সেই ছেলেবেলা
-কামাল উদ্দিন রায়হান
সেই সকাল কি আর যাবে পাওয়া
সে সকাল গুলো ছিল হাজার চাওয়ায় ভরা,
বই হাতে ছুটে যেতাম, দলে দলে পাঠশালে
মেঠোপথের কিনার ঘেষে চাকার লাঠি নিয়ে
দৌড়ে চলতাম অবিরাম।
ধানের পর ধানের বিস্তৃত মাঠ, কাচাপাকা
কেবল ছুটেই চলতাম।
চাকার চলে চলি কেবল দুর দিগন্তের পথ।
শৈশব আজ হারিয়ে খুজি ফিরি
সেই চাকার মত গতিময় জীবনটাকে,
খুজি ফিরি সেই দুরন্তপনা সুলভ
মাটির কোলে গড়াগড়ি
আর মাটির মত মনটাকে।
খালি পদতনুতে কাদা মাখামাখি,
খালি অকারনে অশ্রুভেজা সেই আখি।
নদীর বুকে ঢেঊ কাটার মত নির্ভয়
শাসনের কাছে সেই ভীত নিচু মাথা
ভালোবাসার কাছে মুখ বাকিয়ে এক চিলতে হাসি
আজও সেই স্মৃতিপটগুলো বড় ভালোবাসি।
আজ আর হয়না সেই দ্বিচক্র যান
চালাব বলে অভিমান,
হারিয়ে গেল ফলচুরি ফুল নিয়ে ভাগাভাগি
ভীত সারাক্ষণ।
আহ বড় অভাগা হলাম ভাবি
হারিয়ে আবার আজ খুজে ফিরি সবিই।
আহ বড় অভাগা হলাম ভাবি
হারিয়ে আবার আজ খুজে ফিরি সবিই।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন
লেখাটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিন