বৃষ্টি দেখলেই তোমাদের তা ছুঁয়ে দেখতে ইচ্ছে করে। ভিজতে ইচ্ছে করে। আসলে শুধু তোমাদেরই নয়; বড়দেরও তা করে। কিন্তু বড় বলে তারা তোমাদের কাছে মনের এই ইচ্ছেটার কথা বলতে চান না। বললে তাদের সঙ্গে যদি তোমরাও বৃষ্টিতে ভেজার বায়না ধরো! তা বলছিলাম কি, তারা কিন্তু তোমাদের ভালোর জন্যই বৃষ্টিতে যখন-তখন ভিজতে দিতে চান না। তোমরাও বৃষ্টি দেখলেই তাতে নেমে পড়ো না। বড়দের কথা মাথায় রেখো। তাদের বলো যে, তুমি বৃষ্টিতে ভিজতে চাও। বড়দের অনুমতি নিয়েই বৃষ্টিতে ভেজো।
বৃষ্টিদিনে তো পথেঘাটে পানি জমে থাকে। দেখো, এই পানিতে হুটহাট করে নেমে পড়ো না। অনেক রোগের জীবাণু কিলবিল করে এসব পানিতে।
বাইরে বের হওয়ার সময় মনে করে ছাতাটা নিয়ে বেরোবে। বড়দের মনে না থাকলে তুমিই মনে করিয়ে দাও। আর রেইনকোট থাকলে তা পরে বের হলে তো বৃষ্টি তোমার সঙ্গে বাহাদুরি করে কূল পাবে না।
আর একটু কাশি বা জ্বর হলেই ডাক্তারের কাছে যেও। দেখো আবার, জ্বর-সর্দি নিয়ে ঘরে বসে থেকো না।
গ্রামের বন্ধুরা, বৃষ্টিদিনে নদী খালে না নামাই ভালো। কারণ এ সময় নদী আর খালের পানিতে স্রোত থাকে। যে কোনো বিপদ ঘটে যেতে পারে কিন্তু।
বৃষ্টির সঙ্গে যদি ঝড় থাকে কিংবা বজ্রপাত হয়, তাহলে সেই বৃষ্টিতে ভিজতে যেও না।
ভেজা পথে হাঁটার সময় সাবধান থেকো, যেনো পড়ে না যাও।
আর বড়দের কথা মেনে চলো। তবে যারা এখনও বৃষ্টিতে ভেজোনি; তারা জলদি করে ভিজে নাও। বর্ষা কিন্তু আর বেশিদিন থাকবে না।
বৃষ্টিদিনে তো পথেঘাটে পানি জমে থাকে। দেখো, এই পানিতে হুটহাট করে নেমে পড়ো না। অনেক রোগের জীবাণু কিলবিল করে এসব পানিতে।
বাইরে বের হওয়ার সময় মনে করে ছাতাটা নিয়ে বেরোবে। বড়দের মনে না থাকলে তুমিই মনে করিয়ে দাও। আর রেইনকোট থাকলে তা পরে বের হলে তো বৃষ্টি তোমার সঙ্গে বাহাদুরি করে কূল পাবে না।
আর একটু কাশি বা জ্বর হলেই ডাক্তারের কাছে যেও। দেখো আবার, জ্বর-সর্দি নিয়ে ঘরে বসে থেকো না।
গ্রামের বন্ধুরা, বৃষ্টিদিনে নদী খালে না নামাই ভালো। কারণ এ সময় নদী আর খালের পানিতে স্রোত থাকে। যে কোনো বিপদ ঘটে যেতে পারে কিন্তু।
বৃষ্টির সঙ্গে যদি ঝড় থাকে কিংবা বজ্রপাত হয়, তাহলে সেই বৃষ্টিতে ভিজতে যেও না।
ভেজা পথে হাঁটার সময় সাবধান থেকো, যেনো পড়ে না যাও।
আর বড়দের কথা মেনে চলো। তবে যারা এখনও বৃষ্টিতে ভেজোনি; তারা জলদি করে ভিজে নাও। বর্ষা কিন্তু আর বেশিদিন থাকবে না।
সূত্র : সমকাল
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন
লেখাটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিন