প্রিয় পাঠক লক্ষ্য করুন

জোনাকী অনলাইন লাইব্রেরীতে আপনাকে স্বাগতম | জোনাকী যদি আপনার ভালো লাগে তবে আপনার বন্ধুদের সাথে লিংকটি শেয়ার করার অনুরোধ জানাচ্ছি | এছাড়াও যারা ভলান্টিয়ার হিসেবে কাজ করতে আগ্রহী তারা jaherrahman@gmail.com এ মেইল করার অনুরোধ করা হচ্ছে | আপনার অংশগ্রহণে সমৃদ্ধ হোক আপনার প্রিয় অনলাইন লাইব্রেরী। আমাদের সকল লেখক, পাঠক- শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা- অভিনন্দন।

আবদুল মান্নান সৈয়দ-এর জীবনালেখ্য | তৌহিদুর রহমান


আবদুল মান্নান সৈয়দের জীবন বহুদূর বিস্তৃত। আমরা তাঁকে একজন কর্মবীর বলে মনে করি। বহু বিচিত্র পথে তিনি পদচারণা করেছেন। তিনি একাধারে ছিলেন একজন শিক্ষাবিদ এবং আপদমস্তক একজন লেখক। দিগন্ত বিস্তৃত সোনালী-রূপালী আলোয় ঝলমলে তাঁর সাহিত্য সম্ভার। সাহিত্যের সকল শাখায় তিনি হেঁটেছেন অত্যন্ত দাপটের সাথে। তাঁর এই বিশাল-বহুমুখী-বহুধাবিস্তৃত রচনাসম্ভারকে ‘বহুতল বিশিষ্ট ইমারত'-এর সাথে তুলনা করেছেন অনেকেই। যে ইমারতের প্রতিটি কক্ষই আলাদা, স্বাধীন, স্বতন্ত্র এবং মণি-মুক্তা খচিত।
অনেক বছর আগে থেকেই আবদুল মান্নান সৈয়দের লেখার সাথে আমার পরিচয় ছিল। ষাটের দশকের কিছু প্রতিভাবান কবি বাংলা কবিতায় সম্পূর্ণ নতুন ও বৈচিত্র্যপূর্ণ কাব্যধারা সৃষ্টির জন্য বিস্তর নিরীক্ষণ শুরু করেন। আমরা মনে করি আবদুল মান্নান সৈয়দ তাদের মধ্যে অন্যতম। আবদুল মান্নান সৈয়দ তাঁর কবিতায় বিভিন্ন আবহের পরীক্ষা-নিরীক্ষা ও অনুশীলনের ছাপ রেখেছেন। কবিতায় তিনি নানা রঙের ব্যবহার করেছেন অবলীলায়। কবিতার আকাশে তিনি একজন উজ্জ্বল নক্ষত্র হিসাবে পাঠকের মনে অবস্থান করবেন বহুযুগ ধরে। এছাড়া অন্য যাঁরা বিশেষভাবে উজ্জ্বল তাঁরা হলেন, আব্দুল্লাহ আবু সায়ীদ (১৯৪০-), আফজাল চৌধুরী (১৯৪২-২০০৪), রফিক আজাদ (১৯৪৩-), আসাদ চৌধুরী (১৯৪৩-), তিতাশ চৌধুরী (১৯৪৫-), আবু কায়সার (১৯৪৫-), সাযযাদ কাদির (১৯৪৭-), আবুল হাসান (১৯৪৭-৭৫), ফরহাদ মাজহার (১৯৪৭-) প্রমুখ।

যাহোক, সাহিত্যের মাঠে আবদুল মান্নান সৈয়দ ছিলেন একজন সফল নায়ক। তাঁর সমস্ত লেখালেখি পাঠ করার সৌভাগ্য আমার এখন পর্যন্ত না হলেও তাঁর বিভিন্ন রকমের সাহিত্য পাঠ করে আমি অতিশয় অবাক হয়েছি। এত বিশাল বিস্তৃত পরিসরে যিনি নীরবে নিভৃতে কাজ করে গেছেন, তা বড় পরিসরে তালিকাবদ্ধ অবস্থায় আমাদের জানা থাকা আবশ্যিক। সে উদ্দেশে তাঁর জীবন ও কর্মের ওপর পরিপূর্ণ একটা আলেখ্য আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি। উল্লেখ্য যে, এই তথ্যের প্রায় সবটুকুই আমি লেখক থেকে সংগ্রহ করেছি। এজন্য আমি সবিনয়ে মরহুম আবদুল মান্নান সৈয়দের কাছে কৃতজ্ঞ। জাহিদা মেহেরুননেসার কাছেও আমি যারপরনাই ঋণি, কারণ তার কৃত পুস্তিকাও এক্ষেত্রে যথেষ্ট সহায়ক হয়েছে।

মান্নান সৈয়দের গুরুত্ব বাংলা সাহিত্যে যুগযুগান্তরের পথ পাবে বলে আমাদের বিশ্বাস। তাঁর প্রথম গল্পগ্রন্থ সত্যের মতো বদমাশ একটি অসাধারণ গল্পগ্রন্থ। যদিও এটি ষাটের দশকে লেখা, তবু গল্পের আঙ্গিকে রয়েছে আধুনিক রীতির ছাপ। বর্তমান বিশ্বসাহিত্যের উল্লেখযোগ্য লেখকদের লেখার বৈশিষ্ট্য হলো আত্মদর্শন। তাঁর ‘সত্যের মতো বদমাশ' গল্পগ্রন্থে ষাটের দশকেই তার প্রমাণ অত্যন্ত সুস্পষ্ট। এর পরেও তিনি অসংখ্য গল্প লিখেছেন। কথা-সাহিত্যের ক্ষেত্রে তিনি জীবনের গভীরে প্রবেশ করতে সক্ষম হয়েছেন। সব ধরনের পাঠকের জ্ঞাতার্থে লেখকের কর্মময় জীবনের পরিপূর্ণ একটি চিত্র উপস্থাপন করা হলো।

জন্ম ও পরিচিতি : আবদুল মান্নান সৈয়দ ভারতের পশ্চিমবঙ্গে চবিবশ পরগণা জেলার বশিরহাট মহকুমার জালালপুর গ্রামে ১৮ শ্রাবণ ১৩৫০, ৩ আগস্ট ১৯৪৩-এ জন্ম গ্রহণ করেন। তাঁর পিতা-আলহাজ্ব সৈয়দ এএম বদরুদ্দোজা (১৯১০-১৯৮৯), মাতা-আলহাজ কাজী আনোয়ারা মজিদ (১৯২০-২০০৩)।

পড়ালেখা : পশ্চিমবঙ্গের চবিবশ পরগণা জেলার বশিরহাট মহকুমার জালালপুর প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া শুরু করেন। সেখানে তিনি পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেন। তারপর দেশবিভাগের পর ১৯৪৭ সালে ঢাকায় এসে পুনরায় শিক্ষাজীবন শুরু করেন। ১৯৬৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম.এ পাস করেন।

কর্মক্ষেত্র : আবদুল মান্নান সৈয়দ একজন বিশিষ্ট শিক্ষাবিদ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সিলেট এমসি কলেজসহ দেশের অনেক স্বনামখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানে তিনি শিক্ষকতা করেছেন। নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ছিলেন কয়েক বছর। সর্বশেষ নর্থ সাউথ ইউনিভার্সিটির স্কলার-ইন-রেসিডেন্স ছিলেন।

লেখালেখী : অনেকের মতো কবিতার হাত ধরেই লেখালেখির জগতে প্রবেশ আবদুল মান্নান সৈয়দের। তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘জন্মান্ধ কবিতাগুচ্ছ' প্রকাশিত হয় ১৯৬৭ সালে। কেবল কবিতা নিয়েই থেমে থাকেননি, কবিতার পাশাপাশি সাহিত্যের সর্বক্ষেত্রে তাঁর পদচারণা। কবিতা, গল্প, নাটক, প্রবন্ধ, স্মৃতিকথা, জীবনী ইত্যাদি বিষয়ে অনেক বই লিখেছেন। যে সামান্য ক'জন লেখক সমালোচক সাহিত্যের ক্ষেত্রে অসম্ভব অবদান রাখতে সক্ষম হয়েছেন আবদুল মান্নান সৈয়দ তাদের মধ্যে অন্যতম। সম্পাদনাও তাঁর কর্মক্ষেত্রের বিশেষ অংশ জুড়ে রয়েছে। এ পর্যন্ত প্রায় শতাধিক গ্রন্থ সম্পাদনা করেছেন তিনি। এর মধ্যে নজরুল-রচনাবলী, ফররুখ-রচনাবলী, মোহাম্মাদ ওয়াজেদ আলী-রচনাবলী, শ্রেষ্ঠ কবিতা: মাইকেল মধুসূদন দত্ত, কবি গোলাম মোহাম্মদ রচনাসমগ্র ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়া ১১টি পত্র-পত্রিকা সম্পাদনা করেছেন বিভিন্ন সময়। এর মধ্যে যেমন লিটলম্যাগ আছে তেমনি আছে প্রাতিষ্ঠানিক পত্রিকা। রেডিও টিভিতেও সমালোচনা সাহিত্যসহ সমসাময়িক অনেক বিষয়ে আলোচনা করেছেন। দিয়েছেন অনেক বক্তৃতা। ঢাকা বিশ্বাবিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়সহ বহু বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা, অভিভাষণ ও লিখিত প্রবন্ধ উপস্থাপন করেছেন এবং কলকাতা সাহিত্য একাডেমীতে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন অনেকবার। বাংলাদেশ ও পশ্চিম বাংলার কয়েকটি বিশ্ববিদ্যালয়ে তাঁর কয়েকটি গ্রন্থ রেফারেন্স গ্রন্থ হিসেবে পড়ানো হয়। ইংরেজি, ফরাসি, হিন্দি, উর্দু, জাপানি, সুইডিস প্রভৃতি ভাষায় তাঁর একাধিক লেখা অনূদিত হয়েছে। আমেরিকার শিকাগো বিশ্ববিদ্যালয়ে প্রাচ্য সাহিত্যের নিদর্শন হিসেবে তাঁর একটি গল্প পড়ানো হয়। গল্পটির নাম ‘অধঃপতন-The Fall’। ব্যাপক গবেষণা করেছেন, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাস, মানিক বন্দ্যোপাধ্যায়, কায়কোবাদ, শাহাদাৎ হোসেন, মোহাম্মদ ওয়াজেদ আলী, ফররুখ আহমদ, সিকান্দার আবু জাফর প্রমুখকে নিয়ে। তাঁর গবেষণার মূল ক্ষেত্র আধুনিক বাংলা সাহিত্য। কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাস, ফররুখ আহমদকে নিয়ে তিনি সর্বাধিক কাজ করেছেন। বিভিন্ন বিষয়ে রচিত ও সম্পাদিত গ্রন্থ সংখ্যা দেড় শতাধিক। ভূমিকাও লিখেছেন অসংখ্য গ্রন্থে। সাহিত্যের বাইরে লেখকের আগ্রহ আছে চিত্রকলার ক্ষেত্রে। ‘বিংশ শতাব্দীর শিল্প- আন্দোলন' বিষয়ে লেখকের একটা উল্লেখযোগ্য গ্রন্থ প্রকাশিত হয়েছে।

কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, সমালোচনা সাহিত্য, স্মৃতিকথা, সম্পাদনা ইত্যাদি বিষয়ে এ পর্যন্ত যা পাওয়া গেছে, তার মোটামুটি বিষয়ভিত্তিক একটা তালিকা এখানে তুলে ধরা হলো। এ কাজ জাতির জন্য গুরুত্বপূর্ণ এবং সাহিত্যসেবীদের জন্যও অপরিহার্য বলে মনে করি। এ লেখার ভেতরে অনেক অসম্পূর্ণতা থাকতেই পারে। লেখকের ওপর তথ্যধর্মী আরো কাজ ক্রমশ বিস্তৃত হবে বলে আশা করি। লেখকের প্রকাশিত গ্রন্থাবলির তালিকা নিম্নরূপ।

কবিতা : জন্মান্ধ কবিতাগুচ্ছ (১৯৬৭), জ্যোৎস্না-রৌদ্রের চিকিৎসা (১৯৬৯), মাতাল মানচিত্র (১৯৭০, অনুবাদ-কবিতা), ও সংবেদন ও জলতরঙ্গ (১৯৭৪), নির্বাচিত কবিতা (১৯৭৫), কবিতা কোম্পানি প্রাইভেট লিমিটেড (১৯৮২), পরাবাস্তব কবিতা (১৯৮২), পার্ক স্ট্রিটে এক রাত্রি (১৯৮৩), মাছ সিরিজ (১৯৮৪), বিদেশি প্রেমের কবিতা (১৯৮৪, অনুবাদ-কবিতা), পঞ্চশর (১৯৮৭), শ্রেষ্ঠ কবিতা (১৯৮৭), আমার সনেট (১৯৯০), সকল প্রশংসা তাঁর (১৯৯৩), নীরবতা গভীরতা দুই বোন বলে কথা (১৯৯৭), নির্বাচিত কবিতা (২০০১), কবিতাসমগ্র (২০০২), কবিতার বই (২০০৬), হে বন্ধুর বন্ধু হে প্রিয়তম (২০০৬)। 

ছোটগল্প : সত্যের মতো বদমাশ (১৯৬৮), বলো যাই পরোক্ষে (১৯৭৩), মৃত্যুর অধিক লাল ক্ষুধা (১৯৭৭), নির্বাচিত গল্প (১৯৮৭), উৎসব (১৯৮৮), নেকড়ে হায়েনা আর তিন পরী (১৯৯৭), গল্প (২০০৪), মাছ মাংস মাৎসর্যের রূপকথা (২০০১), নির্বাচিত গল্প (২০০২), শ্রেষ্ঠ গল্প (২০০৭)।

উপন্যাস : পরিপ্রেক্ষিতের দাসদাসী (১৯৭৪), কলাকাতা (১৯৮০), পোড়ামাটির কাজ (১৯৮২), অ-তে অজগর (১৯৮২), সে সংসার হে লতা (১৯৮২), গভীর গভীরতর অসুখ (১৯৮৩), প্রবেশ (১৯৯৪), ক্ষুধা প্রেম আগুন (১৯৯৪), শ্যামলী তোমার মুখ (১৯৯৭), শ্রাবন্তীর দিনরাত্রি (১৯৯৮), ভাঙা নৌকা (২০০৬)।

প্রবন্ধ গ্রন্থ : শুদ্ধতম কবি (১৯৭২), জীবনানন্দ দাশের কবিতা (১৯৭৪), নজরুল ইসলাম : কবি ও কবিতা (১৯৭৭), করতলে মহাদেশ (১৯৭৯), দশ দিগন্তের দ্রষ্টা (১৯৮০), বেগম রোকেয়া (১৯৮৩) ছন্দ (১৯৮৫), সৈয়দ ওয়ালীউল্লাহ (১৯৮৬), নজরুল ইসলাম : কালজ কালোত্তর (১৯৮৭), চেতনায় জল পড়ে শিল্পের পাতা নড়ে (১৯৮৯), পুনর্বিবেচনা (১৯৯০), দরোজার পর দরোজা (১৯৯১), ফররুখ আহমদ : জীবন ও সাহিত্য (১৯৯৩), বিবেচনা-পুনর্বিবেচনা (১৯৯৪), বাংলা সাহিত্যে মুসলমান (১৯৯৮), রবীন্দ্রনাথ (২০০১), আধুনিক সাম্প্রতিক (২০০১), নজরুল ইসলামের কবিতা (২০০৩)।

জীবনী গ্রন্থ : শাহাদাৎ হোসেন (১৯৮৭), জীবনানন্দ দাশ (১৯৮৮), ফররুখ আহমদ (১৯৮৮), আবদুল গনি হাজারী (১৯৮৯), সৈয়দ মুর্তাজা আলী (১৯৯০), মোহাম্মদ ওয়াজেদ আলী (১৯৯৪), প্রবোধচন্দ্র সেন (১৯৯৪)।

কিশোর গ্রন্থ : বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) (২০০২), ভুতুড়ে কান্ড (২০০২)।

আত্ম-জীবনী: আমার বিশ্বাস (১৯৮৪), স্মৃতির নোটবুক (২০০০), সম্পাদকের কলমে (২০০৬)।

নাটক : নাট্যগুচ্ছ (১৯৯১), নাট্যসমগ্র (২০০৯)।

সম্পাদিত গ্রন্থ : ফররুখ আহমদের শ্রেষ্ঠ কবিতা (১৯৭৫), ফররুখ-রচনাবলী (প্রথম খন্ড ১৯৭৯), ইসলামী কবিতা : শাহাদাৎ হোসেন (১৯৮৩), শাহাদাৎ হোসেনের ইসলামী কবিতা (১৯৮৮), সমালোচনা সমগ্র : জীবনানন্দ দাশ (১৯৮৩), জীবনানন্দ (১৯৮৪), জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা (১৯৮৬), জীবনানন্দ দাশের পত্রাবলি (১৯৮৭), বাংলাদেশের কবিতা (১৯৮৮), বাংলাদেশের ছড়া (১৯৮৮), মুহম্মদ মনসুরউদ্দীন স্মৃতি অ্যালবাম (১৯৮৮), জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ গল্প (১৯৮৯), সমর সেনের নির্বাচিত কবিতা (১৯৮৯), মোহিতলাল মজুমদারের নির্বাচিত কবিতা (১৯৮৯), তোরা সব জয়ধ্বনি কর (১৯৮৯), ফররুখ আহমদের (১৯৯০), সুধীন্দ্রনাথ দত্তের সুনির্বাচিত কবিতা (১৯৯০), বুদ্ধদেব বসুর সুনির্বাচিত কবিতা (১৯৯০), সত্যেন্দ্রনাথ দত্তের সুনির্বাচিত কবিতা (১৯৯০), আবদুস সাত্তার : জীবন ও সাহিত্য (১৯৯০), মোহাম্মদ ওয়াজেদ আলী-রচনাবলী (প্রথম খন্ড ১৯৯০, দ্বিতীয় খন্ড ১৯৯২), আবু হেনা মোস্তফা কামাল স্মারকগ্রন্থ (১৯৯১), শ্রেষ্ঠ কবিতা : মাইকেল মধুসূদন দত্ত (১৯৯২), নির্বাচিত কবিতা : ফররুখ আহমদ (১৯৯২), নজরুল-রচনাবলী (প্রথম খন্ড থেকে চতুর্থ খন্ড, ১৯৯৩), প্রকাশিত-অপ্রকাশিত কবিতাসমগ্র : জীবনানন্দ দাশ (১৯৯৪), প্রেমেন্দ্র মিত্রের শ্রেষ্ঠ কবিতা (১৯৯৪), অচিন্ত্যকুমার সেনগুপ্তের শ্রেষ্ঠ কবিতা (১৯৯৪), কায়কোবাদ-রচনাবলী (প্রথম খন্ড ১৯৯৪, দ্বিতীয় খন্ড ১৯৯৪, তৃতীয় খন্ড ১৯৯৫, চতুর্থ খন্ড ১৯৯৭), দেবেন্দ্রনাথ সেনের শ্রেষ্ঠ কবিতা (১৯৯৫), গোবিন্দচন্দ্র দাসের শ্রেষ্ঠ কবিতা (১৯৯৫), কায়কোবাদের শ্রেষ্ঠ কবিতা (১৯৯৫), যতীন্দ্রনাথ সেনগুপ্তের শ্রেষ্ঠ কবিতা (১৯৯৫), ফররুখ আহমদ-রচনাবলী (প্রথম খন্ড ১৯৯৫, দ্বিতীয় খন্ড ১৯৯৬), সিকান্দার আবু জাফর-রচনাবলী (প্রথম খন্ড ১৯৯৫, দ্বিতীয় খন্ড ১৯৯৭, তৃতীয় খন্ড ১৯৯৯), প্রেমের কবিতা-সমগ্র : জীবনানন্দ দাশ (১৯৯৬), বনলতা সেন : জীবনানন্দ দাশ (১৯৯৬), রূপসী বাংলা : জীবনানন্দ দাশ (১৯৯৬), শ্রেষ্ঠ নজরুল (১৯৯৬), নির্বাচিত কবিতা : কাজী নজরুল ইসলাম (১৯৯৬), সাবদার সিদ্দিকি কবিতাসংগ্রহ (১৯৯৭), শ্রেষ্ঠ জীবনানন্দ (১৯৯৮), শ্রেষ্ঠ গল্প : মানিক বন্দোপাধায় (১৯৯৮), লেখার রেখায় রইল আড়াল : নজরুল ইসলাম (১৯৯৮), রোকেয়া-রচনাবলী (১৯৯৯), বাংলাদেশের ছোটগল্প (২০০০), শ্রেষ্ঠ কবিতা : যতীন্দ্রমোহন বাগচী (২০০০), শ্রেষ্ঠ কবিতা : দ্বিজেন্দ্রলাল রায় (২০০১), শ্রেষ্ঠ কবিতা : শাহাদাৎ হোসেন (২০০১), শ্রেষ্ঠ প্রবন্ধ : হরপ্রসাদ শাস্ত্রী (২০০১), শ্রেষ্ঠ গল্প : কাজী নজরুল ইসলাম (২০০১), শ্রেষ্ঠ গল্প : প্রভাতকুমার মুখোপাধ্যায় (২০০১), শ্রেষ্ঠ গল্প : প্রভাতকুমার মুখোপাধ্যায় (২০০১), গল্পসমগ্র : হাসান হাফিজুর রহমান (২০০১), শ্রেষ্ঠ কবিতা : গোলাম মোস্তফা (২০০২), শ্রেষ্ঠ কবিতা : অমিয় চক্রবর্তী (২০০২), শ্রেষ্ঠ কবিতা : ঈশ্বরচন্দ্র গুপ্ত (২০০২), শ্রেষ্ঠ কবিতা : জীবনানন্দ দাশ (২০০২), শ্রেষ্ঠ প্রবন্ধ : বেগম রোকেয়া (প্রথম খন্ড ২০০২), শ্রেষ্ঠ প্রবন্ধ : বেগম রোকেয়া (দ্বিতীয় খন্ড ২০০২), শ্রেষ্ঠ প্রবন্ধ : সুধীন্দ্রনাথ দত্ত (২০০২), নির্বাচিত শিখা (২০০২), কাব্যসমগ্র : আবু হেনা মোস্তফা কামাল (২০০২), নজরুল ইসলাম ও জসীমউদ্দীন (২০০৩),পরদেশে পরবাসী : আব্দুর রউফ চৌধুরী (২০০৩), কমরেড মুজফফর আহমদের অপ্রকাশিত পত্রাবলী (২০০৪), মেঘের আকাশ : আলোর সূর্য (কবিতা) : আবুল হাসান (২০০৪), অতীত দিনের স্মৃতি (২০০৪), কাজী নজরুল ইসলাম বিষয়ক সাক্ষাৎকার (২০০৪), পান্ডুলিপি : নজরুল-সংগীত (২০০৫), নতুন দিগন্ত সমগ্র (উপন্যাস) : আব্দুর রউফ চৌধুরী (২০০৫), কবি গোলাম মোহাম্মদ রচনাসমগ্র (প্রথম খন্ড ২০০৫), কবি আবদি আজাদ স্মারকগ্রন্থ (২০০৬)।

পাঠ্যপুস্তক : উচ্চ মাধ্যমিক বাংলা সংকলন (সম্পাদনা) (১৯৯৮), জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, ঢাকা।

পুস্তিকা ও স্মরণিকা সম্পাদনা : চাকা, (কাব্যনাট্য, ১৯৮৫), নজরুল-জন্মবার্ষিকী স্মারক (১৩৯২ ও ১৯৮৫), আল মাহমুদের সাম্প্রতিক কবিতা (প্রবন্ধ, ১৯৮৯), কবি ও অন্যেরা (কাব্যনাট্য, ১৯৯৬), সিকান্দার আবু জাফর : ২৩তম মৃত্যুবার্ষিকী স্মারক (১৯৯৮), সিকান্দার আবু জাফর : স্মরণ-উৎসব স্মারক (১৯৯৯), জীবনানন্দ দাশ জন্মশতবার্ষিকী স্মারক (১৯৯৯), আবদুল মান্নান সৈয়দ-এর গ্রন্থপঞ্জি (২০০০), গল্প (২০০১), সিকান্দার আবু জাফর : স্মরণিকা (২০০১), জাতীয় পর্যায়ে রবীন্দ্র-জন্মবার্ষিকী উদ্যাপন (২০০২), জাতীয় পর্যায়ে নজরুল-জন্মবার্ষিকী উদ্যাপন স্মরণিকা (২০০২), জাতীয় পর্যায়ে রবীন্দ্র-জন্মবার্ষিকী উদ্যাপন স্মরণিকা (২০০৩), জাতীয় পর্যায়ে নজরুল-জন্মবার্ষিকী উদ্যাপন স্মরণিকা (২০০৩), নজরুল পদক স্মরণিকা (২০০৩), জাতীয় পর্যায়ে রবীন্দ্র-জন্মবার্ষিকী উদ্যাপন স্মরণিকা (২০০৪), জাতীয় পর্যায়ে নজরুল-জন্মবার্ষিকী উদ্যাপন স্মরণিকা (২০০৪), সিকান্দার আবু জাফর : ৩০তম প্রায়াণ-দিবস স্মরণিকা (২০০৫), সিকান্দার আবু জাফর স্মরণ উৎসব স্মরণিকা (২০০৫)।

ভূমিকা সংবলিত আংশিক সম্পাদিত গ্রন্থ : কবি ও কবিতা : আনওয়ার আহমাদ সম্পাদিত (প্রবন্ধ সংকলন, ১৯৮৪), যুদ্ধের ছবি : সৈয়দ নূরুল আলম (গল্পগ্রন্থ, ১৯৮৬), আমাদের মিলিত সংগ্রাম মওলানা ভাসানীর নাম : আবদুল হাই শিকদার ও মুকুল চৌধুরী সম্পাদিত (কবিতা সংকলন, ১৯৮৬), বাংলাদেশের নির্বাচিত ছোটগল্প (গল্পসংকলন, প্রথম খন্ড ১৯৮৯, দ্বিতীয় খন্ড ১৯৮৯, তৃতীয় খন্ড ১৯৯০), ঐতিহাসিক-অনৈতিহাসিক কাব্য : ফররুখ আহমদ (কবিতাগ্রন্থ, ১৯৯১), রুবাইয়্যাৎ/ আকুতি : আমিনুল হক আনওয়ার (কবিতাগ্রন্থ, ১৯৯৩), দিলরুবা : ফররুখ আহমদ (কবিতাগ্রন্থ, ১৯৯৪), বারেক আবদুল্লাহর গল্প (১৯৯৪), রসূল (সা.)-কে নিবেদিত কবিতা : ইশারফ হোসেন সম্পাদিত (কবিতা সংকলন, ১৯৯৫), বুক পেতেছি জলপ্রপাতে : চৌধুরী গোলাম মাওলা (কবিতাগ্রন্থ, ১৯৯৫), স্বনির্বাচিত গল্প : শামসুল আলম (১৯৯৬), হাজার বছরের শ্রেষ্ঠ কবিতা : ফাতিমা তামান্না সম্পাদিত (কবিতা সংকলন ১৯৯৮), জয়পাড়ার কাছেই : কে. এম. সালাহউদ্দীন (উপন্যাস ১৯৯৮), চতুষ্কোণ : মানিক বন্দোপাধ্যায় (উপন্যাস, ১৯৯৮), অহিংসা : মানিক বন্দোপাধ্যায় (উপন্যাস, ১৯৯৮), অবেলায় অবগাহন : দীপক ভৌমিক (কবিতা ২০০১), ছন্দের ঘরবাড়ি : মুজিবুল হক কবীর (কবিতা, ২০০১), গল্পসমগ্র : হাসান হাফিজুর রহমান (২০০১), কাব্যজিজ্ঞাসা : অতুলচন্দ্র গুপ্ত (প্রবন্ধ, ২০০২), স্বপ্নের মোড়কে ইচ্ছার বসবাস : মোহাম্মদ হারুন-উর-রশিদ (প্রবন্ধ, ২০০২), স্মৃতিকথা : চৌধুরী শামসুর রহমান (স্মৃতিকথা, ২০০২), বাংলার কাব্য : হুমায়ুন কবির (প্রবন্ধ, ২০০২), কবিতার কথা : জীবনানন্দ দাশ (প্রবন্ধ, ২০০২), অভিনয়ের পাঠ : মুস্তাফিজুর রহমান সৈয়দ (প্রবন্ধ, ২০০২), নজরুল-সংগীত স্বরলিপি- স্বরলিপিকার : ইদরিস আলী (২২তম খন্ড, ২০০২), দিবারাত্রির কাব্য : মানিক বন্দোপাধ্যায় (উপন্যাস, ২০০২), নজরুল-সংগীত স্বরলিপি স্বরলিপিকার : নিখিলরঞ্জন নাথ (২৩তম খন্ড,২০০২), নানা প্রসঙ্গে নজরুল : মোহাম্মদ আবদুল কাইউম (প্রবন্ধ, ২০০২), Kazi Nazrul Islam : Poems Elegidos : ড. জাহাঙ্গীর তারেক অনূদিত (নজরুল কবিতার স্পেনীয় তর্জমা, (২০০২), নজরুল ইসলামের সাহিত্যভাবনা : আফজালুল বাসার (প্রবন্ধ, ২০০২), Kazi Nazrul Islam : Achansons Achoisies : ড. জাহাঙ্গীর তারেক অনূদিত (নজরুলের কবিতায় ফরাসি তর্জমা, (২০০৩), কুমিল্লায় নজরুলের স্মৃতিফলক : মোঃ মানিরুল ইসলাম। (প্রবন্ধ ২০০৩), নজরুলের কবিতা : শিল্পরূপ বিচার : ড. সৈকত আসগর (প্রবন্ধ, ২০০৩), কাব্য আমপারা : কাজী নজরুল ইসলাম (কাব্য, প্রথম মুদ্রণের প্রতিলিপি, ২০০৩), অগ্নি-বীণা : কাজী নজরুল ইসলাম (কাব্য, তৃতীয় মুদ্রণের প্রতিলিপি, ২০০৩), সন্ধ্যা : কাজী নজরুল ইসলাম (কাব্য, প্রথম মুদ্রণের প্রতিলিপি, ২০০৩), জিঞ্জীর : (কাব্য, প্রথম মুদ্রণের প্রতিলিপি, ২০০৩), চক্রবাক : (কাব্য, প্রথম মুদ্রণের প্রতিলিপি, ২০০৩), বের হাওয়া : (কাব্য, প্রথম মুদ্রণের প্রতিলিপি, ২০০৩), নজরুলকে যেমন দেখিছে : শামসুন নাহার মাহমুদ (স্মৃতিকথা, ২০০৩), সুর-মুকুর, কথা ও সুর : নজরুল, স্বরলিপিকার : নলিনীকান্ত সরকার (স্মৃতিকথা, ২০০৩), সুর-লিপি, কথা ও সুর : নজরুল। স্বরলিপিকার : জগৎ ঘটক (২০০৩), কবি নজরুল : চৈতন্যের দুই সহোদর : জুবাইদা গুলশান আরা (প্রবন্ধ, ২০০৪), নজরুল-সংগীত-স্বরলিপিতে রাগদর্শন : কৃষ্ণপদ মন্ডল (প্রবন্ধ, ২০০৪), রুবাইয়াৎ-ই-হাফিজ : কাজী নজরুল ইসলাম (কবিতা, প্রথম মুদ্রণের প্রতিলিপি, ২০০৪), ছায়ানট : কাজী নজরুল ইসলাম (কাব্য, প্রথম মুদ্রণের প্রতিলিপি, ২০০৪), নজরুল ইসলাম : দেওয়ান মোহাম্মদ আজরফ (প্রবন্ধ, ২০০৪), Selected Prose : Kazi Nazrul Islam. Translated by Subrata Kumar Das. (২০০৪), অগ্নি-বীণা : কাজী নজরুল ইসলাম (কবিতা ২০০৪), নজরুল ইসলাম : রওশন আরা মুস্তাফিজ (প্রবন্ধ, ২০০৪), পুতুলনাচের ইতিকথা : মানিক বন্দোপাধ্যায় (উপন্যাস, ২০০৪), নজরুল-স্বরলিপি : কাজী নজরুল ইসলাম (২০০৫), সিকান্দার আবু জাফর-সম্পাদিত ‘সমকাল' কবিতা-সংখ্যা। (পত্রিকা,২০০৬)।

সি.ডি: সৃষ্টিসুখের উল্লাসে, স্বকণ্ঠে কাজী নজরুল ইসলামের কবিতা ও গান এবং কাজী সব্যসাচীর আবৃত্তি ও কাজী অনিরুদ্ধের গিটার। পরিকল্পনা ও নির্দেশনা-আবদুল মান্নান সৈয়দ (২০০৪), সি.ডিটি প্রয়োজনা করেছে নজরুল ইনস্টিটিউট।

সম্পাদিত পত্র-পত্রিকা : শিল্পকলা (১৯৭০-৭৩), চারিত্র (১৯৭৯-৮৪), কাফেলা-কলকাতা (অতিথি-সম্পাদক, বাংলাদেশ-সংখ্যা,১৯৮৩), জীবনানন্দ (১৯৮৪-৮৫), এখন (মাসিক পত্রিকা, উপদেষ্টা সম্পাদক, জানুয়ারি-ডিসেম্বর ১৯৮৬), নজরুল একাডেমী পত্রিকা (নবপর্যায়, ১৩৯৩-১৩৯৬), শিল্পতরু (মাসিক পত্রিকা, উপদেষ্টা সম্পাদক, ১৯৮৮-৯৩), কিছুধ্বনি (অতিথি সম্পাদক, জীবনানন্দ দাশ-বিশেষ সংখ্যা (১৯৯৬), নজরুল ইন্সটিটিউট পত্রিকা (২০০২-২০০৫), নজরুল ইন্সটিটিউট পত্রিকা (২০০২-২০০৫)।

প্রবন্ধ ও গবেষণাপত্র পাঠ : ‘কণ্ঠস্বর'-এর চতুর্থ বর্ষ পদার্পণ অনুষ্ঠানে ‘এক শস্যপর্যায় : কবিতা' প্রবন্ধ পাঠ। সভাপতি : মুনীর চৌধুরী। স্থান : পাকিস্তান কাউন্সিল অডিটোরিয়াম, ঢাকা ১৯৬৯। ন্যাশনাল বুক সেন্টার আয়োজিত কবি সিকান্দার আবু জাফর সম্পর্কিত আলোচনা সভায় ‘সিকান্দার আবু জাফরের একটি কবিতা' প্রবন্ধ পাঠ। স্থান : ন্যাশনাল বুক সেন্টার অডিটোরিয়াম, ঢাকা, ১৯৭০। বাংলা একাডেমী আয়োজিত মাইকেল মধুসূদন দত্ত মৃত্যুশতবার্ষিকীতে ‘মাইকেল মধুসূদন দত্ত : বহে জলবতী নদী' প্রবন্ধ পাঠ। সভাপতি : মযহারুল ইসলাম। স্থান : বাংলা একাডেমী মিলনায়তন, ঢাকা, ১৯৭৩। নজরুল একাডেমী আয়োজিত নজরুল-জয়ন্তী অনুষ্ঠানে ‘নজরুল ইসলামের কবিতা' প্রবন্ধ পাঠ। স্থান : ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তন, ঢাকা, ১৯৭৪। বাংলা একাডেমী আয়োজিত রবীন্দ্রনাথের মৃত্যুদিবস উপলক্ষে ‘রবীন্দ্রনাথের কূটাভাস' প্রবন্ধ পাঠ। সভাপতি : জিল্লুর রহমান সিদ্দিকী। স্থান : বাংলা একাডেমী মিলনায়তন, ঢাকা, ১৯৭৪। ফররুখ আহমদ স্মরণসভায় ‘ফররুখ আহমদ : কবি' প্রবন্ধ পাঠ। সভাপতি : আবদুল কাদির। স্থান : বাংলা একাডেমী মিলনায়তন, ঢাকা, ১৯৭৪। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের একটি সংস্থা ‘বক্তব্য' আয়োজিত অনুষ্ঠানে ‘জীবনানন্দের উপন্যাস' প্রবন্ধ পাঠ। সভাপতি : ড. মোহাম্মদ মনিরুজ্জামান। স্থান : টি. এস. মিলনায়তন, ঢাকা, ১৯৭৫। ‘ছায়ানট' আয়োজিত ‘শিল্পকথা-৭৪' সেমিনারে ‘সেমিনারে ‘আবিষ্ট নির্ঝর' প্রবন্ধ পাঠ। সভাপতি : বেগম সুফিয়া কামাল। স্থান : আর্ট কলেজ মিলনায়তন, ঢাকা, ১৯৭৫। শামসুর রাহমানের শ্রেষ্ঠ কবিতা প্রকাশনা উৎসব উপলক্ষে ‘শামসুর রাহমানের কবিতা' প্রবন্ধ পাঠ। প্রধান অতিথি : আবুল ফজল। সভাপতি : জিল্লুর রহমান সিদ্দিকী। স্থান : জাতীয় গ্রন্থকেন্দ্র চত্বর, ঢাকা, ১৯৭৬। বাংলা একাডেমী আয়োজিত একুশে ফেব্রুয়ারি অনুষ্ঠানমালায় ‘ষাট দশকের লিটল ম্যাগাজিন ও আমাদের সাহিত্য' প্রবন্ধ পাঠ। সভাপতি : কবীর চৌধুরী। স্থান : বাংলা একাডেমী, ঢাকা, ১৯৭৭। বাংলা একাডেমী আয়োজিত

অনুষ্ঠানে ‘আমাদের সমালোচনা-সাহিত্য' প্রবন্ধ পাঠ। সভাপতি : কবীর চৌধুরী। স্থান : বাংলা একাডেমী মিলনায়াতন, ঢাকা, ১৯৭৭। বাংলা একাডেমী আয়োজিত একুশের অনুষ্ঠানমালায় ‘মধ্যযুগের ভগীরথ : সৈয়দ আলাওল' প্রবন্ধ পাঠ। সভাপতি : আশরাফ সিদ্দিকী। স্থান : নজরুল একাডেমী মিলনায়তন, ঢাকা, ১৯৭৮। নজরুল একাডেমী আয়োজিত নজরুল-জন্মজয়ন্তী অনুষ্ঠানে ‘নজরুল কেন বড় কবি' প্রবন্ধ পাঠ। স্থান : নজরুল একাডেমী মিলনায়তন, ঢাকা, ১৯৭৮। বাংলা একাডেমী আয়োজিত ড. মুহম্মদ শহীদুল্লাহর জন্মবার্ষিকী অনুষ্ঠানে আলী আহসান। স্থান : বাংলা একাডেমী মিলনায়তন, ঢাকা, ১৯৭৮। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগে ‘জীবনানন্দ দাশের মাল্যবান' প্রবন্ধ পাঠ। সভাপতি : দেবীপদ ভট্টাচার্য। স্থান : সেমিনার কক্ষ, যাবদপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা, ১৯৭৮। বাংলা একাডেমী আয়োজিত রবীন্দ্র-জয়তী অনুষ্ঠানে ‘মৃত্যুর নিপুণ শিল্প' প্রবন্ধ পাঠ। সভাপতি : অধ্যক্ষ দেওয়ান মোহাম্মদ আজরফ। স্থান : বাংলা একাডেমী, ঢাকা, ১৯৭৯। বিশ্বসাহিত্য কেন্দ্র আয়োজিত অনুষ্ঠানে ‘মানিক বন্দ্যোপাধ্যায় ও তাঁর আদি উপন্যাস' প্রবন্ধ পাঠ। সভাপতি : আবদুল্লাহ আবু সায়ীদ। স্থান : বিশ্বসাহিত্য কেন্দ্র, ঢাকা, ১৯৮০। বাংলাদেশ পি. ই. এন. আয়োজিত অনুষ্ঠানে ‘গিওম আপোলিনেয়ার জন্মশতবার্ষিকী (১৮৮০-১৯৮০)' প্রবন্ধ পাঠ। প্রধান অতিথি : বাংলাদেশে নিযুক্ত ফরাশি চার্জ দ্য অ্যাফেয়ার্স মি. কুলো। সভাপতি : সৈয়দ আলী আহসান। স্থান : নান্দনিক কার্যালয়, ঢাকা, ১৯৮০। বংলা একাডেমী আয়োজিত নজরুল-জয়তীতে ‘নজরুল ও বাংলার নবজাগরণ' প্রবন্ধ পাঠ। সভাপতি : আবদুল কাদির। স্থান : বাংলা একাডেমী, ঢাকা, ১৯৮১। বাংলাদেশ পরিষদ আয়োজিত কবি মঈনুদ্দীনের জন্মদিবসে ‘কবি মঈনুদ্দীন' প্রবন্ধ পাঠ। প্রধান অতিথি : মোহাম্মদ নাসিরউদ্দীন। সভাপতি : বেগম সুফিয়া কালাম। স্থান : বাংলাদেশ পরিষদ মিলনায়তন, ঢাকা, ১৯৮১। নজরুল ইন্সটিটিউট আয়োজিত বাংলা নববর্ষ উদ্যাপন উপলক্ষে ‘নজরুল-কাব্যে বৈশাখ' প্রবন্ধ পাঠ। প্রধান অতিথি : সৈয়দ আলী আহসান। সভাপতি : মোহাম্মদ নাসিরউদ্দীন। স্থান : নজরুল ইন্সটিটিউট, ঢাকা, ১৯৮২। বাংলাদেশ পরিষদ আয়োজিত নজরুল জন্ড জয়তী উপলক্ষে ‘নজরুল ইসলাম' প্রবন্ধ পাঠ। সভাপতি : ড. রফিকুল ইসলাম। স্থান : বাংলাদেশ পরিষদ মিলনায়তন, ঢাকা, ১৯৮২। কবিকণ্ঠ সৈয়দ আলী আহসানের ষাট বছর পূর্তি অনুষ্ঠানে ‘সৈয়দ আলী আহসান' প্রবন্ধ পাঠ। সভাপতি : বেগম সুফিয়া কামাল। স্থান : জলসাঘর, পূর্বানী হোটেল, ঢাকা, ১৯৮২। বিপরীত উচ্চারণ আয়োজিত ফররুখ আহমদের জন্ডবার্ষিকী অনুষ্ঠানে ‘সম্পন্ন প্রতিমা : ফররুখ আহমদের দরিয়ায় শেষ রাত্রি' প্রবন্ধ পাঠ। সভাপতি : সৈয়দ আলী আহসান। স্থান : টি. এস. সি. মিলনায়তন, ঢাক, ১৯৮২। বিপরীত উচ্চারণ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ঢাকা'র যৌথ আয়োজনে সৈয়দ ইসমাইল হোসেন শিরাজীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘ইসমাইল হোসেন শিরাজী' প্রবন্ধ পাঠ। সভাপতি : আশরাফ সিদ্দিকী। স্থান : ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তন, ঢাকা, ১৯৮৫। বাংলা একাডেমী আয়োজিত কবি নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে ‘বাংলাদেশেই লেখা' প্রবন্ধ পাঠ। সভাপতি : সিরাজুল ইসলাম চৌধুরী। স্থান : বাংলা একাডেমী প্রাঙ্গণ, ঢাকা, ১৯৮৫। শিল্পকলা একাডেমী আয়োজিত নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে ‘বাংলার রেনেসাঁস ও নজরুল ইসলাম' প্রবন্ধ পাঠ। সভাপতি : আবু হেনা মোতফা কামাল। স্থান : শিল্পকলা একাডেমী মিলনায়তন, ঢাকা, ১৯৮৫। বাংলা একাডেমী আয়োজিত নজরুল-জন্মজয়ন্তী অনুষ্ঠানে ‘তিরিশের দুই প্রধান কবির চোখে নজরুল' প্রবন্ধ পাঠ। স্থান : বাংলা একাডেমী মিলনায়তন, ঢাকা, ১৯৮৬। বাংলা একাডেমী আয়োজিত রবীন্দ্রনাথের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে ‘রবীন্দ্রনাথ ও আধুনিকতা' প্রবন্ধ পাঠ। সভাপতি : আবু হেনা মোস্তফা কামাল। স্থান : বাংলা  একাডেমী সেমিনার কক্ষ, ঢাকা, ১৯৮৬। এশিয়াটিক সোসাইটি আয়োজিত আতর্জাতিক সেমিনারে ‘জীবনানন্দের জীবনবেদ' প্রবন্ধ পাঠ। স্থান : এশিয়াটিক সোসাইটি মিলনায়তন, ঢাকা, ১৯৮৭। বাংলা একাডেমী আয়োজিত মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে ‘প্রথম পুরুষ' প্রবন্ধ পাঠ। সভাপতি : জিল্লুর রহমান সিদ্দিকী। স্থান : বাংলা একাডেমী সেমিনার কক্ষ, ঢাকা, ১৯৮৭। ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ফররুখ আহমদের মৃত্যুবার্ষিকীতে ‘ফররুখ আহমদের কবিতা' প্রবন্ধ পাঠ। সভাপতি : তালিম হোসেন। স্থান : ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তন, ঢাকা, ১৯৮৭। বাংলা একাডেমী আয়োজিত বেগম রোকেয়ার ১০৭তম মৃত্যুবার্ষিকীতে ‘বেগম রোকেয়ার অতঃপরিবর্তন' প্রবন্ধ পাঠ। সভাপতি : বেগম আববাসউদ্দীন। স্থান : বাংলা একাডেমী সেমিনার কক্ষ, ঢাকা, ১৯৮৭। বাংলা একাডেমী আয়োজিত একুশে ফেব্রুয়ারি অনুষ্ঠানমালায় ‘স্বাধীনতাউত্তর বাংলা সাহিত্যের রূপান্তর : বিষয় ও প্রকরণ' প্রবন্ধ পাঠ। সভাপতি : ড. আনিসুজ্জামান। স্থান : বাংলা একাডেমী, ঢাকা, ১৯৮৮। বাংলা একাডেমী আয়োজিত রবীন্দ্র-জন্মজয়ন্তী অনুষ্ঠানে ‘আধুনিকতা ও রবীন্দ্রনাথ' প্রবন্ধ পাঠ। সভাপতি : আবুল হোসেন। স্থান : বাংলা একাডেমী প্রাঙ্গণ, ঢাকা, ১৯৮৮। ‘বিপরীত উচ্চারণ আয়োজিত ফররুখ আহমদের মৃত্যুবার্ষিকীতে ‘আমাদের নবজাগরণ ও ফররুখ আহমদ' প্রবন্ধ পাঠ। সভাপতি : তালিম হোসেন, ১৯৮৮। বাংলা একডেমী আয়োজিত একুশের অনুষ্ঠানমালায় ‘বাংলাদেশের সাহিত্যপত্রিকা' প্রবন্ধ পাঠ। সভাপতি : রাহাত খান। স্থান : বাংলা একাডেমী, ঢাকা, ১৯৮৯। বাংলা একাডেমী আয়োজিত নবতিতম নজরুল-জন্তবার্ষিকীতে ‘নজরুল ও তাঁর সমকালীন সমাজ' প্রবন্ধ পাঠ। সভাপতি : আবু হেনা মোতফা কামাল। স্থান : সেমিনার রুম, বাংলা একাডেমী, ১৯৮৯। বাংলাদেশ কবিতাকেন্দ্র আয়োজিত আল মাহমুদের একক কবিতা পাঠ অনুষ্ঠনে ‘আল মাহমুদের সাম্প্রতিক কবিতা' প্রবন্ধ পাঠ। সভাপতি : সৈয়দ আলী আহসান। স্থান : বাংলাদেশ কবিতাকেন্দ্র প্রাঙ্গণ, ঢাকা, ১৯৮৯। জাতীয় যাদুঘর আয়োজিত ‘ঢাকা : অতীত, বর্তমান ও ভবিষ্যৎ' অনুষ্ঠানমালায় ‘ঢাকার সাহিত্যচর্চার ধারা' প্রবন্ধ পাঠ। সভাপতি : কবীর চৌধুরী স্থান : জাতীয় জাদুঘর মিলনায়তন, ঢাকা, ১৯৮৯। ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত একুশের অনুষ্ঠানমালায় ‘আধুনিক বাঙলা সাহিত্যের বিকাশে বাঙালি-মুসলমানের অবদান' প্রবন্ধ পাঠ। সভাপতি : দেওয়ান মোহাম্মদ আজরফ। স্থান : ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তন, ঢাকা, ১৯৯০। নজরুল ইন্সটিটিউট আয়োজিত অনুষ্ঠানে ‘দুই কবি' প্রবন্ধ পাঠ। সভাপতি : ড. মনিরুজ্জামান। স্থান : নজরুল ইন্সটিটিউট, ঢাকা, ১৯৯১। বাংলাদেশ সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত নজরুল-জন্মজয়ন্তী অনুষ্ঠানে ‘নজরুল : কালজ কালোত্তর' প্রবন্ধ পাঠ। সভাপতি : মোবাশ্বের আলী। স্থান : টাউন হল, কুমিল্লা, ১৯৯২। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘নজরুল গবেষণাকেন্দ্র' আয়োজিত ‘নজরুল- বক্তৃতামালা'য় ‘চিত্রকল্পের সম্রাট' প্রবন্ধ পাঠ। সভাপতি : ড. রফিকুল ইসলাম। স্থান : উচ্চতর মানববিদ্যা কেন্দ্র মিলনায়তন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা, ১৯৯২। নজরুল ইন্সটিটিউট আয়োজিত শতবার্ষিকী বক্তৃতামালায় ‘আধুনিকতা ও নজরুল' প্রবন্ধ পাঠ। সভাপতি : আবুল কাশেম ফজলুল হক। স্থান : নজরুল ইন্সটিটিউট মিলনায়তন, ঢাকা, ১৯৯৩। বাংলা একাডেমী আয়োজিত কবি জসীমউদ্দীনের মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে ‘জসীমউদ্দীনের কবিতা' প্রবন্ধ পাঠ। সভাপতি : আশরাফ সিদ্দিকী। স্থান : বাংলা একাডেমী সেমিনার কক্ষ, ঢাকা, ১৯৯৩। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের উদ্যোগে রবীন্দ্র-নজরুল-জয়ন্তী অনুষ্ঠানে ‘বাংলাদেশে নজরুল' প্রবন্ধ পাঠ। প্রধান অতিথি : অধ্যক্ষ ড. এ. কিউ. এম. হাবিবুর রহমান। সভাপতি : মির্জা হারুন-আর রশিদ। স্থান : জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তন, ঢাকা, ১৯৯৩। বাংলাদেশ সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত নজরুল-জন্মজয়ন্তী অনুষ্ঠানে ‘ঢাকায় নজরুল' প্রবন্ধ পাঠ। সভাপতি : ড. মোহাম্মদ আবদুল কাইয়ুম স্থান : জাতীয় জাদুঘর মিলনায়তন, ঢাকা, ১৯৯৩। বিপরীত উচ্চারণ আয়োজিত ফররুখ আহমদের ৭৫তম জন্মজয়ন্তীতে ‘ফররুখ আহমদ : রূপকল্প ও ছন্দ' প্রবন্ধ পাঠ। সভাপতি : ড. কাজী দীন মুহম্মদ। স্থান : জাতীয় জাদুঘর মিলনায়তন, ঢাকা, ১৯৯৩। বেগম রোকেয়ার জন্মমৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘সম্মিলিত উদ্যাপন কমিটি' আয়োজিত তিন দিন ব্যাপী (৯,১০,১১/১৯৯৩) অনুষ্ঠানের সমাপনী দিবসে ‘রোকেয়ার শিল্পমানস' প্রবন্ধ পাঠ। সভাপতি: প্রফেসর মোহাম্মদ হরুন-উর-রশিদ। স্থান : বাংলা একাডেমী বটমূল, ঢাকা, ১৯৯৩। ঢাকা আহছানিয়া মিশন আয়োজিত খানবাহাদুর আহছানউল্লা'র ১২০তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘খানবাহাদুর আহছানউল্লা' প্রবন্ধ পাঠ। প্রধান অতিথি : প্রফেসর মোহাম্মদ হারুন-উর-রশিদ। সভাপতি : আলহাজ মোহাম্মদ সেলিমুল্লাহ। স্থান : আহছানউল্লা মিশন, ধানমন্ডি, ঢাকা, ১৯৯৩। সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে ‘নজরুলের স্বরূপসন্ধান : গদ্যরচনা' প্রবন্ধ পাঠ। সভাপতি : ড. এনামূল হক। স্থান : শিশু মিলনায়তন, জাতীয় জদুঘর, ঢাকা, ১৯৯৪। সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে ‘নজরুলের সবরূপসন্ধান : গদ্যরচনা' প্রবন্ধ পাঠ। সভাপতি : ড. মুস্তাফা নুরউল ইসলাম। স্থান : নজরুল ইন্সটিটিউট। বাংলা একাডেমী আয়োজিত কায়কোবাদের ৪৪তম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে ‘কায়কোবাদের ঐতিহ্যপ্রীতি ও স্বাজাত্যবোধ' প্রবন্ধ পাঠ। সভাপতি : ড. মোহাম্মদ মনিরুজ্জামান। স্থান : সেমিনার কক্ষ, বাংলা একাডেমী, ঢাকা, ১৯৯৫। ‘সার্কিট হাউজ ইসলামী গ্রন্থাগার ও গবেষণাকেন্দ্র' আয়োজিত অনুষ্ঠানে ‘মাতৃভষা, বাংলা সহিত্য ও ইসলাম' প্রবন্ধ পাঠ। সভাপতি : ড. এম. শমসের আলী। স্থান : সার্কিট হাউজ মসজিদ চত্বর, ঢাকা, ১৯৯৫। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘নজরুল গবেষণা-কেন্দ্র' আয়োজিত অনুষ্ঠানে ‘নজরুলের উপন্যাস প্রসঙ্গে' প্রবন্ধ পাঠ। সভাপতি : ড. আবুল কালাম মনজুর মোরশেদ। স্থান : উচ্চতর মানববিদ্যা কেন্দ্রের সেমিনার কক্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৯৯৬। ‘জাতীয় পর্যায়ে নজরুল জন্মবার্ষিকী উদযাপন : নজরুল-জীবনী রচনার মূল্যায়ন' প্রবন্ধ পাঠ। সভাপতি : ড. মোহাম্মদ আবদুল কাইয়ুম। স্থান : নজরুল ইন্সটিটিউট, ঢাকা, ১৯৯৬। বাংলা একাডেমী আয়োজিত নজরুল-জয়তী উপলক্ষে ‘মানবপ্রেম : নজরুল-সাহিত্যে প্রতিফলিত দৃষ্টিভঙ্গি' প্রবন্ধ পাঠ। সভাপতি : মোবাশ্বের আলী। স্থান : সেমিনার কক্ষ, বাংলা কোডেমী, ঢাকা, ১৯৯৬। বাংলা সাহিত্য পরিষদ-এর বার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ‘বাংলা সাহিত্যে বিদেশি প্রভাব' প্রবন্ধ পাঠ। বিশেষ অতিথি : আল মাহমুদ। সভাপতি : আবুল আসাদ। স্থান : ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তন, ঢাকা, ১৯৯৬। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘নজরুল গবেষণা-কেন্দ্র' আয়োজিত অনুষ্ঠানে ‘নজরুলের কথাসাহিত্য : নাটক' প্রবন্ধ পাঠ। সভাপতি : ড. আবুল কালাম মনজুর মোরশেদ। স্থান : ঢাকা বিশ্ববিদ্যালয় সেমিনার কক্ষ, ১৯৯৬। বাংলা একাডেমী আয়োজিত একুশের অনুষ্ঠানমালায় ‘পঁচিশ বছরের বাংলাদেশের সহিত্য-গবেষণা' প্রবন্ধ পাঠ। সভাপতি : ড. আবুল কালাম মনজুর মোরশেদ। স্থন : বাংলা একাডেমী প্রাঙ্গণ, ঢাকা, ১৯৯৭। বাংলা একাডেমী আয়োজিত নজরুলের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘নজরুল-কাব্যে গণজাগরণের মূলসূত্র' প্রবন্ধ পাঠ। সভাপতি : শওকত আলী। স্থান : বাংলা একাডেমী সেমিনার কক্ষ, ১৯৯৭। বাংলা একাডেমী আয়োজিত একুশের অনুষ্ঠানমালায় ‘পঞ্চাশের দশক : বাংাদেশের কবিতার নতুন যাত্রা' প্রবন্ধ পাঠ। সভাপতি : জিল্লুর রহমান সিদ্দিকী। স্থান : বাংলা একাডেমী প্রাঙ্গণ, ঢাকা, ১৯৯৮। জতীয় পর্যায়ে আয়োজিত নজরুলের ২২তম মৃত্যুবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানমালায় ‘নজরুলের গানে অসাপ্রদায়িকতা' প্রবন্ধ পাঠ। প্রধান অতিথি : ড. এস. জামান মজুমদার। সভাপতি : ড. মোহাম্মদ মনিরুজ্জামান, ঢাকা, ১৯৯৮। নজরুল ইন্সটিটিউট আয়োজিত অনুষ্ঠানে ‘নজরুল-জীবনী রচনার সমস্যা' প্রবন্ধ পাঠ। সভাপতি : ড. রফিকুল ইসলাম। স্থান : নজরুল ইন্সটিটিউটের সেমিনার কক্ষ, ঢাকা, ১৯৯৮। বাংলা একাডেমী আয়োজিত একুশের অনুষ্ঠানমালায় ‘জন্ডশতবার্ষিক শ্রদ্ধার্ঘ্য : জীবনানন্দ দাশ : জীবন ও সাহিত্য' প্রবন্ধ পাঠ। সভাপতি : জিল্লুর রহমান সিদ্দিকী। স্থান : বাংলা একাডেমী প্রাঙ্গণ, ১৯৯৯। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘উচচতর মানববিদ্যা গবেষণাকেন্দ্র' আয়োজিত অনুষ্ঠানে ‘জীবনানন্দ দাশ : নতুন আবিকৃত রচনাগুচ্ছ' প্রবন্ধ পাঠ। সভাপতি : ড. সিরাজুল ইসলাম চৌধুরী। স্থান : উচ্চতর মানববিদ্যা গবেষণাকেন্দ্রের লেকচার থিয়েটার, ১৯৯৯। জাতীয় পর্যায়ে নজরুল-জন্ডশতবার্ষিক অনুষ্ঠানে ‘শতবর্ষের মূল্যায়ন: জীবন' প্রবন্ধ পাঠ। সভাপতি : ড. রফিকুল ইসলাম। স্থান : সুফিয়া কামাল মিলনায়তন, জাতীয় জাদুঘর, ঢাকা, ১৯৯৯। জাতীয় জাদুঘর আয়োজিত নজরুল-জন্ডশতবার্ষিক অনুষ্ঠানে ‘কবি নজরুল, কমরেড মুজফফর আহমদ ও কবি আবদুল কাদির' প্রবন্ধ পাঠ। সভাপতি : ড. মুতাফা নুরউল ইসলাম। স্থান : জাতীয় জাদুঘর, ঢাকা, ১৯৯৯। হাবীবুল্লাহ বাহারের জন্ডশতবর্ষ উপলক্ষে মূল প্রবন্ধ পাঠ। সভাপতি : কবি আবুল হোসেন। স্থান : সিরডাপ মিলনায়তন, ঢাকা, ২০০৬। বাংলা একাডেমী আয়োজিত একুশের অনুষ্ঠানমালায় ‘বিশ শতকের চিতাধারা : এস. ওয়াজেদ আলী' প্রবন্ধ পাঠ। সভাপতি : আলাউদ্দিন আল আজাদ। স্থান : বাংলা একাডেমী প্রাঙ্গণ, ঢাকা, ২০০৬।

আবদুল মান্নান সৈয়দকে উৎসর্গীকৃত গ্রন্থ : মোহাম্মদ মাহফুজউল্লাহর প্রবন্ধগ্রন্থ : নজরুল-কাব্যের শ্লিরূপ (১৯৭৩), মাহবুব সাদিকের কবিতাগ্রন্থ : সন্ধ্যার স্বভাব (১৯৯৬), আখতার-উন-নবী অনূদিত গল্পগ্রন্থ : সেই মেয়েটি (১৯৭৯), আল মাহমুদের কবিতাগ্রন্থ : অদৃষ্টবাদীদের রান্নাবান্না (১৯৮২), নূরউল করিম খসরুর প্রবন্ধগ্রন্থ : সৈয়দ ওয়ালীউল্লাহর ছোটগল্প : বিষয়-আশয় (১৯৮৩), আলাউদ্দিন আল আজাদের কবিতাগ্রন্থ : আমি যখন আসবো (১৯৮৪), ফারুক মাহমুদ-সম্পাদিত : ধোলাই কাব্য (১৯৮৬), কবি আবদুস সাত্তার অনূদিত নাটক : সম্রাটের দ্বদ্ব (১৯৮৭), আবদুল আজীজ আল আমান সম্পাদিত : অপ্রকাশিত নজরুল (১৯৮৯), শামসুল ইসলামের কবিতাগ্রন্থ : নষ্ট চন্দ্রার চাঁদ (১৯৮৯), রিফাত চৌধুরীর কবিতাগ্রন্থ : মেঘের প্রতিভা (১৯৯০), তৌহিদ আহমেদের কবিতাগ্রন্থ : তেলাপিয়দের অসুখ-বিসুখ (১৯৯০), ড. এনামূল হকের কবিতাগ্রন্থ : আত্মবিশ্বাসের চিতাবাঘ (১৯৯০), হাসান আলীমের কবিতাগ্রন্থ : মৃগনীল জোছনা (১৯৯০), আলী ইমমের প্রবন্ধগ্রন্থ : প্রিয় প্রসঙ্গ (১৯৯০), বজলুল করিম বাহারের প্রবন্ধগ্রন্থ : সমকালীন কবিতার দিকবলয় (১৯৯০), আবিদ আজাদের কবিতাগ্রন্থ : আবিদ আজাদের কবিতা (১৯৯১), মোশাররফ হোসেন খানের কবিতাগ্রন্থ : বিরল বাতাসের টানে (১৯৯১), কবি আবদুস সাত্তারের প্রবন্ধগ্রন্থ : নজরুল-কাব্যে আরবী ফারসী শব্দ (১৯৯২), ফররুজ্জামান চৌধুরী অনূদিত উপন্যাস : বিকিকিনির প্রেম (১৯৯২), শশী হকের কবিতাগ্রন্থ : অবিশ্রাত শ্রাবণ (১৯৯৩), কাজল শাহনেওয়াজের গল্পগ্রন্থ : কাছিমগালা (১৯৯৩), মোহাম্মদ মোরশেদ আলীর কবিতাগ্রন্থ : মিছিলে মিছিলে সাড়া (১৯৯৪), I have seen the Bengal’s face : Poems from Jibanananda Das : Edited by Faizul Latif Chowdhury. 1995. মুহাম্মদ আবদুল বাতেনের কবিতাগ্রন্থ : অশ্বারোহী মেঘ (১৯৯৬), নাসির হেলালের ছড়াগ্রন্থ : আগুন ঝরা ছড়া (১৯৯৬), আবদুল্লাহ আবু সায়ীদের নাটক : যুদ্ধযাত্রা (১৯৯৭), নিজাম সিদ্দিকীর উপন্যাস : প্রজাপতি মন (১৯৯৭), মুস্তফা আনোয়ারের কবিতাগ্রন্থ : রসাতল ও মরিয়ম (১৯৯৮), আবুল হুসাইন জাহাঙ্গীরের গল্পগ্রন্থ : নির্বাচিত গল্প (১৯৯৯), আজহার ইসলামের প্রবন্ধগ্রন্থ : চিরায়ত সাহিত্যভাবনা (১৯৯৯), খৈয়াম কাদেরের কবিতাগ্রন্থ : পারদ বিশ্বাস (১৯৯৯) আসাদুল হকের প্রবন্ধগ্রন্থ : নজরুল যখন বেতারে (১৯৯৯), আতাহার খানের কবিতাগ্রন্থ : এই জলকণা নাও নদী (২০০০), ড. মেসবাহউদ্দীন আহমেদ অনূদিত ও সম্পাদিত : এগারোটি ক্লাসিক সাইন্স ফিকশন (২০০০), তপোধীর ভট্টাচার্যের প্রবন্ধগ্রন্থ : জীবনানন্দ : কবিতার সংকেতবিশ্ব (২০০১), সাজজাদ হোসাইন খানের কিশোরতোষ গদ্যগ্রন্থ : দুই কাননের পাখি (২০০১), শাহাবুদ্দীন নাগরীর কবিতাগ্রন্থ : মধ্যরাতে নায়ে দিলাম চুমো (২০০১), আনওয়ার আহমদের কবিতাগ্রন্থ : অন্ধ-অন্ধকার (২০০১), আহমাদ মাযহারের প্রবন্ধগ্রন্থ : আধুনিকতা : পক্ষ-বিপক্ষ (২০০১), মুহাম্মদ শহীদুল্লাহর প্রবন্ধগ্রন্থ : শব্দ ও নৈঃশব্দ। (২০০২), রাফিদ আল ফারুকের কবিতাগ্রন্থ : জানাও বৈকালী (২০০১), আবদুল্লাহ আবু সায়ীদের স্মৃতিকথা : ভালবাসার সাম্পান (২০০২), তারেক মাহমুদের কবিতাগ্রন্থ : সুবর্ণার প্রেম (২০০২), আবুবকর সিদ্দিকের কবিতাগ্রন্থ : আমার যত রক্তফোঁটা (২০০২), গোলাম মোহাম্মদের কবিতাগ্রন্থ : হে সুদূরে হৈ নৈকট্য (২০০৩), আবু করিমের কবিতগ্রন্থ : বনসাই (২০০৩), নাজমুল আলমের গল্পগ্রন্থ : গল্পসমগ্র (২০০৩), শামসুর রাহমান-অনূদিত : রবার্ট ফ্রস্টের কবিতা : নির্বাচিত কবিতা (২০০৩), হাসান আলীমের প্রবন্ধগ্রন্থ : কুসুমে বসবাস (২০০৩), শাফিকুর রাহীম কবিতগ্রন্থ : কবিতাসমগ্র (২০০৪), নৃপেন্দ্রলাল দাশের কবিতাগ্রন্থ : সেই অনত অাঁখর (২০০৫), রববানী চৌধুরীর প্রবন্ধগ্রন্থ : নৃপেন্দ্রলাল দাশ : সৃজন ও মনন (২০০৫), আমীরুল ইসলামের কিশোরতোষ উপন্যাস সংগ্রহ : সাতটি তারার মেলা (২০০৫), ইমরুল চৌধুরীর কবিতাগ্রন্থ : সব অন্ধকার আমার ঘরে (২০০৬), রফিক আজাদের কবিতাগ্রন্থ : সেরা পাঁচ (২০০৬), আসাদ কাজলের কবিতাগ্রন্থ : মুকুটপুরুষ (২০০৬), শিহাব সরকারের উপন্যাস : দুঃস্বপ্নের পাত্রপাত্রী (২০০৬),

প্রাপ্ত পুরস্কার ও সম্মাননা: বাংলা একাডেমীর একুশে পদকসহ এ পর্যন্ত শতাধিক পুরস্কার পেয়েছেন। সম্বর্ধিত হয়েছেন বাংলাদেশ ও ভারতের অনেক প্রতিষ্ঠান থেকে। সর্বশেষ জাতীয় প্রেসক্লাব ‘সমগ্র সাহিত্যকর্মের জন্য' বিশেষ সম্মাননা পুরস্কার এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ‘গুণীজন সম্বর্ধনা' পেয়েছেন ২০০৯-এ। কবির ৫০ বছর পূর্তি উপলক্ষে তাঁকে বিপুল সম্বর্ধনা দেয়া হয়।

প্রথম পুরস্কার পেয়েছেন ১৯৫৯ সালে, ইমাম স্মৃতি পুরস্কার ‘সত্যাসত্য' গল্পের জন্য। ওমেন্স হল (বর্তমানে রোকেয়া হল), ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই পুরস্কার দেয়া হয়। গল্পটি ‘সত্যের মতো বদমাশ' গল্প গ্রন্থের অন্তর্ভুক্ত। এরপর উল্লেখযোগ্য পুরস্কারের মধ্যে আছে : ১৯৭৩ হুমায়ুন কবির স্মৃতি পুরস্কার (শুদ্ধতম কবি, প্রবন্ধগ্রন্থ), লেখক শিবির, ঢাকা। ১৯৭৫ সুমত প্রকাশন সাহিত্য পুরস্কার (শুদ্ধতম কবি, প্রবন্ধগ্রন্থ) কলকাতা। ১৯৮১ আলাওল সাহিত্য পুরস্কার (করতলে মহাদেশ, প্রবন্ধগ্রন্থ), ফরিদপুর। ১৯৮১ বাংলা একাডেমী পুরস্কার (প্রবন্ধ ও গবেষণা), ঢাকা। ১৯৮৬ চারণ সাহিত্য পুরস্কার (অনুবাদ ও গবেষণা) ঢাকা। ১৯৯১ ফররুখ স্মৃতি পুরস্কার (প্রবন্ধ ও গবেষণা) চট্টগ্রাম সংস্কৃতি কেন্দ্র, চট্টগ্রাম। ১৯৯৩ ত্রিভুজ সাহিত্য পুরস্কার (কবিতা), ত্রিভুজ সাহিত্য পরিষদ, ঢাকা। ১৯৯৮ নজরুল একাডেমী পুরস্কার (নজরুল-গবেষণা), চুরুলিয়া, বর্ধমান, ভারত। ১৯৯৯ বাংলাদেশ লেখিকা সংঘ সাহিত্য পদক, ঢাকা। ২০০০ কবি তালিম হোসেন ট্রাস্ট পুরস্কার (নজরুল-গবেষণা), ঢাকা। ২০০০ নজরুল পদক (নজরুল গবেষণা), নজরুল ইন্সটিটিউট, ঢাকা। ২০০১ নন্দিনী সাহিত্য পুরস্কার (সামগ্রিক সাহিত্য) নন্দিনী সাহিত্য ও পাঠচক্র, ঢাকা। ২০০২ কবি সুকাত সাহিত্য পুরস্কার (প্রবন্ধ-গবেষণা) কবি সুকাত সাহিত্য পরিষদ, ঢাকা। ২০০২ অলক্ত সাহিত্য পুরস্কার (কবিতা) অলক্ত সাহিত্য সংসদ, কুমিল্লা। ২০০৩ একুশে পদক (প্রবন্ধ-গবেষণা) বাংলাদেশ সরকার। ২০০৬ স্বাধীনতা ফোরাম সম্মাননা (কবিতা) স্বাধীনতা ফোরাম কেন্দ্রীয় সংসদ, ঢাকা। ২০০৬ নজরুল পদক (নজরুল গবেষণ) নজরুল একডেমী, ঢাকা। ২০০৭ বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতি চর্চা কেন্দ্র পুরস্কার (সমগ্র সাহিত্য), ঢাকা। সর্বশেষ ২০১০ বাংলা সাহিত্য পরিষদ পুরস্কার ও গুণীজন সংবর্ধনা প্রাপ্ত হন।

সব্যসাচি এই লেখককে আরও বেশি করে জানা এবং তাঁর সাহিত্য-কর্ম ও জীবনাদর্শ আলোচনা করার গুরুত্ব অপরিসীম। আমাদের জাতির মহান ব্যক্তিত্বদের কথা আমাদেরকে অবশ্যই স্মরণ রাখতে হবে। আমাদের আত্মপরিচয়ের ক্ষেত্রে এদের অবদান অপরিসীম। আমাদের ভবিষ্যৎ উত্তরসূরীদেরকে এ সম্পর্কে অবহিত করা আমাদের দায়িত্ব।
সূত্র : দৈনিক সংগ্রাম

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

0 Comments:

একটি মন্তব্য পোস্ট করুন

লেখাটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিন

নির্বাচিত বিষয়গুলো দেখুন

কবিতা ছোটগল্প গল্প নিবন্ধ ছড়া টিপস রম্য গল্প প্রেমের কবিতা স্বাস্থ্য কথা কৌতুক ইসলামী সাহিত্য কম্পিউটার টিপস জানা অজানা লাইফ স্ট্যাইল স্বাধীনতা স্থির চিত্র ফিচার শিশুতোষ গল্প ইসলাম কবি পরিচিতি প্রবন্ধ ইতিহাস চিত্র বিচিত্র প্রকৃতি বিজ্ঞান রম্য রচনা লিরিক ঐতিহ্য পাখি মুক্তিযুদ্ধ শরৎ শিশু সাহিত্য বর্ষা আলোচনা বিজ্ঞান ও কম্পিউটার বীরশ্রেষ্ঠ লেখক পরিচিতি স্বাস্থ টিপস উপন্যাস গাছপালা জীবনী ভিন্ন খবর হারানো ঐতিহ্য হাসতে নাকি জানেনা কেহ ছেলেবেলা ফল ফুল বিরহের কবিতা অনু গল্প প্রযুক্তি বিউটি টিপস ভ্রমণ মজার গণিত সংস্কৃতি সাক্ষাৎকার ঔষধ ডাউনলোড প্যারডী ফেসবুক মানুষ সৃষ্টির উদ্দেশ্য রম্য কবিতা সাধারণ জ্ঞান সাহিত্যিক পরিচিতি সায়েন্স ফিকশান স্বাধীনতার কবিতা স্বাধীনতার গল্প কৃষি তথ্য চতুর্দশপদী প্রেমের গল্প মোবাইল ফোন রুপকথার গল্প কাব্য ক্যারিয়ার গবেষণা গৌরব জীবনের গল্প ফটোসপ সবুজ সভ্যতা
অতনু বর্মণ অদ্বৈত মারুত অধ্যাপক গোলাম আযম অনন্ত জামান অনিন্দ্য বড়ুয়া অনুপ সাহা অনুপম দেব কানুনজ্ঞ অমিয় চক্রবর্তী অয়ন খান অরুদ্ধ সকাল অর্ক আ.শ.ম. বাবর আলী আইউব সৈয়দ আচার্য্য জগদীশচন্দ্র বসু আজমান আন্দালিব আতাউর রহমান কাবুল আতাউস সামাদ আতোয়ার রহমান আত্মভোলা (ছন্দ্রনাম) আদনান মুকিত আনিসা ফজলে লিসি আনিসুর রহমান আনিসুল হক আনোয়ারুল হক আন্জুমান আরা রিমা আবদুল ওহাব আজাদ আবদুল কুদ্দুস রানা আবদুল গাফফার চৌধুরী আবদুল মান্নান সৈয়দ আবদুল মাবুদ চৌধুরী আবদুল হাই শিকদার আবদুল হামিদ আবদুস শহীদ নাসিম আবিদ আনোয়ার আবু মকসুদ আবু সাইদ কামাল আবু সাঈদ জুবেরী আবু সালেহ আবুল কাইয়ুম আহম্মেদ আবুল মোমেন আবুল হায়াত আবুল হাসান আবুল হোসেন আবুল হোসেন খান আবেদীন জনী আব্দুল কাইয়ুম আব্দুল মান্নান সৈয়দ আব্দুল হালিম মিয়া আমানত উল্লাহ সোহান আমিনুল ইসলাম চৌধুরী আমিনুল ইসলাম মামুন আরিফুন নেছা সুখী আরিফুর রহমান খাদেম আল মাহমুদ আলম তালুকদার আশীফ এন্তাজ রবি আসমা আব্বাসী আসাদ চৌধুরী আসাদ সায়েম আসিফ মহিউদ্দীন আসিফুল হুদা আহমদ - উজ - জামান আহমদ বাসির আহমেদ আরিফ আহমেদ খালিদ আহমেদ রাজু আহমেদ রিয়াজ আহসান হাবিব আহসান হাবীব আহাম্মেদ খালিদ ইকবাল আজিজ ইকবাল খন্দকার ইব্রাহিম নোমান ইব্রাহীম মণ্ডল ইমদাদুল হক মিলন ইয়াসির মারুফ ইলিয়াস হোসেন ইশতিয়াক উত্তম মিত্র উত্তম সেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী এ কে আজাদ এ টি এম শামসুজ্জামান এ.বি.এম. ইয়াকুব আলী সিদ্দিকী একরামুল হক শামীম একে আজাদ এনামুল হায়াত এনায়েত রসুল এম আহসাবন এম. মুহাম্মদ আব্দুল গাফফার এম. হারুন অর রশিদ এরশাদ মজুদার এরশাদ মজুমদার এস এম নাজমুল হক ইমন এস এম শহীদুল আলম এস. এম. মতিউল হাসান এসএম মেহেদী আকরাম ওমর আলী ওয়াসিফ -এ-খোদা ওয়াহিদ সুজন কবি গোলাম মোহাম্মদ কমিনী রায় কাজী আনিসুল হক কাজী আবুল কালাম সিদ্দীক কাজী নজরুল ইসলাম কাজী মোস্তাক গাউসুল হক শরীফ কাদের সিদ্দিকী বীর উত্তম কাপালিক কামরুল আলম সিদ্দিকী কামাল উদ্দিন রায়হান কায়কোবাদ (কাজেম আলী কোরেশী) কার্তিক ঘোষ কৃষ্ণকলি ইসলাম কে এম নাহিদ শাহরিয়ার কেজি মোস্তফা খন্দকার আলমগীর হোসেন খন্দকার মুহাম্মদ হামিদুল্লাহ্ খান মুহাম্মদ মইনুদ্দীন খালেদ রাহী গাজী গিয়াস উদ্দিন গিয়াস উদ্দিন রূপম গিরিশচন্দ সেন গোলাম কিবরিয়া পিনু গোলাম নবী পান্না গোলাম মোস্তফা গোলাম মোহাম্মদ গোলাম সরোয়ার চন্দন চৌধুরী চৌধুরী ফেরদৌস ছালেহা খানম জুবিলী জ. রহমান জয়নাল আবেদীন বিল্লাল জসিম মল্লিক জসীম উদ্দিন জহির উদ্দিন বাবর জহির রহমান জহির রায়হান জাওয়াদ তাজুয়ার মাহবুব জাকিয়া সুলতানা জাকির আবু জাফর জাকির আহমেদ খান জান্নাতুল করিম চৌধুরী জান্নাতুল ফেরদাউস সীমা জাফর আহমদ জাফর তালুকদার জায়ান্ট কজওয়ে জাহাঙ্গীর আলম জাহান জাহাঙ্গীর ফিরোজ জাহিদ হোসাইন জাহিদুল গণি চৌধুরী জিয়া রহমান জিল্লুর রহমান জীবনানন্দ দাশ জুবাইদা গুলশান আরা জুবায়ের হুসাইন জুলফিকার শাহাদাৎ জেড জাওহার ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া ড. কাজী দীন মুহম্মদ ড. ফজলুল হক তুহিন ড. ফজলুল হক সৈকত ড. মাহফুজুর রহমান আখন্দ ড. মুহা. বিলাল হুসাইন ড. মুহাম্মদ শহীদুল্লাহ ড. রহমান হাবিব ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ ডক্টর সন্দীপক মল্লিক ডা: সালাহ্উদ্দিন শরীফ ডা. দিদারুল আহসান তমিজ উদদীন লোদী তাজনীন মুন তানজিল রিমন তাপস রায় তামান্না শারমিন তারক চন্দ্র দাস তারাবাঈ তারেক রহমান তারেক হাসান তাসনুবা নূসরাত ন্যান্সী তাসলিমা আলম জেনী তাহমিনা মিলি তুষার কবির তৈমুর রেজা তৈয়ব খান তৌহিদুর রহমান দর্পণ কবীর দিলওয়ার হাসান দেলোয়ার হোসেন ধ্রুব এষ ধ্রুব নীল নঈম মাহমুদ নবাব আমিন নাইমুর রশিদ লিখন নাইয়াদ নাজমুন নাহার নাজমুল ইমন নাফিস ইফতেখার নাবিল নাসির আহমেদ নাসির উদ্দিন খান নাহার মনিকা নাহিদা ইয়াসমিন নুসরাত নিজাম কুতুবী নির্জন আহমেদ অরণ্য নির্মলেন্দু গুণ নিসরাত আক্তার সালমা নীল কাব্য নীলয় পাল নুরে জান্নাত নূর মোহাম্মদ শেখ নূর হোসনা নাইস নৌশিয়া নাজনীন পীরজাদা সৈয়দ শামীম শিরাজী পুলক হাসান পুষ্পকলি প্রাঞ্জল সেলিম প্রীতম সাহা সুদীপ ফকির আবদুল মালেক ফজল শাহাবুদ্দীন ফয়সাল বিন হাফিজ ফররুখ আহমদ ফাতিহা জামান অদ্রিকা ফারুক আহমেদ ফারুক নওয়াজ ফারুক হাসান ফাহিম আহমদ ফাহিম ইবনে সারওয়ার ফেরদৌসী মাহমুদ বাদশা মিন্টু বাবুল হোসেইন বিকাশ রায় বিন্দু এনায়েত বিপ্রদাশ বড়ুয়া বেগম মমতাজ জসীম উদ্দীন বেগম রোকেয়া বেলাল হোসাইন বোরহান উদ্দিন আহমদ ম. লিপ্স্কেরভ মঈনুল হোসেন মজিবুর রহমান মন্জু মতিউর রহমান মল্লিক মতিন বৈরাগী মধু মনসুর হেলাল মনিরা চৌধুরী মনিরুল হক ফিরোজ মরুভূমির জলদস্যু মর্জিনা আফসার রোজী মশিউর রহমান মহিউদ্দীন জাহাঙ্গীর মা আমার ভালোবাসা মাইকেল মধুসূদন দত্ত মাওলানা মুহাম্মাদ মাকসুদা আমীন মুনিয়া মাখরাজ খান মাগরিব বিন মোস্তফা মাজেদ মানসুর মুজাম্মিল মানিক দেবনাথ মামুন হোসাইন মায়ফুল জাহিন মারজান শাওয়াল রিজওয়ান মারুফ রায়হান মালিহা মালেক মাহমুদ মাসুদ আনোয়ার মাসুদ মাহমুদ মাসুদা সুলতানা রুমী মাসুম বিল্লাহ মাহফুজ উল্লাহ মাহফুজ খান মাহফুজুর রহমান আখন্দ মাহবুব আলম মাহবুব হাসান মাহবুব হাসানাত মাহবুবা চৌধুরী মাহবুবুল আলম কবীর মাহমুদা ডলি মাহমুদুল বাসার মাহমুদুল হাসান নিজামী মাহ্‌মুদুল হক ফয়েজ মিতা জাহান মু. নুরুল হাসান মুজিবুল হক কবীর মুন্সি আব্দুর রউফ মুফতি আবদুর রহমান মুরাদুল ইসলাম মুস্তাফিজ মামুন মুহম্মদ নূরুল হুদা মুহম্মদ শাহাদাত হোসেন মুহাম্মদ আনছারুল্লাহ হাসান মুহাম্মদ আবু নাসের মুহাম্মদ আমিনুল হক মুহাম্মদ জাফর ইকবাল মুহাম্মদ মহিউদ্দিন মুহাম্মাদ হাবীবুল্লাহ মুহিউদ্দীন খান মেজবাহ উদ্দিন মেহনাজ বিনতে সিরাজ মেহেদি হাসান শিশির মো: জামাল উদ্দিন মো. আরিফুজ্জামান আরিফ মোঃ আহসান হাবিব মোঃ তাজুল ইসলাম সরকার মোঃ রাকিব হাসান মোঃ রাশেদুল কবির আজাদ মোঃ সাইফুদ্দিন মোমিন মেহেদী মোর্শেদা আক্তার মনি মোশাররফ মোশাররফ হোসেন খান মোশারেফ হোসেন পাটওয়ারী মোহসেনা জয়া মোহাম্মদ আল মাহী মোহাম্মদ জামাল উদ্দীন মোহাম্মদ নূরুল হক মোহাম্মদ মাহফুজ উল্লাহ্ মোহাম্মদ মুহিব্বুল্লাহ মোহাম্মদ সা'দাত আলী মোহাম্মদ সাদিক মোহাম্মদ হোসাইন মৌরী তানিয় যতীন্দ্র মোহন বাগচী রজনীকান্ত সেন রণক ইকরাম রফিক আজাদ রবীন্দ্রনাথ ঠাকুর রহমান মাসুদ রহিম রায়হান রহিমা আখতার কল্পনা রাখাল রাজিব রাজিবুল আলম রাজীব রাজু আলীম রাজু ইসলাম রানা হোসেন রিয়াজ চৌধুরী রিয়াদ রুমা মরিয়ম রেজা উদ্দিন স্টালিন রেজা পারভেজ রেজাউল হাসু রেহমান সিদ্দিক রোকনুজ্জামান খান রোকেয়া খাতুন রুবী শওকত হোসেন শওকত হোসেন লিটু শওগাত আলী সাগর শফিক আলম মেহেদী শরীফ আতিক-উজ-জামান শরীফ আবদুল গোফরান শরীফ নাজমুল শাইখুল হাদিস আল্লামা আজীজুল হক শামছুল হক রাসেল শামসুজ্জামান খান শামসুর রহমান শামস্ শামীম হাসনাইন শারমিন পড়শি শাহ আব্দুল হান্নান শাহ আলম শাহ আলম বাদশা শাহ আহমদ রেজা শাহ নেওয়াজ চৌধুরী শাহ মুহাম্মদ মোশাহিদ শাহজাহান কিবরিয়া শাহজাহান মোহাম্মদ শাহনাজ পারভীন শাহাদাত হোসাইন সাদিক শাহাবুদ্দীন আহমদ শাহাবুদ্দীন নাগরী শাহিন শাহিন রিজভি শিউল মনজুর শিরিন সুলতানা শিশিরার্দ্র মামুন শুভ অংকুর শেখ হাবিবুর রহমান সজীব সজীব আহমেদ সত্যেন্দ্রনাথ দত্ত সাইদা সারমিন রুমা সাইফ আলি সাইফ চৌধুরী সাইফ মাহাদী সাইফুল করীম সাইয়্যেদ আবুল আ'লা মওদূদী সাকিব হাসান সাজ্জাদুর রহমান সাজ্জাদ সানজানা রহমান সাবরিনা সিরাজী তিতির সামছুদ্দিন জেহাদ সামিয়া পপি সাযযাদ কাদির সারোয়ার সোহেন সালমা আক্তার চৌধুরী সালমা রহমান সালেহ আকরাম সালেহ আহমদ সালেহা সুলতানা সিকদার মনজিলুর রহমান সিমু নাসের সিরহানা হক সিরাজুল ইসলাম সিরাজুল ফরিদ সুকান্ত ভট্টাচার্য সুকুমার বড়ুয়া সুকুমার রায় সুনীল গঙ্গোপাধ্যায় সুফিয়া কামাল সুভাষ মুখোপাধ্যায় সুমন সোহরাব সুমনা হক সুমন্ত আসলাম সুমাইয়া সুহৃদ সরকার সৈয়দ আরিফুল ইসলাম সৈয়দ আলমগীর সৈয়দ আলী আহসান সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী সৈয়দ তানভীর আজম সৈয়দ মুজতবা আলী সৈয়দ সোহরাব হানিফ মাহমুদ হামিদুর রহমান হাসান আলীম হাসান ভূইয়া হাসান মাহবুব হাসান শরীফ হাসান শান্তনু হাসান হাফিজ হাসিনা মমতাজ হুমায়ূন আহমেদ হুমায়ূন কবীর ঢালী হেলাল মুহম্মদ আবু তাহের হেলাল হাফিজ হোসেন মাহমুদ হোসেন শওকত হ্নীলার বাঁধন

মাসের শীর্ষ পঠিত

 
রায়পুর তরুণ ও যুব ফোরাম

.::jonaaki online::. © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ