কুরআন পাঠের আদবঃ
১) সকল কাজে ইখলাস থাকা অপরিহার্য। সুতরাং পবিত্র কুরআনও আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় একান্ত খালেস অন্তরে পাঠ করা আবশ্যক।
২)কুরআনের অর্থ বুঝে, সচেতনভাবে, গবেষণার দৃষ্টি নিয়ে পাঠ করা। উদাসীন মনে কুরআন পাঠ করা উচিৎ নয়।
৩) পাক-পবিত্র হয়ে মিসওয়াক করে পড়তে বসা।
৪) কুরআন পড়া শুরু করার আগে ‘আঊযুবিল্লাহি মিনাশ্ শায়তানির রাজীম’ পড়া।
৫) ‘সূরা তাওবা’ ছাড়া প্রত্যেক সূরার প্রথমে ‘বিস্মিল্লাহির রাহমানির রাহীম পাঠ করা।
৬) যথাসম্ভব সুললিত কণ্ঠে পাঠ করা। এবং ভয়-ভীতি সহকারে কান্না বিজড়িত অবস্থায় পাঠ করা।
৭) সিজদার আয়াত আসলে সিজদাহ্ করা।
৮) বায়ু নির্গত হলে, হাই উঠলে বা মনোযোগ না থাকলে কুরআন বন্ধ করা উচিৎ।
৯) পরিষ্কার ও বিশুদ্ধ উচ্চারণে পাঠ করা।
১০) আমল করার উদ্দেশ্যে পড়া।
১১) পড়ার সময় এ কল্পনা করা যে, আল্লাহ তা’য়ালা এ আয়াত দ্বারা আমাকেই সম্বোধন করছেন।
১২) আল্লাহর দয়া-অনুকম্পা এবং নেয়ামতরাজি সংক্রান্ত আয়াত আসলে তাঁর কাছে দয়া-অনুগ্রহ কামনা করা এবং জাহান্নামের শাস্তির আলোচনা আসলে আল্লাহর নিকট পরিত্রাণ কামনা করা।
কুরআন পাঠের ফযিলতঃ
রাসুলুল্লাহ (সাঃ) এর বানীঃ
“তোমরা কুরআন পাঠ কর। কেননা, কুরআন কিয়ামতের দিন তার পাঠকদের জন্য শুপারিশ করবে।”
(সহীহ মুসলিম)।
রাসুলুল্লাহ (সাঃ) আরও বলেন: “কুরআনের অভিজ্ঞ ব্যক্তি পূত পবিত্র সম্মানিত ফেরেশতাদের সাথে অবস্থান করবে। আর যে তোতলায় অথচ তার পরও কষ্টকরে কুরআন পাঠ করে সে দ্বিগুণ সোয়াবের অধিকারী হবে।
(বুখারী ও মুসলিম)।
রাসুলুল্লাহ (সাঃ) আরও বলেন: “আল্লাহর কিতাব থেকে যে একটি হরফ পড়বে সে তার বিনিময়ে একটি সোয়াব পাবে। আর একটি সোয়াব দশটি সোয়াবের সমান। আমি তোমাদেরকে বলি না যে “আলিফ-লাম-মীম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মীম একটি হরফ।
(তিরমিযী, হাসান-সহীহ্)।
হে আল্লাহ! হে পরম দয়ালু!! তুমি আমাদেরকে কুরআনের আলোয় আলোকিত মানুষ বানাও।
সুত্রঃ
অনুবাদক: আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
লিসান্স: মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সৌদী আরব
জুবাইল দা’ওয়া এন্ড গাইডেন্স সেন্টার, সৌদী আরব
অনলাইনে কুরআন পড়তে ও ডাউনলোড করতে হলেঃ
http://www.islamhouse.com/pg/9739/quran/1
http://quranbangla.weebly.com/index.html
http://www.eliasahmed.com/
http://quraanshareef.org/
http://www.ourholyquran.com/
http://www.banglakitab.com/qerat.htm
http://islamiboi.wordpress.com/quran-in-bangla/
http://bdislam.com/quran/quran.htm
আপনি আছেন: জোনাকী > কুরআন পাঠের আদবঃ ।। জামাল উদ্দিন
কুরআন পাঠের আদবঃ ।। জামাল উদ্দিন
প্রসঙ্গ ইসলাম, ইসলামী সাহিত্য, মো: জামাল উদ্দিন, সিটিজি৪বিডি
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন
লেখাটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিন