'খান সাতার' বিশ্বের সবচেয়ে বড় তাঁবুর নাম। প্রায় ৫০০ ফুট উচ্চতার এই তাঁবুতে আছে পরিবেশবান্ধব অনেক বৈশিষ্ট্য। কাজাখস্তানের রাজধানী আস্তানায় তাঁবুটির অবস্থান। এ তাঁবুর ডিজাইন করেছেন ফস্টার আজান্ড পার্টনারস। এই ডিজাইনার প্রতিষ্ঠানটি এর আগে ভার্জিন গ্যালাকটিক স্পেসপোর্ট এবং কুইন আলিয়া এয়ারপোর্ট প্রকল্পেও যুক্ত ছিল। কাজাখস্তানের খান সাতার তাঁবুটির বাইরের তাপমাত্রা ৩০ থেকে ৯৫ ডিগ্রি পর্যন্ত ওঠানামা করলেও তাঁবুর ভেতরের তাপমাত্রা থাকে ৬০ থেকে ৮৫ ডিগ্রি ফারেনহাইটের মধ্যেই। জানা গেছে, এই তাঁবু তৈরিতে তিন স্তরের ইথিলিন ট্রেটাফ্লুরোইথিলিন (ইটিএফই) ফেব্রিক ব্যবহার করা হয়েছে। তাঁবুটি শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার মতোই কাজ করতে সক্ষম। খান সাতার তাঁবুর ভেতরের মোট জায়গার পরিমাণ দাঁড়িয়েছে এক মিলিয়ন বর্গফুটেরও বেশি। এ তাঁবুর মধ্যেই আছে ওয়াটার পার্ক, বাগান, শপিংমল, মুভি কমপ্লেক্সসহ অনেক ব্যবস্থা। এ ছাড়া কয়েকটি রেস্তোরাঁ আছে এ তাঁবুর ভিতর।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন
লেখাটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিন