বয়স তার মাত্র ২৩। এরই মধ্যে তিনি নানী হয়ে গেছেন। তিনি রিফকা স্ট্যানেসকু। আর তাতেই তিনি বিশ্বের সবচেয়ে কম বয়সী নানীর রেকর্ড গড়েছেন। মাত্র ১২ বছর বয়সে তিনি প্রথম সন্তান মারিয়ার জন্ম দিয়েছিলেন। এখন মেয়েকে পরামর্শ দিচ্ছেন- সে যেন রিফকার পদাঙ্ক অনুসরণ না করে। কিন্তু কে শোনে কার কথা। মেয়ে মারিয়া যেন মায়ের চেয়ে একধাপ এগিয়ে গেলেন। সে মা হয়েছে মাত্র ১১ বছর বয়সে। সে জন্ম দিয়েছে একটি পুত্র সন্তান। সূত্র : মানবজমিন













0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন
লেখাটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিন