আমাদের শরীরের বাইরে এবং ভেতরে যত অঙ্গ-প্রত্যঙ্গ আছে, সেগুলো সব সময় কাজ করে যাচ্ছে। এগুলোর মধ্যে আবার কোনো কোনো অঙ্গ শুধু আমরা জেগে থাকলে কাজ করে। যেমন আমাদের শরীরের অন্যতম প্রধান অঙ্গ হাত। সারাদিন আমরা যত কাজ করি, এর বেশির ভাগই করতে হয় হাত দিয়ে। কিন্তু হাত কাজ করে কিভাবে? মস্তিষ্কের নির্দেশেই হাত সব কাজ করে। আমাদের মস্তিষ্ক যখন যেভাবে হাতে সংকেত পাঠায়, হাত ঠিক সেভাবেই কাজ করে। তবে এমন কিছু সময় আসে, যখন হাত দুটি তাদের ইচ্ছামতো কাজ করে। প্রসঙ্গত বলা যায়, ১৯৯৯ সালে ডেভিন সাওয়া যে কমেডি ছবি বানিয়েছিলেন, তাতে দেখা যায় টিনের দুটি হাত আপনা আপনিই কাজ করছে। এমন অবস্থাকে বলা হয় এলিয়ান হ্যান্ড। নিউরোলজিক্যাল কিছু ভুল নির্দেশে এমন হয়। এমন অবস্থায় আমাদের কাছে মনে হতে পারে, হাত দুটি বোধহয় শরীরের কোনো অংশ নয়। এমনটি হলে যে কোনো ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে আমাদের দুটি হাত। কর্মব্যস্ততা কিংবা অত্যধিক মানসিক চাপের কারণে আমাদের হাত দুটি মস্তিষ্কের সংকেত অমান্য করতে পারে অথবা মস্তিষ্কই ভুল সংকেত পাঠাতে পারে। মস্তিষ্ক এবং হৃৎপিণ্ড... পশ্চিম দুনিয়ার এক গবেষণায় দেখা গেছে, সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় সোমবার ২০ শতাংশের বেশি লোক মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মারা যায়। কারণ হিসেবে দেখা গেছে, রবিবারের ছুটিতে অনেক মানুষই প্রচুর অ্যালকোহল পান করে। এরপর সোমবার যখন কাজে বের হয়, তখন হৃৎযন্ত্র মস্তিষ্কের চাপ সহ্য করতে পারে না। আর তখনই বেধে যায় গোলমাল। বাদ দিলেও চলে... আমাদের শরীরের ভেতরে এমন কিছু অঙ্গ আছে যেগুলো বাদ দিলেও চলে এবং আমরা শক্ত-সামর্থ্য মানুষ হিসেবেই বেঁচে থাকতে পারি। যেমন প্লিহা, একটি কিডনি, একটি ফুসফুস, পাকস্থলির কিছু অংশ, কলিজার প্রায় চার ভাগের তিন ভাগ, খাদ্যনালীর নিম্নাংশ এবং অন্যান্য অঙ্গ বা তার অংশবিশেষ। শিশুদের হাড় বেশি... আমরা জানি, মানব শরীরে হাড় থাকে ২০৬টি। কিন্তু একটি শিশু জন্মের সময় তার হাড় থাকে ৩০০টি। ধীরে ধীরে হাড়ের কর্মদক্ষতা বাড়তে থাকে আর কমতে থাকে সংখ্যা। শেষ পর্যন্ত তা এসে দাঁড়ায় ২০৬টিতে। ঘুম, ঘুম এবং ঘুম...খাওয়া এবং ঘুম ছাড়া মানুষের বাঁচা সম্ভব নয়, এমনটিই আমরা সবাই জানি; কিন্তু বিজ্ঞানীরা বলেন, খাওয়া ছাড়াও বাঁচা সম্ভব, কিন্তু ঘুম ছাড়া নয়। একজন মানুষ খাদ্যগ্রহণ ছাড়াই দেড় থেকে দুমাস বাঁচতে পারে। এ সময় মানবদেহ বিশেষ কৌশলের মাধ্যমে বেঁচে থাকে। কিন্তু একজন সুস্থ মানুষের পর্যাপ্ত ঘুম না হলে মানসিক বিপর্যয় দেখা দেয়। বলা হয়ে থাকে, একটানা চারদিন না ঘুমালে একজন মানুষ মরেও যেতে পারে। মানব শরীরের অঙ্গ-প্রত্যঙ্গের মাপেও আছে রহস্য। আর তা এঁকে দেখিয়েছেন বিশ্ববিখ্যাত শিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চি।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন
সূত্র : বাংলাদেশ প্রতিদিন
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন
লেখাটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিন