ছোট্ট মেয়ে মিমি। ছোটবেলায়ই তার মা-বাবা মারা গেছে। প্রতিবেশী দাদির কাছে সে থাকে। পড়ালেখার প্রতি তার অনেক আগ্রহ। একদিন সকালে তার বন্ধুরা তাকে ডাকতে এলো_ 'মিমি স্কুলে যাবি না?' সে তাড়াহুড়া করে হাত-মুখ ধুয়ে নাস্তা করে স্কুলে গেলো। ক্লাসে পড়ালেখায় সে সবার চেয়ে ভালো। শিক্ষকরা সবাই তাকে আদর করেন, ভালোবাসেন। মিমি নামে সবাই তাকে চেনে। হঠাৎ করে তার কানে শব্দ এলো_ 'মিমি ওঠ, বেলা অনেক হলো। কাজগুলো শেষ করে নে, রিশাদকে স্কুলে দিয়ে আয়।' মিমি চোখ খুলে চারদিকে তাকায়। কোথায় তার স্কুল, কোথায় তার বন্ধুরা আর কোথায়বা তার শিক্ষক? একি শুধুই আমার স্বপ্ন? যদি স্বপ্নই হয়, তবে কি কখনও সত্যি হবে? এসব ভাবে মিমি। কারণ সে যে কাজের মেয়ে, অন্যের বাসায় কাজ করে। কাজের মেয়েদের স্বপ্ন কি কখনও সত্যি হয়? সে স্কুলে যাবে, পড়ালেখা করবে। এই ছোট্ট স্বপ্ন মিমির দু'চোখ ভরে আছে।
ছবি: রজত
সূত্র : সমকাল
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন
লেখাটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিন