তখন আমি স্কুলে যাই শ্লেট পেন্সিল ছাড়া
ছেলেবেলার দিনগুলো তাই ভীষণ ছন্নছাড়া।
স্কুল মানে অন্ধকারে টিনের ঘরে ইচ্ছে মতন বসা
কানের ভিতর বাজায় বাঁশী কালো কালো মশা।
ক্লাশের চেয়ে বেশী ছিল খেলার দিকে মন
মাঠটা তাই ছিল বুঝি ভীষণ রকম আপন।
মাঠের ভিতর হল্লা ছুটে সারা সময় জুড়ে
ছেলেবেলা এখন বুঝি অনেক অনেক দূরে!
ছেলেবেলার দিনগুলো তাই ভীষণ ছন্নছাড়া।
স্কুল মানে অন্ধকারে টিনের ঘরে ইচ্ছে মতন বসা
কানের ভিতর বাজায় বাঁশী কালো কালো মশা।
ক্লাশের চেয়ে বেশী ছিল খেলার দিকে মন
মাঠটা তাই ছিল বুঝি ভীষণ রকম আপন।
মাঠের ভিতর হল্লা ছুটে সারা সময় জুড়ে
ছেলেবেলা এখন বুঝি অনেক অনেক দূরে!
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন
লেখাটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিন