বিকেলের নদী
দুই কাপ চা
সাইকেল, শৈশব, কানাগলি
ভূতের ভয় আর
টিনের চালে আম পড়, আম পড়।
ভালোবেসে চাই, বারবার চাই।
এই জীবনে চাই।
সুগন্ধি কলম, কার্টুন পেন্সিল
বৃষ্টিতে ছুটোছুটি।
ময়লা স্কুলড্রেস, ৩টা উইকেট,
২৫ রান, মায়ের বকুনি, আচার।
সব আমার।
তাই ভালোবেসে চাই, বারবার চাই।
এই জীবনে চাই।
সন্ধ্যে হলে ঘরে ফেরা।
নিয়ম করে পড়তে বসা।
পড়ার ভাঁজে গল্পের বই, স্যারের কার্টুন।
টিভি খুলে সেই, ক্যাপ্টেন প্ল্যানেট, হি ইজ দ্য হিরো!!
ভালোবেসে চাই, বারবার চাই।
এই জীবনে চাই।
প্রথম প্রেমের ভূল
সেই ববকাট চুল।
ছোট্ট বারান্দায় লুকিয়ে রাখা ফুল।
লোডশেডিংয়ে আরেকবার, বারবার
সেই মুখখানা দেখতে চাই।
ভালোবেসে, বারবার চাই।
এই জীবনে চাই।
সূত্র : নতুন দেশ
দুই কাপ চা
সাইকেল, শৈশব, কানাগলি
ভূতের ভয় আর
টিনের চালে আম পড়, আম পড়।
ভালোবেসে চাই, বারবার চাই।
এই জীবনে চাই।
সুগন্ধি কলম, কার্টুন পেন্সিল
বৃষ্টিতে ছুটোছুটি।
ময়লা স্কুলড্রেস, ৩টা উইকেট,
২৫ রান, মায়ের বকুনি, আচার।
সব আমার।
তাই ভালোবেসে চাই, বারবার চাই।
এই জীবনে চাই।
সন্ধ্যে হলে ঘরে ফেরা।
নিয়ম করে পড়তে বসা।
পড়ার ভাঁজে গল্পের বই, স্যারের কার্টুন।
টিভি খুলে সেই, ক্যাপ্টেন প্ল্যানেট, হি ইজ দ্য হিরো!!
ভালোবেসে চাই, বারবার চাই।
এই জীবনে চাই।
প্রথম প্রেমের ভূল
সেই ববকাট চুল।
ছোট্ট বারান্দায় লুকিয়ে রাখা ফুল।
লোডশেডিংয়ে আরেকবার, বারবার
সেই মুখখানা দেখতে চাই।
ভালোবেসে, বারবার চাই।
এই জীবনে চাই।
সূত্র : নতুন দেশ
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন
লেখাটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিন