে প্রথমে মানুষের জীবনের সকল কর্মকাণ্ডকে কয়েকটি ভাগে ভাগ করে নেয়া যাক-
মানুষের জীবনের কর্মকাণ্ডের বিভিন্ন বিভাগ
জীবনরে সকল র্কমকান্ড-
১.উপাসনামূলক কাজ
(কুরআনের জ্ঞান অর্জন, ঈমান, নামাজ, রোজা, হজ্জ, যাকাত তাসবিহ-তাহলিল ইত্যাদি)
২. ন্যায় কাজ ও অন্যায় কাজ
(সত্য বলা, মিথ্যা না বলা, পরোপকার করা, নিজে পেট ভরে খেলে অপরের খাওয়ার ব্যবস্থা করা, নিজে শিতি হলে অপকে শক্ষিা দয়ে)
৩. শরীর-স্বাস্থ্য গঠনমূলক কাজ
(খাওয়াদাওয়া,বিশ্রাম, ব্যায়াম, চিকিৎসা ইত্যাদি)
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন
লেখাটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিন