শিশুটি ঘুমিয়ে আছে
ঘুমিয়ে থাক
কোথায় যেন হারিয়ে গেছে
হারিয়ে যাক।
বৈশাখী এক ঝড় এসেছে
ঝরতে দাও
বাইরে কারা করছে গুলি
করতে দাও।
দুর্ভাবনার রাত এসেছে
আসতে দাও
পিশাচেরা হাসছে ভারী
হাসতে দাও।
শিশুটি ঘুমিয়ে আছে
ঘুমিয়ে থাক।
কোথায় যেন হারিয়ে গেছে
হারিয়ে যাক।
ঘুমিয়ে থাক
কোথায় যেন হারিয়ে গেছে
হারিয়ে যাক।
বৈশাখী এক ঝড় এসেছে
ঝরতে দাও
বাইরে কারা করছে গুলি
করতে দাও।
দুর্ভাবনার রাত এসেছে
আসতে দাও
পিশাচেরা হাসছে ভারী
হাসতে দাও।
শিশুটি ঘুমিয়ে আছে
ঘুমিয়ে থাক।
কোথায় যেন হারিয়ে গেছে
হারিয়ে যাক।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন
লেখাটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিন