ফুলের রাঙা পাপড়ি থেকে
নিলাম মধুর গন্ধ,
পাখির কিচিরমিচির থেকে
নিলাম সুর ও ছন্দ।
বুকের মধ্যে নিলাম তুলে
ভোরের নরম বাও।
সবুজ পাতার সজীবতা
নিলাম ছুঁয়ে তাও।
একটু হলুদ রোদ মাখি এই
মনের মাঠে-ঘাসে।
রূপঝরা এই রঙের মেলায়
দিন কাটুক উচ্ছ্বাসে।
সূত্র : সমকাল
আপনি আছেন: জোনাকী > রঙের মেলায় || আবেদীন জনী
রঙের মেলায় || আবেদীন জনী
প্রসঙ্গ আবেদীন জনী, কবিতা, ছড়া
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন
লেখাটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিন