হাজার বছর আগে এই সমুদ্রের পাড়ে কি ছিল
কেমন ছিল আমাদের এই গ্রাম
বটতলা হাটখোলা কেমন ছিল সব
কীভাবে কেমনে ঘটেছে পৃথিবীর বিপ্লব
আমাদের আকাশ ছিল কেমন
সেই আকাশে মেঘ ছিল কি
কালো মেঘ ছিল নাকি সাদা
হাজার বর্ষী বট বৃক্ষকে প্রশ্ন করি যখন
তখনি ছুঁয়ে দেয় এক চিলতে হিমেল সমীরণ
কেমন ছিল আমাদের এই গ্রাম
বটতলা হাটখোলা কেমন ছিল সব
কীভাবে কেমনে ঘটেছে পৃথিবীর বিপ্লব
আমাদের আকাশ ছিল কেমন
সেই আকাশে মেঘ ছিল কি
কালো মেঘ ছিল নাকি সাদা
হাজার বর্ষী বট বৃক্ষকে প্রশ্ন করি যখন
তখনি ছুঁয়ে দেয় এক চিলতে হিমেল সমীরণ
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন
লেখাটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিন