১
কর্ম দোষে ধর্ম গেলো
স্বভাব দোষে জাত,
রক্তচোখে সমাজ বলে
বাড়াসনে তুই হাত।
ছন্নছাড়া বন্য আমি
ধন্য ভালবাসা,
তুমি ছাড়া নেইতো আমার
মানুষ হবার আশা। ২
প্রেমের পথে হাজার কাঁটা
ভয় কি আমার হাঁটতে!
যতই পরাও শেকল পায়ে
পারবে কি মন বাঁধতে?
৩
মনের আঁচে মন পুড়িয়ে
বুঝবে যে মন খাঁটি সোনা,
ভালবাসার যোগ্য সেজন-
এই জগতে হাতে গোণা।
কর্ম দোষে ধর্ম গেলো
স্বভাব দোষে জাত,
রক্তচোখে সমাজ বলে
বাড়াসনে তুই হাত।
ছন্নছাড়া বন্য আমি
ধন্য ভালবাসা,
তুমি ছাড়া নেইতো আমার
মানুষ হবার আশা। ২
প্রেমের পথে হাজার কাঁটা
ভয় কি আমার হাঁটতে!
যতই পরাও শেকল পায়ে
পারবে কি মন বাঁধতে?
৩
মনের আঁচে মন পুড়িয়ে
বুঝবে যে মন খাঁটি সোনা,
ভালবাসার যোগ্য সেজন-
এই জগতে হাতে গোণা।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন
লেখাটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিন