কোনো এক সময় ছিল যখন সাধারণত ইউরোপের কয়েকটি দেশে এ ফুল দেখা যেত। এখন অবশ্য আমাদের দেশেও নাইট কুইন দেখতে পাওয়া যায়।
নাইট কুইন ফুলের অদ্ভুত একটি বৈশিষ্ট্য হলো এ ফুলের গাছ পাথরকুচি গাছের মতো পাতা থেকে অঙ্কুরিত হয়। একটি পাতা নরম মাটিতে রেখে দিলে ধীরে ধীরে সে পাতা থেকে অঙ্কুর বের হয় এবং পরে তা গাছে পরিণত হয়। একটি পাতা থেকে একাধিক গাছ জন্মাতে পারে।












