কানে তার দুল চাই
দুলটাও ফুল,
হয়তো জবার মতো
নয়তো বকুল।
খোঁপায় গোলাপ চাই
হবে না তো ভুল
ওটুকুন মেয়ে, তার
ক'টুকুন চুল!
তবু হেরফের হলে
সে হুলস্থূল
মাথায় তুলবে পাড়া
কাণ্ড ও মূল।
সূত্র : সমকাল
আপনি আছেন: জোনাকী > চুলে চাই ফুল || গোলাম নবী পান্না
চুলে চাই ফুল || গোলাম নবী পান্না
প্রসঙ্গ গোলাম নবী পান্না, ছড়া
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন
লেখাটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিন