অনেক তন্দ্রার পর গতকাল ঘুম এসেছিল। অপূর্ব জ্যোত্স্নারাত—ফুটে
আছে থোকা থোকা হরগযাফুল। শুকিয়ে গিয়েছে খাল, একসারি কানিবক
তবু চেয়ে আছে। কুয়াশার ভেতরে দেখি তোমার চোখের মতো খেজুরের
ডাল—ইশারায় ডাকছে আমাকে। কী করে তোমার কাছে যাব—পৃথিবীর
মেঠোপথ কেউ কি কখনও আর বলো ফিরে পাবে!
আছে থোকা থোকা হরগযাফুল। শুকিয়ে গিয়েছে খাল, একসারি কানিবক
তবু চেয়ে আছে। কুয়াশার ভেতরে দেখি তোমার চোখের মতো খেজুরের
ডাল—ইশারায় ডাকছে আমাকে। কী করে তোমার কাছে যাব—পৃথিবীর
মেঠোপথ কেউ কি কখনও আর বলো ফিরে পাবে!
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন
লেখাটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিন