তুমি খোঁজ সুর আর তান,
তারপরও বুঝেছিলে শব্দেরা ম্লান।
তুমি কর অন্নের দান,
সুকেছকি ফসলের ঘ্রাণ ??
কোন খানে, শহরে মিছিলে
কতভীরে তারে খুঁজে ছিলে ?
কী আগুনে এই যে ফাগুনে
কার রঙ এনে কারে দিলে ?
কার সাথে কথা বলে ছিলে
পরিচয় তার সব জানো ?
তার সব নিশ্বাসে, পথে পথ
পথে পথে ধুলোবালি মেখে, কতদূরে গিয়েছে সে
আরো কিছু বিশ্বাসে সেই সব মানো ?
তখনই কি, মনে মনে এই কথাটিই মনে হলও
সব মন কি আজব ! মন তার এত সব জানে নাতো
শুধু জানে এই মন, সব মন, মনে মন ...
মনতার, মনে মনে, কত রঙে, মন মাখানো !
সূত্র: নতুন দেশ
তারপরও বুঝেছিলে শব্দেরা ম্লান।
তুমি কর অন্নের দান,
সুকেছকি ফসলের ঘ্রাণ ??
কোন খানে, শহরে মিছিলে
কতভীরে তারে খুঁজে ছিলে ?
কী আগুনে এই যে ফাগুনে
কার রঙ এনে কারে দিলে ?
কার সাথে কথা বলে ছিলে
পরিচয় তার সব জানো ?
তার সব নিশ্বাসে, পথে পথ
পথে পথে ধুলোবালি মেখে, কতদূরে গিয়েছে সে
আরো কিছু বিশ্বাসে সেই সব মানো ?
তখনই কি, মনে মনে এই কথাটিই মনে হলও
সব মন কি আজব ! মন তার এত সব জানে নাতো
শুধু জানে এই মন, সব মন, মনে মন ...
মনতার, মনে মনে, কত রঙে, মন মাখানো !
সূত্র: নতুন দেশ
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন
লেখাটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিন