যাচ্ছ একলা হেঁটে দূরে
ফিরবে ইচ্ছা মতো ঘুরে।
পথে পাও যদি তার দেখা
আছে যে ছেলেটি একা।
গেছে বাড়ির রাস্তা ভুলে
তাকে নিয়ো কোলে তুলে।
তোমার কোলে নরম গদি
কেঁদে দেয় ভিজিয়ে যদি।
তবু তাকেই ভালোবেসো।
পারলে একটুখানি হেসো।
দেখবে কান্না গেছে থেমে
পরি আসবে তখন নেমে।
নেমেই দেবে ফুলের তোড়া
দেবে আরও সোনার ঘোড়া
হঠাৎ হবে উধাও পরি।
ভাববে একটু তাকে ধরি।
আমি যা বলেছি ঠিকই
দেখে তারার ঝিকিমিকি
তুমি এসো বাড়ি ফিরে
লাখো জোনাক পোকার ভিড়ে।
সূত্র : প্রথম আলো
ফিরবে ইচ্ছা মতো ঘুরে।
পথে পাও যদি তার দেখা
আছে যে ছেলেটি একা।
গেছে বাড়ির রাস্তা ভুলে
তাকে নিয়ো কোলে তুলে।
তোমার কোলে নরম গদি
কেঁদে দেয় ভিজিয়ে যদি।
তবু তাকেই ভালোবেসো।
পারলে একটুখানি হেসো।
দেখবে কান্না গেছে থেমে
পরি আসবে তখন নেমে।
নেমেই দেবে ফুলের তোড়া
দেবে আরও সোনার ঘোড়া
হঠাৎ হবে উধাও পরি।
ভাববে একটু তাকে ধরি।
আমি যা বলেছি ঠিকই
দেখে তারার ঝিকিমিকি
তুমি এসো বাড়ি ফিরে
লাখো জোনাক পোকার ভিড়ে।
সূত্র : প্রথম আলো
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন
লেখাটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিন