বৃষ্টি শহর জল ঝরছে আকাশ ভাঙা গানে,
সে গানে কী সুর ছড়ানো দোলনচাঁপা জানে।
দোলনচাঁপা, কদমকুঁড়ি শহর ভাসে জলে,
বিষণ্ন দিন স্মৃতির খাতায় চোখ দুটো ছলছলে।
বৃষ্টি শহর 'রেইনি ডে'তে স্কুলেতে ছুটি
চঞ্চলা সব কিশোরীরা মাথায় বাঁধে ঝুঁটি।
ঝুঁটিতে লাল পাপড়ি ফিতের ঝুঁটিতে লাল সাদা
মাদল বাজায় বাদল রানী সারাটা দিন কাদা।
কান্না যদি পান্না হতো নিশিত রাতের কালে
নিঝুম শহর উজানো মাছ আটকাতো সব জালে।
মাছকুমারী হারিয়ে গেছে জলের গহীন তলে
পুরনো শহর পুরনো হয়, নতুন হওয়ার ছলে।
মেঘেতে নীল, মেঘের সাদা, কোন আকাশে বাস,
বাদাম ভাজা দুপুর উদাস জলের নিচে ঘাস।
ঘাসের ফাঁকে জলের ফড়িং ডানায় আঁকিবুঁকি
বৃষ্টি শহর মেঘের ভেতর সূর্য কি দেয় উঁকি?
সূত্র : সমকাল
আপনি আছেন: জোনাকী > বৃষ্টি শহর || রোকেয়া খাতুন রুবী
বৃষ্টি শহর || রোকেয়া খাতুন রুবী
প্রসঙ্গ কবিতা, ছড়া, রোকেয়া খাতুন রুবী
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন
লেখাটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিন