হরিৎ আকাশ দেখে দেখে সময় কেটে যায়
মেঘের ভেলায় বৃষ্টি কেন উড়ে উড়ে যায়।
হাজার রকম প্রশ্ন মনে কাকে বলি খুলে
গোলাপ কেন লাল হল কি আছে এর মূলে।পাহাড় কেন এমন উঁচু বংশ কি তার বলো
নদীর এমন খরস্রোতা মন কোথায় হারালো?
আকাশ কেন এত উঁচু তারাগুলো দূরে
হাট বাজারে রোজ কেন এত্ত মানুষ ঘুরে।
বাবা কেন এমন বড় আমার মত নয়
মামা কেন এমন বেকুব চুপচাপ রয়।
ফড়িংগুলো কেন উড়ে নীল আকাশের নীলে
শাপলা কেন ফুটে থাকে নদী এবং ঝিলে।
কিসের টানে এত্ত মানুষ ছুটছে দিগ্বিদিক
এত্ত বড় পৃথিবীটার কে দেয় রিযিক।
মেঘের ভেলায় বৃষ্টি কেন উড়ে উড়ে যায়।
হাজার রকম প্রশ্ন মনে কাকে বলি খুলে
গোলাপ কেন লাল হল কি আছে এর মূলে।পাহাড় কেন এমন উঁচু বংশ কি তার বলো
নদীর এমন খরস্রোতা মন কোথায় হারালো?
আকাশ কেন এত উঁচু তারাগুলো দূরে
হাট বাজারে রোজ কেন এত্ত মানুষ ঘুরে।
বাবা কেন এমন বড় আমার মত নয়
মামা কেন এমন বেকুব চুপচাপ রয়।
ফড়িংগুলো কেন উড়ে নীল আকাশের নীলে
শাপলা কেন ফুটে থাকে নদী এবং ঝিলে।
কিসের টানে এত্ত মানুষ ছুটছে দিগ্বিদিক
এত্ত বড় পৃথিবীটার কে দেয় রিযিক।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন
লেখাটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিন