সময়ের নির্মমতা কেড়ে নেয় সব কিছু
নি:সঙ্গতায় ভরে উঠে প্রতিটি প্রহর
ভাগ্যের কুঠারাঘাতে রক্তাক্ত এই হৃদয়
কল্পনায় আজো বিলাসী স্বপ্নে বিভোর!অনাচারের ঝড় ভেঙ্গে তোলপাড় করে দেয়
ভুলের ক্ষতিকে গোটা জীবন তাসের ঘর,
সমাজের নিয়মের বেধাজাল ভেঙ্গে
পারিনিতো সাজাতে সুখের বাসর!
কি পেলাম, কি হারালাম বুঝতে না বুঝতে
একে একে ঝরে পড়ে জীবন এর প্রতিটি বাসর।
ফেসবুক থেকে
নি:সঙ্গতায় ভরে উঠে প্রতিটি প্রহর
ভাগ্যের কুঠারাঘাতে রক্তাক্ত এই হৃদয়
কল্পনায় আজো বিলাসী স্বপ্নে বিভোর!অনাচারের ঝড় ভেঙ্গে তোলপাড় করে দেয়
ভুলের ক্ষতিকে গোটা জীবন তাসের ঘর,
সমাজের নিয়মের বেধাজাল ভেঙ্গে
পারিনিতো সাজাতে সুখের বাসর!
কি পেলাম, কি হারালাম বুঝতে না বুঝতে
একে একে ঝরে পড়ে জীবন এর প্রতিটি বাসর।
ফেসবুক থেকে
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন
লেখাটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিন