নীল আকাশ
মেঘে ঢাকা
তবুও তারারা
তবুও উকি দেয় মিট মিট করে
তবুও উকি ঝুকি করে হাজারো শিক্ত চোখ
তবুও অস্পষ্ট পাঙশু সো মুখ
বাক হীন নিরব নিস্তব্দতায়
স্তব্দ হয়ে পড়ে, তবুও অকাতরে চেয়ে থাকে
যদি পিরে আসে চোখের পাতায়
কিন্তু হয়ে সপ্ন হয়ে, বাস্তবে আসেনা।
মেঘে ঢাকা
তবুও তারারা
তবুও উকি দেয় মিট মিট করে
তবুও উকি ঝুকি করে হাজারো শিক্ত চোখ
তবুও অস্পষ্ট পাঙশু সো মুখ
বাক হীন নিরব নিস্তব্দতায়
স্তব্দ হয়ে পড়ে, তবুও অকাতরে চেয়ে থাকে
যদি পিরে আসে চোখের পাতায়
কিন্তু হয়ে সপ্ন হয়ে, বাস্তবে আসেনা।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন
লেখাটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিন