আকাশের আয়নায় ঘুম দিয়ে উঠে দেখি আমি
পাখির চোখের মাঝে ডুবে গেছি, বিকেলের আলো
নিভে গিয়ে জ্বলে আছে, হেসে ওঠে ঘুমন্ত মেয়েরা
আমার জ্বলন্ত প্রেম ভালোবাসা হয়ে উড়ে যায়।
কে হায় উড়িয়ে নিল তারাদের মতো অগ্নি চোখ
আমার শোকের বুকে ঠেলে দিয়ে বিষণ্ন পাথর
বৃক্ষের ঘুমন্ত জলে জোসনার ঘুম ঘুম স্বপ্ন
সেলাইবিহীন হেঁটে চলি একা নতুন জীবনে
চাঁদের আগুন হাতে/বিশ্ব পড়ি/দিই নীল স্নানে
আঙুলের ফাঁকে ফাঁকে পাখি ওড়ে, উন্মাদ সমুদ্রে
দুর্বোধ্য যৌবন শীষনাগ হয়ে অন্ধকারে কাঁদে
ম্যাজিক কবিতা লজ্জা পায় কবি হাঁটে কাব্য জলে
নির্বাচিত দুঃখ-কষ্টে ভরে যায় তিরিশি ও মন
দুরন্ত নবীন পাখি অলৌকিক ইশারায় ডাকে।
পাখির চোখের মাঝে ডুবে গেছি, বিকেলের আলো
নিভে গিয়ে জ্বলে আছে, হেসে ওঠে ঘুমন্ত মেয়েরা
আমার জ্বলন্ত প্রেম ভালোবাসা হয়ে উড়ে যায়।
কে হায় উড়িয়ে নিল তারাদের মতো অগ্নি চোখ
আমার শোকের বুকে ঠেলে দিয়ে বিষণ্ন পাথর
বৃক্ষের ঘুমন্ত জলে জোসনার ঘুম ঘুম স্বপ্ন
সেলাইবিহীন হেঁটে চলি একা নতুন জীবনে
চাঁদের আগুন হাতে/বিশ্ব পড়ি/দিই নীল স্নানে
আঙুলের ফাঁকে ফাঁকে পাখি ওড়ে, উন্মাদ সমুদ্রে
দুর্বোধ্য যৌবন শীষনাগ হয়ে অন্ধকারে কাঁদে
ম্যাজিক কবিতা লজ্জা পায় কবি হাঁটে কাব্য জলে
নির্বাচিত দুঃখ-কষ্টে ভরে যায় তিরিশি ও মন
দুরন্ত নবীন পাখি অলৌকিক ইশারায় ডাকে।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন
লেখাটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিন