একদিন আগেও ধূলির রাজ্যে ছিল বসবাস,
পথে নামলেই ধূলি লেগে হতো সর্বনাশ।
জামা-কাপড় ময়লা হতো, শ্বাসে টানতাম ধূলি
ওসব অত্যাচার কি বলো খুব সহজে ভুলি!
রাতেই যখন ঝড়ো-ঝাপটায় তুমুল বৃষ্টি নামে
সাথে সাথে চরাচরে ধূলির তাণ্ডব থামে।
সকাল বেলায় পথে নেমে স্বস্তিতে শ্বাস টানি,
ফসলি মাঠ সতেজ হলো পেয়ে বৃষ্টির পানি।
পথে নামলেই ধূলি লেগে হতো সর্বনাশ।
জামা-কাপড় ময়লা হতো, শ্বাসে টানতাম ধূলি
ওসব অত্যাচার কি বলো খুব সহজে ভুলি!
রাতেই যখন ঝড়ো-ঝাপটায় তুমুল বৃষ্টি নামে
সাথে সাথে চরাচরে ধূলির তাণ্ডব থামে।
সকাল বেলায় পথে নেমে স্বস্তিতে শ্বাস টানি,
ফসলি মাঠ সতেজ হলো পেয়ে বৃষ্টির পানি।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন
লেখাটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিন