স্ত্রী: ওগো শুনছো, আমাদের মেয়ে নাবিলাকে রত্নার ছেলের সাথে বিয়ে দিলে কেমন হয়। আমাদের মেয়ের বয়স ১ বছর আর ওর ছেলের বয়স ২ বছর। তার মানে ওর ছেলের বয়স আমাদের মেয়ের বয়সের দ্বিগুন।
স্বামী: (চিন্তা করে) অর্থাৎ আমাদের মেয়ের বয়স যখন ২০ বছর হবে তখন রত্নার ছেলের বয়স হবে ৪০। না না না না আমি আমার মেয়েকে ওই বুড়ো লোকের সাথে বিয়ে দেবো না।
স্ত্রী: (হাসাতে হাসতে) আরে পাগল, আগামী বছরইতো আমার মেয়ের বয়স দুই বছর হয়ে যাবে। তাহলে তখন সমান সমান হয়ে যাবে না।
স্বামী: (চিন্তা করে) অর্থাৎ আমাদের মেয়ের বয়স যখন ২০ বছর হবে তখন রত্নার ছেলের বয়স হবে ৪০। না না না না আমি আমার মেয়েকে ওই বুড়ো লোকের সাথে বিয়ে দেবো না।
স্ত্রী: (হাসাতে হাসতে) আরে পাগল, আগামী বছরইতো আমার মেয়ের বয়স দুই বছর হয়ে যাবে। তাহলে তখন সমান সমান হয়ে যাবে না।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন
লেখাটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিন