মেলছে ফড়িং
পাখনা
নয় সেটা নয়
ঢাকনা।
পাখ মেলে সে
উড়ছে দূর
আপন মনে
ভাঁজছে সুর।
তাইরে না না
ধিন তানা না
উড়লেই সুখ
নাই যে মানা!
শুনছি ঘোড়ায় ডিম পাড়ে না
তাও তো বলো ঘোড়ার ডিম
ভূত বলে তো কিচ্ছুটি নাই
গপ্পো শুনে শরীর হিম।
রাস্তা চিনি ঘাট চিনি না
তাও তো বলো রাস্তাঘাট,
এই শহরে যানজটই সার
উধাও হলো খেলার মাঠ_
কথা মানো
এ্যাই জেরি এ্যাই টম
সাবধান করে দিই
দুষ্টুমি কম কম,
কথা যদি মানো তবে
খেতে দোব
সন্দেশ চমচম_
বলছি যা
কথা খাঁটি
ঠিক ঠিক
জানবে
দুই জনে
ভেবে বলো
কথাটা কী
মানবে?
নয় টেকসই
একটু বলি মাছের কথা
নানান রকম মাছ
কিনতে গেলে হাত কপালে
চক্ষু চড়কগাছ!
চান্দা বোয়াল পুঁটি
ইলিশ কাতল রুই
এমন দামে বিকোয় তারা
সাধ্যি কোথায় ছুঁই?
পাবদা বেলে মেনি
মাগুর চিতল কৈ
ক্রমেই বিলোপ হচ্ছে ওরা
টিকছে সামান্যই।
সূত্র : সমকাল
পাখনা
নয় সেটা নয়
ঢাকনা।
পাখ মেলে সে
উড়ছে দূর
আপন মনে
ভাঁজছে সুর।
তাইরে না না
ধিন তানা না
উড়লেই সুখ
নাই যে মানা!
শুনছি ঘোড়ায় ডিম পাড়ে না
তাও তো বলো ঘোড়ার ডিম
ভূত বলে তো কিচ্ছুটি নাই
গপ্পো শুনে শরীর হিম।
রাস্তা চিনি ঘাট চিনি না
তাও তো বলো রাস্তাঘাট,
এই শহরে যানজটই সার
উধাও হলো খেলার মাঠ_
কথা মানো
এ্যাই জেরি এ্যাই টম
সাবধান করে দিই
দুষ্টুমি কম কম,
কথা যদি মানো তবে
খেতে দোব
সন্দেশ চমচম_
বলছি যা
কথা খাঁটি
ঠিক ঠিক
জানবে
দুই জনে
ভেবে বলো
কথাটা কী
মানবে?
নয় টেকসই
একটু বলি মাছের কথা
নানান রকম মাছ
কিনতে গেলে হাত কপালে
চক্ষু চড়কগাছ!
চান্দা বোয়াল পুঁটি
ইলিশ কাতল রুই
এমন দামে বিকোয় তারা
সাধ্যি কোথায় ছুঁই?
পাবদা বেলে মেনি
মাগুর চিতল কৈ
ক্রমেই বিলোপ হচ্ছে ওরা
টিকছে সামান্যই।
সূত্র : সমকাল
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন
লেখাটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিন