সাদা সাদা কাশফুল
নদীটার দু’পাড়ে
দূর থেকে মনে হয়
যেন কাঁচা রুপা রে।
বাতাসের দোলনায়
দোলে কাশবন যে,
তাই দেখে এই বুকে
জাগে শিহরণ যে।
আকাশের নীল জুড়ে
ভাসে সাদা মেঘ রে,
শরতের বায়ু বয়
নিয়ে গতিবেগ রে।
প্রকৃতির রূপ নিয়ে
দুধরঙ গাঢ়তায়
ফোটে কত কাশফুল
শরতের বারতায়।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন
লেখাটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিন